আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫৩

আন্দোলন কালেও বিএনপিতে বিরোধ

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সরকার বিরোধী আন্দোলন যখন চূড়ান্ত রূপ নিয়েছে, ঠিক একই সময় নারায়ণগঞ্জ বিএনপির বিরোধও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। তবে এ সময় নারায়ণগঞ্জ বিএনপির বিরোধকে ভালো চোখে দেখছেন না বিশ্লেষক মহল। দিনে দিনে দলের বিরোধ বৃদ্ধি পাওয়ায় নানা শঙ্কা রয়েছে। দলীয় বিরোধকে পুঁজি করে দলের কর্মসূচিতে তৃতীয় পক্ষ নাশকতাসহ নানা ধরনের ষড়যন্ত্রমূলক নাশকতা করতে পারে এমন আশঙ্কা বিএনপির তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের। তাঁদের মতে, দলীয় বিরোধকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দলের কর্মসূচিতে বহিরাগতরা প্রবেশ করে সংঘাত সৃষ্টি করে এই বিরোধ আরো কয়েকগুণ বাড়িয়ে দিবে। নেতায় নেতায় দ্বন্দ্ব বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। বিগত দিনের চেয়ে নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলনে মানুষের অংশ গ্রহণ বৃদ্ধি পেয়েছে। দলের কর্মকান্ডে দলীয় কর্মীদের অংশ গ্রহণ বৃদ্ধি পেয়েছে। তবে নেতাদের বিরোধের কারণে বিচ্ছিন্ন হয়ে দলীয় কর্মকান্ডে অংশ নিচ্ছে কর্মীরা। দলীয় নেতার বিরোধ না থাকলে এই অংশ গ্রহণ আরো বৃহত রূপ নিবে। দলের তৃনমূলের কর্মীরা বিরোধ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার পক্ষে রয়েছে। কিন্তু নেতারা নিজের আধিপত্য নিয়ে বিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক কর্মকান্ড করছে। রাজনৈতিক বিশ্লেষক মহলের মতে, নারায়ণগঞ্জ বিএনপি বিরোধ মিলে ঐক্যবদ্ধ না হলে সরকার বিরোধী আন্দোলন চাঙা করতে কঠিন হবে। এদিকে, জেলা বিএনপির পাশাপাশি মহানগর বিএনপিতেও দ্বন্দ্ব রয়েছে। মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে দ্বন্দ্ব দেখা দেয়। দলের বিশাল একটি অংশ মহানগর বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে দলীয় কর্মকান্ডে অংশ নিতে দেখা গেছে। মহানগরের বর্তমান নেতৃত্ব মানছে না দলের ওই পক্ষটি। ফলে পৃথক ভাবে রাজনৈতিক কর্মকান্ড করছেন। জেলা বিএনপির সম্মেলন আয়োজন করে সিলেকশনের কমিটি গঠন নিয়েও রয়েছে নানা জল্পনা কল্পনা। পূর্ণাঙ্গ কমিটি কবে হবে, আদৌও হবে কিনা এ নিয়ে নানা সংশয় রয়েছে। জেলা বিএনপির সভাপতি হয়ে গিয়াসউদ্দিন তার অনুগতদের কাছে টানগে শুরু করেছে। যারা এতো রাজনীতির মাঠে ছিলেন না এমন নেতাদের থানা, ইউনিয়ন কিংবা ওয়ার্ড কমিটিতে জায়গা করে দিচ্ছে। এসব করতে গিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে দলের হয়ে হামালা, মামলার শিকার নেতাকর্মীরা অমূল্যায়ীত হচ্ছে এমন অভিযোগ দলের তৃনমূলের। আর এসব নিয়েই মূলত বিএনপির নতুন বিরোধের সূচনা হয়েছে এমন দাবি বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট একাধিক সূত্রের। এসব কারণেই এই দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই দ্বন্দ্বের কারণে বিএনপি এবং অঙ্গ সংগঠনের অনেক নেতা রক্তাক্ত হয়েছে। অনেক নেতা রাজনৈতিক সংকটে পরেছে। অনেক নেতা আগামীতে বিএনপির রাজনীতি থেকে ছিটকে পরতে পারেন এমন শঙ্কা বিশ্লেষক মহলের। তবে বিএনপির নিজ দলীয় বিরোধ মিটানো না গেলে আগামী দিনগুলোতে কঠিন সময় অপেক্ষা করছে এমন দাবী বিএনপির তৃনমূলের। অন্যদিকে, দলের বিরোধ সৃষ্টির পেছনে দলীয় মনোনয়ন ভাগানোর বিষয়টিও অন্যতম। এ নিয়ে বেশ কিছু নেতার মধ্যে নিরব প্রতিযোগিতা চলছে। প্রবীণ নেতাদের পাশাপাশি নবীন নেতারাও এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলেও দলের নির্ভযোগ্য সূত্রে জানাগেছে। ইতোমধ্যে নিজের অবস্থান শক্তমকরতে বলয়ের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। আসন্নন নির্বাচনের দলীয় মনোনয়ন বাগিয়ে নেয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে জেলা বিএনপির প্রায় ডজনখানেক নেতা। ফলে দলের মধ্যে এসব নিয়ে বিরোধ রয়েছে। নিজেদের বিরোধ নিয়ে নিজেরাই ব্যস্ত সময় পার করছে। দল সংগঠিত করার চেয়ে বিরোধ বেশী হওয়ায় সাংগঠনিক ভাবে পিছিয়ে যাচ্ছে বিএনপি এমন দাবি বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট নেতাকর্মীদের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা