আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪১

সংস্কৃতির উপর আগ্রাসন বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

ডান্ডিবার্তা | ২০ আগস্ট, ২০২৩ | ১১:৫৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহের উদ্যোগে দেশের বিভাগীয় শহর ও জেলায় জেলায় আলোচনাসভা ও সাংস্কৃতিক সমাবেশসহ নানান ধরনের কর্মসূচী পালন করা হচ্ছে। দেশব্যাপী প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা চলছে। দেশে সংস্কৃতির ওপর যে আগ্রাসন চলছে তার বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে। এ লক্ষ্যে ৩১টি সামাজিক সাংস্কৃতিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলেছে প্রতিবাদী এই ঐক্য। প্রতিবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমূহ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গত শুক্রবার বিকাল ৪টায় নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জাকির হোসেন। সভায় নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইন, অত্যাবশ্যকীয় পরিষেবা বিল, দ্রব্যমূল্য বৃদ্ধি ও সাংস্কৃতিক কর্মকা-ে বাধা প্রদান বিষয়ে আলোচনা করেন। আলোচনা করেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উপদেষ্টা রফিউর রাব্বি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নারায়ণগঞ্জ জেলা সংসদের সভাপতি জাহিদুল হক দীপু, সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক শহিদুল আলম নান্নু, ধাবমান সাহিত্য আন্দোলনের নেতা ধীমান সাহা জুয়েল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক রাজলক্ষ¥ী, কবি রইস মুকুল প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করছে না। এর নাম বদল করে ‘সাইবার নিরাপত্তা’ নামে একই আইন বহাল রাখছে। অত্যাবশ্যকীয় পরিষেবা বিলের মাধ্যমে দেশ থেকে শ্রমিক আন্দোলন তুলে দেবার চেষ্টা করছেন। বাজার সিন্ডিকেট ইচ্ছামত দ্রব্যমূল্য বাড়িয়ে চলেছে, সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। দেশে গণতন্ত্র নেই, মত প্রকাশের স্বাধীনতা নেই। সংস্কৃতির ওপর নানান ধরনের আগ্রাসন চলছে। নানান উপায়ে একটা প্রতিক্রিয়াশীল সংস্কৃতি সমাজে চাপিয়ে দেবার চেষ্টা চলছে। সাম্প্রদায়িক সংস্কৃতি সামনে আনা হচ্ছে। বিভিন্ন জেলায় সাংস্কৃতিক কর্মকান্ডে বাধা প্রদান করা হচ্ছে। নেতৃবৃন্দ বলেন, সংস্কৃতির ওপর এসকল আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আলোচনা সভায় গণসংগীত পরিবেশন করেন প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির অর্থ-সম্পাদক সুজয় রায় চৌধুরী বিকু ও উদীচী শিল্পীগোষ্ঠী, নারায়ণগঞ্জ জেলা সংসদ। সভা পরিচালনা করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি প্রদীপ সরকার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা