আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ১০:০৬

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে: শামীম ওসমান বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ রক্ষা কর

ডান্ডিবার্তা | ২১ আগস্ট, ২০২৩ | ১১:২৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, আজকে স্লোগান দেওয়ার সময় এসেছে যে বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ রক্ষা কর। আজকে এমন একটি পরিস্থিতি এসেছে, বঙ্গবন্ধু বলেছিলেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমার মনে হচ্ছে সামনে আমাদের সেই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সে ব্যাপারে আমি আপনাদের নির্দেশনা চাই। গতকাল রোববার নারায়ণগঞ্জ সদরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। এ সময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শামীম ওসমান বলেন, এ নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সূতিকাগার। বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে বার বার নারায়ণগঞ্জের কথা বলেছেন। প্রতিটি আন্দোলনে নারায়ণগঞ্জের মানুষ রক্ত দিয়েছে। পঁচাত্তরের পরেও নারায়ণগঞ্জের মানুষ গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছেন শেখ হাসিনার নেতৃত্বে। তিনি বলেন, আপনারা বীর মুক্তিযোদ্ধা, আমাদের আপনাদের যোগ্য হওয়ার সুযোগ নেই। আপনারা যেটা করেছেন, এ দেশ স্বাধীন করে দিয়েছেন। তার চেয়ে বড় কিছু তো আর করার থাকে না। তারপরেও বীর মুক্তিযোদ্ধাদের দেশ রক্ষার জন্য কথা বলতো হয় এটা দুর্ভাগ্যজনক। আমরা আপনাদের যোগ্য উত্তরসূরি হতে পারিনি সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী। তিনি মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমি প্রস্তাব রাখছি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে সোহরাওয়ার্দী উদ্যানে জীবিত বীর মুক্তিযোদ্ধা ও মৃতদের পরিবারের সদস্যদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করুন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এর আগে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের পাগলা এলাকায় স্বেচ্ছাসেবক লীগের নেতা মীর হোসেন মীরুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন একেএম শামীম ওসমান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। সেখানে শামীম ওসমান বলেন, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত ২৬০০ কোটি টাকা দিয়ে ফাইওভার নির্মাণ হচ্ছে। চাষাঢ়া থেকে আদমজী পর্যন্ত নাগিনা জোহা সড়ক নির্মাণ হচ্ছে। ডিএনডির প্রকল্প আমরা করছি কিন্তু তারপরেও ফতুল্লার ড্রেনেজ সমস্যার সমাধান আমরা করতে পারছি না। উপস্থিত জনতার উদ্দেশ্যে শামীম ওসমান বলেন, ডিএনডি প্রকল্পের আওতায় খাল পরিস্কার হচ্ছে। কিন্তু খালে গিয়ে যে ড্রেন দিয়ে পানি পরবে, সেই ড্রেন সংস্কার হয়নি। আমরা এই ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ এনেছি। ইতোমধ্যে কিছু টেন্ডারও পাশ হয়ে গেছে। আরও টেন্ডার পাশ হবে। এই কাজ গুলো হয়ে গেলে আমার মনে হয় না ফতুল্লার কোথা কোন সমস্যা থাকবে না। তারপরেও যদি কোথাও ছোট খাটো সমস্যা থাকে, তাহলে চন্দনশীল করবে। শামীম ওসমানের ভাষ্য মতে, ‘এতদিন জেলা পরিষদ নিয়ে কাজ করতে পারিনি। এখন জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল। সে আমার ভাই-বন্ধু। আমরা যদি বেঁচে থাকি, নারায়ণগঞ্জে কোন সমস্যাই থাকবে না।’ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলীসহ কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা