আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১৩

বাংলাদেশে ফাইজলামী চলে না

ডান্ডিবার্তা | ২১ আগস্ট, ২০২৩ | ১১:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য মো: হাবিবুর রহমান সিরাজ আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, ৭১’এ সপ্তম নৌ বহর পাঠিয়ে বাংলাদেশকে ভিয়েতনাম বানাইতে চেয়েছিলেন, ভিয়েতনাম বানাইলেন না? পরে দেখি ফিরত গেছেন। এটি বাংলাদেশ, বাংলার মানুষ, বাংলার মান রাইখা গেছে। এখানে ফাইজলামী চলে না। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এসও রোড এলাকায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-বি-১৭৫৩, গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় হাবিবুর রহমান সিরাজ বলেন, সেই যে বঙ্গবন্ধু এই দেশটাকে স্বাধীন করে, এই দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিয়ে, তাঁর চির দিনের চির আকাঙ্খিত সোনার বাংলা প্রতিষ্ঠা করার প্রদক্ষেপ গ্রহণ করলেন। আর তখন যারা আমাদের স্বাধীনতার বিপক্ষ শক্তি ছিল, যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, আর যারা এই দেশের স্বাধীনতা চায় নাই, তারা চিন্তা করল সর্বনাশ শেখ মজিবুর যদি সফল হইয়া যায় তাহলে আমরা শেষ। তারা আরো গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো এবং দেশী-বিদেশী শক্তিকে এক জায়গায় নিয়ে এসে ১৯৭৫ সালের ১৫ আগস্টে রাতের আধাঁরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে। তারপর থেকে বাঙ্গালী জাতিকে ২১ বছর শোষন করা হয়। ২১ বছর পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো হাল ধরেন। বর্তমানে তাঁর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। সেই অগ্রযাত্রাকে বাঁধাগ্রস্থ করার লক্ষ্যে আবারো দেশী-বিদেশী চক্রান্ত শুরু হয়েছে। আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, রেজি: নং-বি-১৭৫৩, কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও গোদনাইল মেঘনা ডিপো ইউনিটের সভাপতি মো: আশরাফ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক ও বন্দর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: কাজিম উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রিয়াজ উদ্দিন রেনু, নাসিকের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মতিন মুন্সি, মেঘনা পেট্রোলিয়াম লি: সিবিএ’র যুগ্ন সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ আদমজী আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি আব্দুস সামাদ বেপারী, থানা কৃষকরীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সুমিলপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা মানিক মাষ্টার, আক্তার হোসেন, যুব মহিলা লীগ নেত্রী আসমা, মনিরা সুলতানা, তাঁতী লীগের ইউসুফ আলী মাসুদ, মন্ডল মো: মহিউদ্দিন সানী, এম আর মহসিন, মহিউদ্দিনসহ প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা