আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৪

শিমরাইলে নুর হোসেনের ভাতিজা শাহীনের চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীরা

ডান্ডিবার্তা | ২১ আগস্ট, ২০২৩ | ১২:০১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ডেমরা রোডের ব্যবসায়ীরা সাত খুনের ফাাঁসির আসামি নুর হোসেনের ভাতিজা মাদকসেবী শাহিন (৩২) এর অত্যাচার ও চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে পড়েছে। ডেমরা সড়কের পাশে প্রতিটি দোকান থেকে নিয়মিত সে চাঁদা আদায় করে থাকে। কেউ চাঁদা না দিলে তাকে নানাভাবে নির্যাতন করে থাকে। তার রয়েছে একটি ছিচকে চোর ও কিশোর গ্যাং এর দল। ব্যবসায়ীদের টার্গেট করে নিজে উপস্থিত থেকে এদের মাধ্যমে চাঁদা আদায়, চাঁদা না দিলে হুমকি এমনকি ওইসব ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল প্রকাশ্যে কিম্বা চুরি করে নিয়ে যায়। প্রতিদিন সন্ধ্যার পর ডেমরা রোড়ে ছিনতাই করে বেড়াচ্ছে শাহীন ও তার দলের সদস্যরা। তার ভয়ে ব্যবসায়ীরা আতংকে দিনাতিপাত করছে এবং ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছে না। শাহীনের বাবার নাম নুরুল ইসলাম। নাম না প্রকাশের শর্তে ব্যবসায়ীনা জানায়, চাঁদাবাজ শাহীন দুই কাউন্সিলর তার চাচা ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরুউদ্দিন ও চাচাত ভাই ৩নং ওয়ার্ড কাউন্সিলর বাদলের নাম ভাঙ্গিয়ে সব অপকর্ম করে বেড়াচ্ছে। তার চাঁদাবাজি ও অপকর্মে বাধা নিয়ে নানাভাবে তারা হয়রানির শিকার হয়েছেন। এছাড়াও শাহীনের শেল্টারে ওই এলাকায় টুকুন ও সজিব মাদক ব্যবসা করে থাকে। তারা নিজেকে শাহীনের পার্টনার পরিচয়ে দাবড়িয়ে বেড়ায়। কিছুদিন আগে শাহিনের রোষানলের শিকার হন সামছু মিস্ত্রি। সে সামছু মিস্ত্রিকে মারধর করে সামনের সব দাঁত ভেঙ্গে ফেলে। এছাড়াও সোহেল, পারভেজ, নয়নের গ্যারেজ, নজরুলের দোকানে, মো. আলীর ব্যাটারী দোকানের ৪/৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে শাহীনের সন্ত্রাসী বাহিনীরা। সাত খুনের ঘাতক নুর হোসেন ও বর্তমান দুই কাউন্সিলরের ভয়ে কেউ আইনের আশ্রয় নিতেও সাহস পাচ্ছেনা না। ব্যবসায়রা আরও জানান, আড়াই বছর আগে গজারি পট্টিতে ছিনতাইকালে সাথী নামে একটি মেয়েকে খুন করে শাহিন ওই হত্যা মামলায় বেশ কিছু দিন জেল খেটে। ব্যবসায়ীদের দাবি শাহিনকে যদি এখনই আইনশৃংখলাবাহিনী প্রতিরোধ না করে তাহলে সে আরও বেপোরোয়া হয়ে উঠবে। এতে ওই এলাকায় শান্তি শৃংখলা বিঘœ হবে এবং বড় ধরণের নাশকতার ঘটনা ঘটতে পারে। এদিকে এ বিষয়ে কথা বলতে ৪নং ওয়ার্ড কাউন্সিলর নুরুউদ্দিন মিয়ার মোবাইলে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা