আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১৩

দুই নেতাতে বন্দি ফতুল্লা আ’লীগ!

ডান্ডিবার্তা | ২২ আগস্ট, ২০২৩ | ১০:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ২০১৯ সালের ডিসেম্বর মাসে ১৫ বছর পর ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সেই সম্মেলনেও এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি ও আলহাজ্ব এম শওকত আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। ফলে প্রায় ১৯ বছর ধরে একই পদে একই নেতা দায়িত্ব পালন করছেন। এদিকে দীর্ঘদিন একই ব্যাক্তিরা শীর্ষ পদ দখল করে রাখায় চাপা ক্ষোভ বিরাজ করছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। যদিও দুই বছর অন্তর অন্তর পদ পরিবর্তন হওয়া কথা। কিন্তু হয়নি। পদ ধরে রাখার মিশনে তা হতে দেয়া হয়নি বা হচ্ছে না। তাছাড়া সম্মেলন না হওয়ায় নতুন নেতৃত্বও সৃষ্টি হচ্ছে না। এমটাই অভিযোগ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের। দলীয় সুত্রমতে, ২০১৯ সালের ৭ ডিসেম্বর দীর্ঘ ১৫ বছর পর ফতুল্লা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে এম সাইফউল্লাহ বাদলকে সভাপতি আলহাজ্ব এম শওকত আলীকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এ সম্মেলনের প্রায় ১৩ মাস পর অবশেষে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন ফতুল্লা আওয়ামী লীগ। এর আগে, ২০০৪ সালের ডিসেম্বর মাসে ফতুল্লার ডিআইট মাঠে ফতুল্লা থানা আওয়ামীলীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, বিশেষ অতিথি জাতীয় শ্রমিকলীগের তৎকালীন সভাপতি আব্দুল মতিন মাস্টার, বাংলাদেশ আওয়ামীলীগের তৎকালীণ ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদিকা অধ্যাপিকা নাজমা রহমানসহ নেতৃবৃন্দ। ওই সম্মেলনে শামীম ওসমানের আর্শিবাদে এম সাইফ উল্লাহ বাদল সভাপতি ও শওকত আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আওয়ামীলীগের গঠনতন্ত্র মতে দুই বছর অন্তর সম্মেলন হওয়ার নিয়ম থাকলেও গত ১৯ বছরের বেশি সময় ধরে সম্মেলন হয়নি। ফলে নতুন নেতৃত্ব সৃষ্টিতে প্রতিবন্ধকতা তৈরী হয়ে আছে। এদিকে দীর্ঘদিন একই ব্যাক্তিরা শীর্ষ পদ দখল করে রাখায় চাপা ক্ষোভ বিরাজ করছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে। তারা চাচ্ছেন সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরী হোক। নতুনরা সুযোগ পাক। তাছাড়া বর্তমান সভাপতি বয়সের ভারে বার্ধক্যে পড়েছেন। তিনি জোরালো ভাবে আগের মতো দলীয় কর্মকান্ড পরিচালনা করতে পারছেন না। অধিকাংশ সময় দলীয় কর্মসুচিতে গড় হাজির থাকছেন। ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল কাশীপুর ইউনিয়ন পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী। যদিও শারীরিক ভাবে অসুস্থ্য সাইফউল্লাহ বাদল এর আগে কয়েকবার স্বেচ্ছায় পদত্যাগের ঘোষনা দিয়ে সরে দাঁড়ানোর ইচ্ছা পোষন করলে ফতুল্লায় আওয়ামী রাজনীতি সংশ্লিষ্টদের মনে আশার সঞ্চার হয়েছিল নতুন নেতৃত্ব আসতে পারে। প্রান ফিরে পেতে পারে থানা আওয়ামীলীগ। কিন্তু সে আশায় গুড়ে বালি। স্বপদ আঁকড়ে ধরে বসে আছেন তিনি। ফতুল্লা থানা আওয়ামীলীগের রাজনীতি সংশ্লিষ্টরা মনে করেন, অচিরেই নতুন নেতৃত্ব সৃষ্টি না করতে পারলে ভবিষ্যতে এই থানা এলাকায় আওয়ামীলীগের রাজনীতিতে ক্ষতিকর প্রভাব পড়বে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা