
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেছেন, ‘অনেক কিছুই আমি খুলে বলতে পারছি না এখানে। তবে, আমি এটুকু বলবো, নির্বাচনের প্রস্তুতি নেন। লাঠি সোটা তৈরি করেন।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলার নিহতদের স্মরণে গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত সভায় নেতাকর্মীদের এ নির্দেশ দেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ। নেতাকর্মীর উদ্দেশ্যে খোকন সাহা বলেন, আমাদের প্রতিহত করার জন্য ওরা মাঠে নামবে। ওরা মাঠে নামবে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিনত করার জন্য। বিভিন্ন এলাকায় সহিংসতা শুরু হয়ে গেছে। ওরা এসিড টেস্ট করছে। আপনি দলের অবস্থা দেখেন। আমাদের দলের লোকেরা শোক জানিয়ে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে পোষ্ট দেয়। এত সহজ ভাইবেন না, আপনারা সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে প্রস্তুত থাকেন। ওদের শীতলক্ষ্যা, ধলেশ্বরী আর পদ্মার ওই পাড়ে বেড়ি দেওয়ার জন্য। লাঠি নিয়ে তৈরি হন। বঙ্গবন্ধু বলে ছিল, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমরা বলছি, এবারের সংগ্রাম স্বাধীনতা রক্ষা করার সংগ্রাম। চাওয়া পাওয়ার হিসাবটাকে বাদ দিয়ে দলকে শক্তিশালী করুন। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা বলেন, শেখ হাসিনা ক্ষমতায় না এলে কারো চামরাই ঠিক থাকবে না। এটা মনে রেখে সংগঠনকে আরও ব্যাপক শক্তিশালী করুন। যারা রাগ করে দল ছেড়ে চলে গেছে, তাদের রাগ ভাঙ্গীয়ে ফিরিয়ে আনুন। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হন। ঐক্যের কোন বিকল্প কোথাও নাই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছুই সম্ভব। দেশে মৌলবাদী গোষ্ঠী মাথা চারা দিয়ে উঠেছে। ধর্মের নামে অপব্যাখ্যা দিয়ে তারা আল্টিমেটাম দিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এক যোগে সকলের পিঠ চুলকানি উঠেছে। বঙ্গবন্ধুর বাংলাদেশ টিকিয়ে রাখার জন্য আমাদের ঐক্যের কোন বিকল্প নাই। ঐক্যবদ্ধ ভাবে ওদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের সার্বভৌমত্ব ঠিক থাকবে। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের উন্নয়ন হবে। খোকন সাহা বলেন, আগামী জানুয়ারীর মধ্যে সারা পৃথিবীতে ৩৩টি দেশে জাতীয় নির্বাচন হবে। তাহলে বাংলাদেশ নিয়ে এত কেন? আমেরিকা, ভারতসহ সারা পৃথিবীতে কোথাও তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হয় না। অথচ, বিএনপি তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন করার কথা বলে। নির্বাচন হতে না দেওয়ার জন্য বিএনপি দক্ষিণপন্থীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে। যে আমেরিকা মানবাধিকারের এক কথা বলছে, আজকের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা প্রতিবেদন করেছে, ‘বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে ১০ মাসে মৃত্যু ২৫১৯৮’। সেখানে কিন্তু মানবাধিকার লঙ্গণ হয় না। আমার দেশে সমস্ত মানবাধিকার। উনারা বাংলাদেশের বেলায় মানবাধিকার তত্ব বা বস্তা নিয়ে বসেছে। পৃথিবীর সবচেয়ে শক্তি শালী রাষ্ট্র আমেরিকা আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হান্নান আহমেদ দুলাল, সহ-সভাপতি শেখ হায়দার আলী বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন, নারায়ণণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম খান প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯