আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৯

রাজপথে নেই বিএনপির বিদ্রোহীরা!

ডান্ডিবার্তা | ২২ আগস্ট, ২০২৩ | ১১:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি থেকে পদত্যাগ করা একাংশের (বিদ্রোহী) নেতাকর্মীরা রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে। অথচ সাখাওয়াত-টিপুর নেতৃত্বাধীন মূল কমিটি থেকে সরে এসে, শুরুতে মুকুল-সেন্টুর বিদ্রোহী বলয় বেশ ভালোই দাপট দেখিয়েছিল। নেতাকর্মীদের ভাষ্য, বিএনপি একদফা দাবিতে মাঠে নামার পরই হঠাৎ ঝিমিয়ে পড়েছেন তারা। এর আগে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছাকাছি গিয়ে সকলের নজর কেড়েছিলেন বিদ্রোহীরা। কিন্তু এখন সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হচ্ছেন সবাই। নির্ভরযোগ্য এক সূত্রের দাবি, বিদ্রোহীরা সাংগঠনিকভাবে খুবই শক্তিশালী ছিল, যখন তাদের সাথে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, জাকির খানের লোকজন ছিল। তবে এখন এরা বিছিন্নভাবে কর্মসূচি পালন করায় বিদ্রোহীদের সভা-সমাবেশে আগের মতো লোকসমাগম করতে বিপাকে পড়তে হচ্ছে। এছাড়া বিদ্রোহীদের নীরব হয়ে যাওয়ার পেছনে আরেকটি কারণ হলো অর্থনৈতিক সংকট। নেতাকর্মীরা জানান, একটি বড় কর্মসূচি পালনের ক্ষেত্রে লোকজন জড়ো করা থেকে শুরু করে একেবারে শেষ করতে অনেক টাকা খরচ হয়ে থাকে। যেটা সবাই মিলে বহন করলে সহজ হয়। তবে বিদ্রোহীদের কর্মসূচির যাবতীয় খরচ আতাউর রহমান মুকুলকেই বহন করতে হয়। সূত্র বলছে, সম্প্রতি কিছু ব্যক্তিগত কাজে মুকুল ব্যস্ত হয়ে পড়ায় তার পক্ষে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। তাই তার অনুপস্থিতিতে বিদ্রোহীদের বাকি নেতারাও কর্মসূচি পালনে আগ্রহ দেখায়নি। সবশেষ গত শুক্রবার সারাদেশে পালিত পদযাত্রা কর্মসূচিতেও তাদের দেখা যায়নি। নেতাকর্মী আরও জানান, শুরুতে যেভাবে বিদ্রোহী বলয়ের নেতারা নিজেদের যাত্রা শুরু করেছিল, সেই ধারাবাহিকতা তারা ধরে রাখতে পারেনি। এর পেছনে অসংখ্য কারণ থাকতে পারে। তবে তাদের দ্রুত ঘুরে দাঁড়ানো উচিত। একই সাথে কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণও করা উচিত। নইলে সামনে এই দুর্বলতা কাটিয়ে উঠা সম্ভব হবে না। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্রোহীদের শীর্ষ দু-একজন নেতা বলেন, ‘সাময়িক সমস্যার জন্য আমরা একটি কর্মসূচি পালন করতে পারিনি। এর মানে এই নয় যে, আমরা দুর্বল হইয়া গেছি। আমরা সবাই আবার একত্রে মাঠে নামবো। তখন আবার সবাই অবাক হয়ে যাবে। এমনকি কেন্দ্রীয় অনেক নেতাদেরও বিষয়টি নজরে আসবে। সেই প্রস্তুতি চলছে।’ উল্লেখ্য, ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কেন্দ্র থেকে মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর ২৪ ঘণ্টা না যেতেই সেই কমিটির একাংশের নেতাকর্মীরা বিদ্রোহ করে বসে। এদের মধ্যে ছিলেন আতাউর রহমান মুকুল, আব্দুস সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দিন, আবুল কাউসার আশা, আওলাদ হোসেনসহ ১৫ জন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা