
ডান্ডিবার্তা রিপোর্ট স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জে নতুন কোন সড়ক শহরটিতে হয়নি। উল্টো শহরের একমাত্র বঙ্গবন্ধু সড়ক ছাড়া বাকি ৪টি প্রধান সড়কই অবৈধ দখলদারদের দখলে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে, ইজিবাইক ও অটো রিকসা। এই সব অবৈধ যান প্রতিদিন লাখ লাখ টাকার বিদ্যুৎ অবৈধ ভাবে যেমন চুরি হচ্ছে এ কারেেণ বাড়ছে বিদ্যুৎ সংকট। অটো রিকসা আর ইকিবাইক নিষিদ্ধ হলেও কতিপয় অসাধু পুলিশ সদস্য ও নামধারী সাংবাদিকরা দিন দিন শহরে অটো রিকসা চালু করছে। এরই মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হওয়ার পর নারায়ণগঞ্জ শহরে আবারো অত্যধিক যানজটে নাকাল হচ্ছে নগরবাসী। দীর্ঘদিন পরে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রেল চলাচল শুরুর পর থেকে এই যানজটের প্রবণতা আবারো বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন নগরবাসী। তবে নগরবাসীর মতে দিনের বেলায় শহরে অবৈধ অটোরিকশা প্রবেশ বন্ধ করে দিলে জনগণের ভোগান্তি কিছুটা হলেও কমবে। কারণ বর্তমানে শহরে যানজটের অন্যতম প্রধান কারণ হলো অবৈধ অটোরিকশা চলাচল। পাশাপাশি দখল হয়ে যাওয়া মীর জুমলা সড়ক, শায়েস্তা খান রোড, সিরাজদৌল্লাহ সড়ক, সলিমুল্লাহ সড়ক ও শহীদ সোহরাওয়ার্দ্দী সড়ক থেকে অবৈধ হকার উচ্ছেদসহ বাস টার্মিনালটি শহরের বাইরে না নিলে শহরবাসীর চলাচল দুর্বিসহ হয়ে উঠবে। নাসিক মেয়র সেলিনা হায়াত আইভী একাধিক অনুষ্ঠানে বলেছেন, কোন সড়কই আমরা ইজারা দেইনি। ফুটপাত থেকে কোটি টাকা চাঁদাবাজি হলেও এই চাঁদাবাজি বন্ধ করতে গিয়ে আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। এনিয়ে নগরবাসী প্রশাসনকে কঠোর হওয়ার দাবি জানিয়েছে। সরেজমিনে ঘুরে দেখা যায়, ট্রেন চলাচল নতুন করে শুরু হওয়ায় পর শহরে কোনো যাত্রীবাহী ট্রেন প্রবেশ করলে ৬টি পয়েন্টে যানজট সৃষ্টি হয়। পয়েন্টগুলো হলো ১নং রেলগেট, ২নং রেলগেট, উকিলপাড়া, কলেজ রোড, বালুর মাঠ ও চাষাঢ়া রেলওয়ে স্টেশনের সামনের সড়ক। এসব পয়েন্টে ট্রেন যাওয়ার সময় ব্যারিকেট পড়লে কমপক্ষে ১৫ মিনিট রেললাইনের দুইপাশের যানবাহনের যাত্রীদের জ্যামে বসে থাকতে হয়। দুই নং রেলগেট এলাকার ফল বিক্রেতা কালা মিয়া বলেন, ‘ট্রেন চালু হওয়ার পর জ্যাম বাইড়া গেছে। এখন আধা ঘণ্টা পর পরই বড় বড় জ্যাম লাগে। দেখা যায় দুই নাম্বার গেটে ট্রেন আসার ১০ মিনিট আগে ব্যারিকেট দিতে হয়। এভাবে রাস্তায় জ্যাম লাইগাই থাকে। শহরে একটা ট্রেন ঢুকলে ৫-৬ জায়গায় জ্যাম লাগে। অনেকে কয় স্টেশন চাষাঢ়া নিলে ভালো হইব। আমি এটাই মনে করি। মানুষ জ্যাম থেকে মুক্তি পাইব।’ চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন স্ট্যান্ডের সিএনজি চালক আবুল হোসেন বলেন, ‘এই শহরের চাষাঢ়া থেকা লঞ্চঘাট যাইতে কমপক্ষে আধা ঘণ্টা লাগে। কিন্তু রাস্তা ১০ মিনিটের। এখন বঙ্গবন্ধু সড়ক ঘুরলে ৫০০ আটো পাওয়া যাইবো। একটা রাস্তায় এতাগুলি অটো থাকলে পুরা রাস্তা তো ওদেরই লাগে। বাকি গাড়ি কেমনে যায়? আবার নতুন কইরা ট্রেন শুরু হইছে। এখন যদি পুলিশ অটো বন্ধ কইরা দেয় তাহলে জ্যাম কমে যাবে। মানুষ শান্তি পাবে। একজন গাড়ি চালক হিসেবে আমার এটাই মনে হয়।’ নারায়ণগঞ্জ ক্লাবের সামনে আ: মান্নান নামে এক রিকশা চালক বলেন, ‘পুলিশে টেকা খাইয়া অটো ঢুকায় শহরে। ওগো কারণে গাড়ি চলতে সমস্যা হয়। জ্যাম লাগে আমরা যারা পায়ের রিকশা চালাই আমাগোও সমস্যা হয়। যাত্রীরা বইসা থাকে, বিরক্ত হয়। এটা আমগো যেমন লস তেমন প্যাসেঞ্জারগো সময়ও নষ্ট হয়। আটো বন্ধ করলে সব ঠিক হইয়া যাইব।’ এভাবে নারায়ণগঞ্জবাসী প্রতিদিন কর্মঘন্টা হারিয়ে অফিস আদালতে দেরীতে পৌছছে। মেয়র আইভী এসব অবৈধ দোকানপাট ও দখলকৃত সড়কগুলি উচ্ছেদে আগ্রহী থাকলেও একটি মহল বার বার এদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর পুলিশও নামধারী সাংবাদিকদের অটো রিকসা থেকে বাড়তি আয় বাড়লেও রহস্যজনক কারণে প্রশাসন এ ব্যপারে সম্পূর্ন নিরবতা পালন করে চলেছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯