
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর থানা ও বন্দর পুলিশ ফাঁড়িতে চলছে পুলিশের রমরমা গ্রেফতার বাণিজ্য। এ বাণিজ্যর অন্তরালে রয়েছে বিভিন্ন মামলায় অজ্ঞতনামা আসামি। আর এ বাণিজ্যের অভিযোগ ওসি ও বন্দর পুলিশ ফাঁড়ির আইসির বিরুদ্ধে। সাবদীতে ডাকাতি মামলায় অজ্ঞাত আসামি করা হলেও গ্রেফতার করা হচ্ছে নিরীহ মানুষ। অভিযোগ রয়েছে, ডাকাতি মামলায় আসামিদের গ্রেফতার করা হলেও কিছুই জানেন না মামলার বাদীরা। এনিয়ে পুরো বন্দরে সমালোচনার ঝড় বইছে। বন্দর থানায় গত ১৯ ও ২১ জুন রাতে সাবদীতে সেলসারদী এলাকায় ২টি ডাকাতির ঘটনায় কালাচাঁন বাদী হয়ে ১৫/১৬জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করেন। আর অজ্ঞাত নামা আসামীর সুযোগে গ্রেফতার করা হচ্ছে সাধারণ নিরিহ মানুষ। পুলিশের সঙ্গে আটকদের অর্থ বাণিজ্যে দফারফা হলে তাদের ছেড়ে দেওয়া হয়। অন্যথায় ডাকাতি মামলায় আদালতে প্রেরণ করা হয়। এদিকে ডাকাতি মামলায় কলাগাছিয়া ইউনিয়ন হাজরাদী এলাকার আনোয়ার মিয়ার ছেলে মাহাবুব ও দীঘলদী এলাকার এনামূল মিয়ার ছেলে ফরহাদকে আটক করে ডিবি পুলিশ। পরে বন্দর পুলিশ ফাঁড়িতে তাদের হস্তান্তর করলে তাদের পাঠানো হয় আদালতে। তাদের দু’জনের বিরুদ্ধে রয়েছে ছিনতাইয়ের অভিযোগ অথচ তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও ডাকাতি মামলায় চালান দেয়া হয়। এরপরে বন্দর রূপালী আবাসিক এলাকা থেকে বন্দর পুলিশ ফাঁড়ি নিরব নামে এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিরব রূপালী এলাকার আকরাম হোসেন মিয়ার ছেলে। পুলিশের চাহিদামত অর্থ না দেয়ায় গত ৩ আগস্ট তাকে ডাকাতি মামলায় চালান দেয়া হয়। এর পর গত ৯ আগস্ট বন্দর থানাধীন মুরাদপুর এলাকা থেকে আবুল বাসার ওরফে বাদশা নামে আরও এক যুবককে গ্রেফতার করে বন্দর পুলিশ ফাঁড়ি। গ্রেফতারকৃত যুবক নাসিক ২৭নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার কাইয়ূম মিয়ার ছেলে। গত ১০ আগস্ট ডাকাতি মামলায় তাকেও চালান দেয়া হয়। সর্বশেষ গত ২১ আগস্ট দুপুরে বন্দর রূপালী এলাকা থেকে শুভ, পিয়েল, পায়েল, শাওন ও রাজীব নামে ৫ যুবককে আটক করে বন্দর পুলিশ ফাঁড়ির ইন্সেপেক্টর ইনচার্জ রেজাউল করিম। এরমধ্যে রাজীব নামে এক যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ। বাকী চারজনকে রিমান্ড চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়। আটককৃত যুবকদের বিরুদ্ধে মামলা না থাকলেও তাদের চালান দেয়া হয় ডাকাতি মামলায়। জনৈক রানা জানান, ডাকাতির মামলায় প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করে পুলিশ নিরীহ লোকদের আটক করে অর্থ আদায় করছে। যাকে তাকে ধরে ডাকাতি মামলায় চালান দিচ্ছে অথচ এই মামলার বাদী কিছুই জানেন না। পুলিশ এখন ফ্রি স্টাইলে আটক বাণিজ্য করছে। মামলার আসামিদের গ্রেফতারের বিষয় বাদীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এ বিষয়ে কিছুই জানি না, আমার সঙ্গে কেউ যোগাযোগ করে নাই। মামলা করার পর থেকে এই পর্যন্ত ৮ জন আসামিকে আদালতে চালান দেয়া হয়েছে এ প্রশ্নে বাদী জানান আমরা কিছুই বলতে পারবো না। এ বিষয় মামলার তদন্তকারী কর্মকর্তা বন্দর পুলিশ ফাঁড়ির ইন্সেপেক্টর ইনচার্জ রেজাউল করিম জানান, সাবদীতে দু’টি ডাকাতি মামলার ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই জড়িত রয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হলেও ৪জনকে আদালতে চালান দেয়ার বিষয় প্রশ্ন করা হলে তিনি সংযোগ কেটে দেয়। ডাকাতি মামলায় গ্রেফতারকৃত আসামিদের বিষয়ে বাদী কিছুই জানে না জানতে চাইলে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, ঠিক আছে বাদীকে অবগত করবো। জানতে চেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম(বার) এর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। যার জন্য বক্তব্য নেয়া সম্ভব হয়নি। গত ১৮ জুন রাত ১০টায় প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে কাঁচামাল ব্যবসায়ী চত্তরঞ্জন বিশ^াস ও তার পরিবার যার যার রুমে ঘুমাতে যায়। রাত ২টা ৩০ মিনিট থেকে ২টা ৪০ মিনিটের মধ্যে কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ দিঘলদী এলাকায় কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে ৮/১০ জনের একটি মুখোশধারী ডাকাত দল উল্লেখিত ব্যবসায়ী পূর্বমুখী লোহার গেইট খুলিয়া ভিতরে প্রবেশ করে পূর্বমুখি বিল্ডিং এর কেচি বাড়িতে প্রবেশ করে। হঠাৎ শব্দ পেয়ে চিত্তরঞ্জন ঘুম থেকে উঠে দরজা খুলার সাথে সাথে অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাত এসে ব্যবসায়ী চিত্তরঞ্জন বিশ্বাসকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে গামছা দিয়ে দুইহাত ও প্লাস্টিকের রশিদিয়ে দুই পা বেধে ফেলে এবং অস্ত্র দিয়ে হত্যার ভয় দেখায়। পরবর্তীতে ডাকাত দল আমার স্ত্রী কাছ থেকে আলমারীর চাবি নিয়ে আলামারিতে থাকা জিনিসপত্র তছনছ করে কিছু না পেয়ে ব্যবসায়ী ছেলে রুমে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারী ভাবে কুপিয়ে জখম করে। পরে ব্যবসায়ী স্ত্রী হাতে থাকা ১ ভড়ি ওজনের এক জোড়া পলা, ৮ আনা ওজনের কানের দুল, ৮ আনা ওজনের গলার রকেট ও ৪ আনা ওজনের ১টি আংটি, নগদ ৫ হাজার টাকা ও ৩টি এনড্রয়েট মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়। পরের মারাত্মক জখম অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢামেক হাসপাতালে প্রেরণ করে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯