
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের গেইটে রিকশার জট। ভেতরে ঢোকা যাচ্ছিল না। এ সময় একটি অ্যাম্বুলেন্সও আসে। তড়িঘড়ি রিকশা ও অটোচালকরা নিজেরাই অ্যাম্বুলেন্সটি ভেতরে ঢুকতে রাস্তা ছেড়ে দিলেন। তবুও সমস্যা। কারণ গেইটের ভিতরেও অটোর জট। কারণ সামনে ছিল রিপ্রেজেন্টেটিভদের মোটরসাইকেলের বহর। ভরদুপুরে ভিক্টোরিয়া হাসপাতালের প্রবেশ পথের জঞ্জাল অন্যতম কারণ বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ বিক্রয়কর্মীদের মোটরসাইকেলের বহর। হাসপাতাল চত্বরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মোটরসাইকেল রাখার ঘটনাটি দেখে গতকাল বৃহস্পতিবার অনেক রোগী বিরক্তি প্রকাশ করেন। নিতাইগঞ্জ এলাকার বাসিন্দা আল আমিন আলম ছেলেকে নিয়ে এসেছেন ডেঙ্গু টেস্ট করাবেন। তার রিকশাও গেইটে জ্যামে পড়েছিল। তিনি বললেন, আমি ছেলের ডেঙ্গু টেস্ট করাতে আসছি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা খুব জ্বালাতন করছে। আমার টিকিট কেড়ে নিয়ে বলছে দেখি কি ওষুধ লিখছে। আমার খুব রাগ উঠেছিল লোকটির উপর। শিক্ষিত মানুষ বলে কিছু বলিনি। এখানে বিক্রয় প্রতিনিধি পায়ে পায়ে হোঁচট খায়। রোগী দেখলেই ওরা ছুটে আসে। রোগীদের টিকিট ও প্রেসক্রিপশন চেক করে। নগরীর বাবুরাইলের সৈকত, নয়াপাড়া এলাকার সাহারা খাতুন, বউবাজারের সুৃমন ও দেওভোগ আখড়া এলাকার লক্ষ্মীরানী ও সবিতা রাণী জানালেন, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের যন্ত্রণার শেষ নাই। ওরা পুরো হাসপাতাল দখল করে রাখে। দেখেন না হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সের গ্যারেজের সামনে মোটরসাইকেল রেখে দিয়েছে সারিবদ্ধভাবে। এ জন্য হাসপাতাল চত্বরে কোন অটোরিকশা ঢুকলে ঘোরাতে কষ্ট হয়। খোলামেলা হাসপাতাল চত্বর জ্যাম হয়ে যায়। এতে করে রোগীদের কষ্ট হয়, সে সাথে সমান কষ্ট হয় রোগীদের সাথে আসা আত্মীয়-স্বজনদের। ভিক্টোরিয়া হাসপাতালের সামনের ওষুধের দোকানদাররা জানান, বেশি উৎপাত হয় ভিক্টোরিয়া হাসপাতালের গেইটের বাইরে মূল রাস্তায়। মূল রাস্তা বঙ্গবন্ধু সড়কে। সকাল ৮/৯টা থেকে বঙ্গবন্ধু সড়কের পূর্বপাশে মোটরসাইকেল পার্কিং করে রাখে। এ কারণে রাস্তায় যানজট তৈরি হয়। এ বিষয় দেখার কেউ নাই। হাসপাতালের সামনে প্রতিদিনই এই উদ্ভট দৃশ্য চোখে পড়ে। এ ব্যপারে নারায়ণগঞ্জ সিভিল সার্জন বলেন, আমি এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯