
ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘ ২০ বছর ধরে যুবলীগে পরিবর্তন ঘটেনি। ২০ বছর ধরে যুবক থেকে বুড়ো হয়ে যুবলীগের পদ ধরে আছে নেতারা। তাদের মধ্যে অনেকে এখন আওয়ামীলীগের বড় বড় পদ সহ সদস্য হয়ে রয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল টানা দ্বিতীয়বার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। অন্যদিকে শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু জেলা আওয়ামীলীগের সদস্য হলেও সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জল এখানো এই পদে রয়েছে। কারা আসতে পারে মহানগর যুবলীগে আলোচনা চারদিক ঘুরপাক খাচ্ছে। এদিকে স্থানীয় ও কেন্দ্রীয় সূত্রে জানা গেছে, সাজনু ও উজ্জলকে রেখেই প্রবীন নবীনদের নিয়ে মহানগর যুবলীগের আসতে পারে। একাধিক সূত্রে জানা গেছে, মহানগর যুবলীগের সভাপতি পদে শাহাদাত হোসেন সাজনু ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলই থাকছেন। সাজনু সাথে আলোচনায় সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা বাবু, শামসুল করিম, আব্দুল খালেক, আমিনুর রহমান শাহিন, গোলাম শরিফ, আমজাদ হোসেন জুয়েল। উজ্জলের সাথে আলোচনায় আসেন ১৮নং ওয়ার্ড যুবলীগ নেতা তাইফুল ইসলাম তান্না, মহানগর ছাত্রলীগের সাবেক নেতা আহাম্মদ কাউছার, হাসনাত রহমান বিন্দু ও সেলিম হাসান দিনার। অপরদিকে জেলা যুবলীগে আলোচনায় আছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সিদ্ধিরগঞ্জের কাউন্সিলর মতিউর রহমান মতি, তল্লার জানে আলম বিপ্লব প্রমুখ। মহানগর যুবলীগকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের কাছে তালিকা চেয়েছেন। চলতি আগষ্ট মাসে প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে কারণে স্থানীয় নেতারা একত্রে না হলেও সেপ্টেম্বরে মধ্যে নতুন তালিকা যাচ্ছে। জেলা ও মহানগর যুবলীগের নতুন কমিটিতে এমপি শামীম ওসমান, এমপি নজরুল ইসলাম বাবু ও নাসিক মেয়র ডা. আইভীর আস্থাভাজনরা ঠাঁই পাচ্ছেন বলে একাধিক সূত্রে জানা গেছে। ২০২২ সালে জানুয়ারী মাসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন চলাকালে আওয়ামীলীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে গণসংযোগ করে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক। ওই গণসংযোগে শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ও সাধারণ সম্পাদক আলী আহাম্মদ রেজা উজ্জলকে একত্রে দেখা যায়। নির্বাচনের পর যুবলীগের কমিটি গঠন করার লক্ষ্যে জেলা সভাপতি আব্দুল কাদির ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনুকে দিক নির্দেশনা দেয়া হয়। কিন্তু জেলা কমিটিতে মন্ত্রী এমপি মেয়রদের একাধিক তদবির ও নেতাদের তালিকা দীর্ঘ হওয়ায় কেন্দ্রীয় নেতারা বিব্রত হয়। অপরদিকে শহর (মহানগর) যুবলীগের আহবায়ক কমিটি গঠন করার জন্য সভাপতি সাজনু ও সাধারণ সম্পাদক উজ্জলকে একত্রে করা হলেও উজ্জল আপত্তি জানান বলে জানা গেছে। কেন্দ্রীয় যুবলীগের একাধিক নেতা সূত্রে জানা গেছে, প্রস্তাবিত নারায়ণগঞ্জ জেলা কমিটিতে মন্ত্রী, দুই এমপি, মেয়র সুপারিশে নেতাদের তালিকা জমা পড়েছিলো। সেখানে একাধিক পদে একাধিক নেতাদের নাম হওয়ায় বিব্রত হয় কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। অন্যদিকে শহর যুবলীগ কমিটি বিলুপ্ত করে মহানগর যুবলীগ পদোন্নতি করে আহবায়ক কমিটি ঘোষণা করা সিদ্ধান্ত নেয়া হয়। এতে শহর যুবলীগের সাধারণ সম্পাদক আপত্তিতে সকল উদ্যোগ থেমে যায়। যেহেতু চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনের ফলে নভেম্বর তফসিল ঘোষণা দেয়া হতে পারে। সে সব পরিপ্রেক্ষিতে সেপ্টেম্বরের মধ্যে নারায়ণগঞ্জের তিন এমপি, মেয়র ও প্রত্যাশি নেতাদের সমন্বয়ে জেলা ও মহানগর যুবলীগের কমিটি ঘোষণা পরিকল্পনা চলছে। এতে দীর্ঘ দিন ধরে প্রত্যাশি ও নবাগত যুবলীগের নেতারা রাজনীতি নতুন পদ খুজেঁ পাবেন। অবশেষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবলীগের কমিটি আসতে যাচ্ছে। গত বুধবার কেন্দ্রীয় যুবলীগের মোস্তাফিজুর রহমান মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের জীবন-বৃত্তান্ত আহবান করেছেন। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল জেলা ও মহানগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২৬ আগষ্ট থেকে ২৮ আগষ্ট দুপুর ১টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৩ বঙ্গবন্ধু এভিনিউজ যুবলীগের প্রধান কার্যালয়ে দপ্তর সম্পাদকের কাছে জীবন-বৃত্তান্ত জমা দেয়া নিদের্শ দেয়া হয়। প্রায় ২০ বছর পর জেলা ও মহানগর যুবলীগের প্রত্যাশীদের মধ্যে স্বস্তি পড়েছে। একাধিক নেতা জানিয়েছে, যারা আওয়ামীলীগের পদ পদবী পেয়ে দায়িত্বও শেষ করেছে তারা যুবলীগের পদধারী। অবশেষে কেন্দ্রীয় নেতাদের সাধুবাদ জানায়, অবশেষে জল্পনা কল্পনা শেষে জীবন-বৃত্তান্ত চেয়েছে। আমরা যারা নবীন রয়েছে যুবলীগের জন্য তারা আজ আশা আলো দেখতে যাচ্ছে। বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জীবন-বৃত্তান্ত চাওয়া হয়েছে। এতে বুঝা যায়, তারা জেলা ও মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষনা মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনে সিদ্ধান্ত দেয়া হবে। জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির জানান, কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মোঃ মাইনুল হোসেন খান নিখিল জেলা ও মহানগর যুবলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবন-বৃত্তান্ত জমা দিতে বলেছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি ও চিঠি পেয়েছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯