
ডান্ডিবাতা রিপোর্ট ফতুল্লায় নীরিহ দুই ভাইয়ের জমি দখলের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে স্থাানীয় আওয়ামীলীগ নেতা মজিবরসহ তার গুন্ডা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে। এমনকি ক্ষমতাসীনদলের নাম ভাঙ্গিয়ে একের এর এক অপর্ক করে বেড়াচ্ছে বলেও স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে জানা যায়। এদিকে এ ঘটনায় স্থানীয় ভূমিদস্যু মজিবরসহ তার বাহিনীর সদস্য মুসলিম, সুলতান মিয়া এবং সোহেল মিয়াসহ অজ্ঞাত ভূমিদস্যুদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। অভিযোগে জয়নাল আবেদিন মিয়া জানান, ফতুল্লার ধর্মগঞ্জ রাজধানী রোলিং মিলের পশ্চিমপাশ্বে ধর্মগঞ্জ মৌজার খতিয়ান ও দাস সিএস ও এস এ ২২৭ আর এস ৫৯২ ও ৬২৯ বি আর এস ১৯৫৫ ও ৭০০৪ এর দলিলে ১৫ শতাংশ এবং রেকডে ১৭ শতাংশ জমিটি ১৯৫৭ সালে সাব-কবলা দলিল নং ৯২৭২ মূলে ক্রয় করে ভোগ দখল করিয়া আসিতেছে। এরই মধ্যে কোরবানির ঈদের গরু বিক্রির কথা বলে কিছুদিনের জন্য উল্লেখিত জমিটি ভূমিদস্যু মজিবুরসহ তার বাহিনীর সদস্যরা তার কাছে থেকে মৌখিকভাবে অনুমতি নিয়ে ব্যবসা শুরু করেন। কোরবানির ঈদ চলে গেলেও উল্লেখিত ভূমিদস্যুরা তার জমিটি খালি করে দিচ্ছে না উল্টো জমিটি দখলের জন্য বিভিন্ন ধরনের পায়তারা চালাচ্ছে। জয়নাল আবেদীনের মালিকানাধীন দখলকৃত জমিটি বারংবার ছেড়ে দেওয়ার জন্য বললেও জমিটি খালি না করে উল্টো বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করে আসছে। এমতবস্থায় ভূমিদস্যু সন্ত্রাসী মুিজবুরের অব্যাহত হুমকিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছে বলেও তিনি জানান। এলাকাবাসীর সাথে কথা বলে ভূমিদস্যু মজিবরের বিষয়ে তারা জানান, স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে মজিবুর। এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামানের নাম ভাঙ্গিয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম করে বেড়ায় ছিচকে সন্ত্রাসী এই মজিবর। দীর্ঘদীন ধরে একের পর এক অপকর্ম করে আসলেও সাংগঠনিকভাবে কোন ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এর ফলে দলের বদনামের পাশাপাশি মজিবুরের বিতর্কিত কর্মকান্ডের প্রভাব আগামি নির্বাচনে পড়বে বলেও শংকা প্রকাশ করেছেন অনেকে। দলীয় সুনাম রক্ষার্থে অনতিবিলম্বে ভূমিদস্যু মজিবরের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য দলের হাইকমান্ডের হস্তক্ষেপসহ আইনশৃংখলা রক্ষার্থে মজিবুরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন ভোক্তভোগী পরিবারের লোকজন। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার ওসি নূরে আযম মিয়া জানান, এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন। প্রসঙ্গত, ১১-৫-২০২১ সালে উল্লেথি তফছিল বর্নিত সম্পত্তির বিষয়ে নারায়ণগঞ্জ আদালতে শাহাবুদ্দিন মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-৩৩০/২০২১। দীর্ঘসময় এ মামলা চলমান থাকাবস্থায় নারায়ণগঞ্জ আদালত মামলার বাদী শাহাবুদ্দিন মিয়ার পক্ষে রায় প্রদান করেন। এসময় আদালত নালিশা তফসিলবর্নিত দাগে ১২১ শতাংশ জমির মধ্যে শাহাবুদ্দিন মিয়া এবং তার ভাই জয়নাল আবেদীন মিয়াদ্ধয় সাফ কাবলা দলিল নং-৫৬৫ তাং-১৬-০১-১৯৭৮ ইং মূলে ১৫ (পনের) শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে ভোগ দখলে থাকাবস্থায় নামজারী ও জমাভাগ মোকাদ্দমা নং-৩৫০৫/২০-২১ তাং-০৫/০১/২০২১ ইং মূলে নিজেদের নামে নামজারী করাইয়া খাজনাদি পরিশোধ করে ভোগ দখলে আছেন। ২য় মজিবরগণ পক্ষ উক্ত নালিশা সম্পত্তিতে কোন ভোগ দখল নাই এবং জমির মালিকানা সংক্রান্ত কোন কাগজপত্র উপস্থাপন করতে পারে নাই। এঅবস্থায় নালিশা সম্পত্তিতে ১ম পক্ষের ভোগ দখল থাকায় উপযুক্ত আদালতে অন্য কোন আদাশ না থাকলে ১ম পক্ষকে ভোগ দখলদার সাব্যস্ত করা হলো এবং ২য় পক্ষকে নালিশা সম্পত্তিতে অবৈধভাবে প্রবেশ নিষেধ করা হলো। আদালতের এ রায়ের তোয়াক্কা করছে না জবর দখলের চেষ্টাকারীরা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯