আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:৪৬

গৃহপালিত নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন হয় না

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৩ | ১০:৩৯ পূর্বাহ্ণ

ডান্ডিবাতা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের আমান মার্কেট সংলগ্ন খালপাড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সদর থানার উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ সদর থানার সভাপতি আলহাজ্ব মোঃ মফিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ দ্বীন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা শাখার সহ সভাপতি হাফেজ মুহাম্মদ আমিন উদ্দিন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুর রশিদ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাহজাহান বেপারী, নারায়নগঞ্জ সদর থানা কমিটির ছদর আলহাজ্ব শেখ মুহাম্মদ হাবিবুল্লাহ, গোগনগর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সবুর মুন্সি,সদর থানা ইসলামি শ্রমিক আন্দোলন সভাপতি আব্দুল জলিল মিয়া, ইউনিয়ন শাখা বাংলাদেশ মসজিদ কমিটির সদর হাফেজ মোহাম্মদ ফিরোজ মিয়া, আলীরটেক ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আবুল হাসেম, নারায়ণগঞ্জ সদর থানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি মোঃ শাহাদাত হোসেন, নারায়ণগঞ্জ সদর থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আহবায়ক মোহাম্মদ সিয়াম প্রমুখ। প্রধান অতিথি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বাংলাদেশের কোথাও ইসলামী আন্দোলন বাংলাদেশের সভা-সমাবেশে বাঁধা আসেনি। এই প্রথম নারায়ণগঞ্জের আলিরটেক থেকে সমাবেশ করতে বাধা দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী লীগ পালায়, আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি পালায়। আমরা ক্ষমতায় এলে সবাইকে নিয়ে বসবাস করবো। সিইসির পদত্যাগ দাবি করে তিনি বলেন, ১৮ সালের নির্বাচন ফকফকে সাদা হয়েছে। সকালের ভোট রাতে হয়ে গেছে। জিয়ার মৃত্যুর পরে সুটকেস ছাড়া আর কিছু ছিল না। বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ২৭ এর নম্বর বাড়ি ছাড়া আর কিছু ছিল না। এখন আমেরিকায় ভাগিনাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ। মাহবুবুর রহমান আরো বলেন, ওবায়দুল কাদের বলেছেন তাদের নাকি ৭১% পাচ্ছেন সমর্থন রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার কেন? যেকোনো সরকারের অধীনে নির্বাচন করতে বাধা কোথায়। শেষ বারের মতো নির্বাচন কমিশনকে দেখতে চেয়েছিলাম মেয়র নির্বাচন করে। গৃহপালিত নির্বাচন কমিশন দিয়ে জাতীয় নির্বাচন করা যায় না। ৯১ সালে বিএনপি নির্বাচিত হলে আওয়ামী লীগ বলে সুক্ষন কারচুপি হয়েছে। ৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপি বলে সুক্ষন কারচুপি হয়েছে। পাগল বা বালক ছাড়া কেউ নিরপেক্ষ নয়। বঙ্গবন্ধু বলেছিলেন সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সাড়ে সাত কোটি কম্বল এনেছি আমারটা কোথায়। আগামী নির্বাচনে রাজপথে থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা