আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৯

লাঠিসোটা নিয়ে প্রস্তুত থাকুন: খোকন সাহা

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৩ | ১০:৪৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মহানগর ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। গতকাল শুক্রবার বাদ জুম্মা বন্দর ২১নং ওয়ার্ডস্থ শাহীমসজিদ পল্লীবিদ্যুৎ এর সামনে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড, খোকন সাহা ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন। প্রধান অতিথির বক্তব্যে এ্যাড খোকন সাহা বলেন, বিএনপি ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। ওই তারেক জিয়ার নির্দেশে তারা শান্তিপূর্ণ দেশে বিশৃঙ্খলা তৈরী করতে চায়। অনেকে নির্বাচনের স্বপ্ন দেখছেন। প্রস্তুত থাকবেন। নির্বাচন হবে। বিএনপি নির্বাচনমূখী দল না। ওরা বিশৃঙ্খলা করতে চায়। লাঠিসোটা নিয়ে প্রস্তুত থাকবেন। এই আন্দোলন হবে আমাদের স্বাধীনতা সার্বভৌম রক্ষার আন্দোলন। ওরা পদযাত্রা নামে অরাজকতা যাত্রা করছে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যের কোন বিকল্প নাই। মহানগর ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নবাগত সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. এাহমুদা মালা, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া, ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছালাউদ্দিন মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সমাজ সেবক আব্দুর রশিদ কন্টাক্টর, মহানগর আওয়ামীলীগ নেতা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম মাষ্টারের সহধর্মিনী ও ২১নং ওয়ার্ড আওয়ামীলীগ নেত্রী রাশিদা বেগম, মায়ানুর মায়া, যুবলীগ নেতা ছানোয়ার হোসেন, মাহামুদুল হাসান স্বপন, জসিম মিয়া, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিকুল ইসলাম জয়, সজিব মোল্লা, এ্যামি আহমেদ, শেখ সিপন, মোঃ সাঈদ, বিল্লাল হোসেন, মাসুম আহমেদ, হাবিবুর রহমান খোকন, কলিম সরকার, রিপন মিয়া প্রমূখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা