আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৬

আগামী নেতৃত্বে আইভীকে চায় নগরবাসী

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৩ | ১০:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেন, আন্দোলন সংগ্রামের দু-একটা স্মৃতি হঠাৎ মনে পড়ে গেল। আপনারা অনেকেই এখানে আছেন। আমরা যখন ২০০২ সালে রাজপথে আন্দোলন সংগ্রাম করি, তখন পুলিশ কিভাবে আমাদের পিটিয়েছিল তা দেখেছেন। আমাদের অনেকে এরেস্ট হয়েছিল। রাসেলকে বন্দরে বেধড়ক পিটিয়েছিল। আল-আমিনকে গ্রেপ্তার করেছিল। যখন দেলোয়ার হোসেন সাইদীর বন্দরে আগমন হবে, তখন আমরা ছাত্রলীগের শত শত নেতাকর্মী নিয়ে বন্দরে ব্যারিকেড দিয়েছিলাম। তারপর পুলিশ এসে আমাদের বেধড়ক পিটিয়েছে। ২০০৪ সালের ২১ আগস্ট যখন বঙ্গবন্ধুর কন্যার উপর হামলা হয়েছিল। সেই সময় নারায়ণগঞ্জে মিছিল করায় আামকে প্রধান আসামী করা হয়েছিল। সেই মামলা মাথায় নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি। কিন্তু নারায়ণগঞ্জের মাটি এক মুহূর্তের জন্য ছাড়ি নাই, আমি সেই কর্মী। এগুলো এখন স্মৃতি হয়ে গেছে। ২০০১ এর পরে যারা ছাত্রলীগ করে তারা এগুলো জানেও না। তবে ১৫ বছর ভোগ না করেও এখনো যে ঐক্যবদ্ধ আছি এটাই শেখ হাসিনার শক্তি ও বঙ্গবন্ধুর আদর্শ। গতকাল শুক্রবার বিকেলে নগরীর ২নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৫ আগস্ট শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় আরাফাতের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রলীগের সাবেক অনেক নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। আরাফাত আরো বলেন, আজকে ১৫ বছর ধরে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় আছে। সারাদেশে তাকিয়ে দেখেন এমন কোনো জেলা যেই যেখানে শেখ হাসিনা উন্নয়ন করেনি। এই নারায়ণগঞ্জের কথাই ধরেন; শেখ হাসিনার একজন কর্মী ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। তিনি তার দক্ষতা দিয়ে এই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে সাজিয়েছেন। একটু আগে এক ছোটো ভাই বললো রাসেল পার্কের কথা বাদই দিলাম শহর বলেন সিদ্ধিরগঞ্জ বলেন বন্দর বলেন সব জায়গায় উন্নয়ন সাধিত করেছেন। নারায়ণগঞ্জের মানুষ ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে দোয়া করে। আগামীর নেতৃত্ব হিসেবে নারায়ণগঞ্জের মানুষ তাকে চায়। তিনি এই নারায়ণগঞ্জের হাল ধরেছেন সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র হিসেবে। আপনারা অনেকেই জানেন না ২০১০ সালে মাননীয় মেয়র নিজের ১০ লক্ষ টাকা বেতনের পয়সা দিয়ে এই পার্টি অফিস করে দিয়েছিলেন। এরকম মমত্ববোধ আর কাউকে আমি দেখিনা। যখনই শেখ হাসিনা বলেন তখনই তিনি রাজপথে নামেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আখতারুল ইসলাম রয়েল। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাব্বির আহম্মেদ সাগর, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আমিনুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক সুমন বিশ্বাস, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা জামির হোসেন রনি প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা