আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫১

মহানগর বিএনপি রক্ষার দাবি!

ডান্ডিবার্তা | ২৬ আগস্ট, ২০২৩ | ১০:৫৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে শীর্ষ নেতাদের কয়েকজন বিএনএফ ও বিদিশা ফাউন্ডেশনের নামে জাপার কবলে আবদ্ধ রেখেছেন বলে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেকে মন্তব্য করে বলেছেন, ক্ষমতাসীনদের প্রেসক্রিপশনে টিপু বিএনপিকে ধ্বংস করার জন্য কলাকৌশলে বিএনপির শীর্ষ পদ দখল করে চারিদিক থেকে সুবিধা হাতিয়ে নিচ্ছে। নেতাকর্মীদের কাছে চাঁদাদাবি, কমিটির পদ বিক্রি, ক্ষমতাসীনদের কাছ থেকে সুবিধা আদায়সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। তিনি দলকে বারবার প্রশ্নবিদ্ধ করছে। একেরপর এক তার কৃতকর্ম বেরিয়ে আসছে। তারমত নেতার কাছে বিএনপি নিরাপদ নয়। নারায়ণগঞ্জে বিভিন্ন আন্দোলন সংগ্রামের কারণে এত মামলা হলেও টিপুর বিরুদ্ধে মামলা হয়না। আর এতেই বুঝা যায় তিনি ক্ষমতাসীনদের প্রেসক্রিপশনে রাকনীতি করছে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নানা অপকর্মের কথা প্রকাশ করতে গিয়ে নিজেও সেই জালে জড়িত মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা। যে বিদিশা এরশাদকে নিয়ে দিনা টিপুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে আসছিলেন এবার বিদিশার সাথেও দিনার ছবি প্রকাশিত হয়েছে। সেই সাথে টিপুর বিরুদ্ধে দল ভাঙ্গার ষড়যন্ত্রের অভিযোগ করলেও এবার সেই ষড়যন্ত্রের সাথে দিনার সংশ্লিষ্টতা অনেকে মনে করছেন। যদিও এক্ষেত্রে দিনার বক্তব্য হচ্ছে তারা একই পীরের মুরিদ। আর সেই মুরিদের সূত্র ধরেই তারা একসাথে হয়ে ছিলেন। তবে একই পীরের মুরিদ হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সেই সূত্র ধরে তারও একসাথে হওয়ার সুযোগ রয়েছে। সবমিলিয়ে কেউই যেন দোষমুক্ত নয়। তারা একে অপরকে অভিযুক্ত করলেও সকলেই যেন একই গ্রুপের লোক। কেউই যেন স্বার্থের ঊর্ধ্বে নয়। ঠিক এমনটাই মনে করছেন বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। জানা যায়, গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আয়শা আক্তার দিনা তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ টিপুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ছুড়ছেন। এ নিয়ে দুই পক্ষের অনুসারীদের একের পর এক মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগরম। সেই সাথে বিএনপির রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে। তবে আয়শা আক্তার দিনা একচেটিয়াভাবেই টিপুকে নিয়ে মন্তব্য করেন। গত ২২ আগস্ট আয়শা আক্তার দিনা তার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্ট্যাটাসের এক অংশে লিখেন-বানরের গলায় যেমন মুক্তার মালা শোভা পায়না তেমনিই ধান্দাবাজ টিপুকে নারায়ণগঞ্জ মহানগরের সদস্য সচিব পদ শোভা পায় না। কেন্দ্রের কাছে এবং নারায়ণগঞ্জের প্রথম সারির নেতাদের কাছে আমার অনুরোধ এই রাক্ষসের হাত থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি কে অবমুক্ত করা হউক। তার আগে গত ২১ আগস্ট লিখেন, বিদিশা ভাইরাস থেকে আওয়ামী এজেন্ট থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে অবমুক্ত করা এখন সময়ের দাবী। টপু নিজের স্বার্থে কাউকে পা ধরতেও দেরি করে না আল্লাহ রাসুল এক করতে ও দেরি করে না। আবার স্বার্থ পূর্ণ হয়ে গেলে কারো মিথ্যা বানোয়াট ভাবে চরিত্র হনন করতেও দেরি না। আর এভাবেই একের পর এক টিপুকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য করেন আয়শা আক্তার দিনা। তার এই মন্তব্যে যে বিদিশার কথা বলা হচ্ছে এবার সেই বিদিশার সাথে আয়শা আক্তার দিনারও ছবি প্রকাশিত হয়। যা নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে পাল্টাপাল্টি বক্তব্য শুরু হয়েছে। তবে মহানগর বিএনপির নেতাকর্মীরা আবু আল ইউসুফ খান টিপু ও আয়শা আক্তার দিনা দুইজনকেই একই সূত্রে গাঁথা হিসেবে মনে করছেন। কেউই যেন স্বার্থের বাইরে নয়। জানা যায়, মহানগর বিএনপির বর্তমান সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কাজী রুবায়েত হাসান সায়েম অনেকদিন ধরেই গোপনে গোপনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের সাথে যোগাযোগ করে আসছিলেন। বিদিশার প্রতিষ্ঠিত সংগঠন বিদিশা ফাউন্ডেশনের সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে। কয়েকদিন পরপরই তাদের একসাথে দেখা মিলে। এরশাদের বারিধারা প্রেসিডেন্ট পার্কের বাসায় তার সাবেক স্ত্রী বিদিশা ও পুত্র এরিক এরশাদের সাথে প্রায় সময় ছবি প্রকাশ পায়। আর তাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনাও মিলিত হতেন। যার প্রমাণ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিলক্ষিত হচ্ছে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুকে নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা