আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৯:৩৬

রিমোট চলে বিএনপি: খোকন সাহা

ডান্ডিবার্তা | ২৭ আগস্ট, ২০২৩ | ১০:৫৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে রিমোট কন্ট্রোলে পরিচালিত বলে দাবি করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। তাঁর ভাষ্য, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন দন্ডিত ব্যক্তি, তার বয়স বিবেচনা করে শেখ হাসিনা তাকে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন। আর তার ছেলে খুনি তারেক জিয়া, লন্ডনে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করার চেষ্টা করছে। তারেক রহমান নির্বাচন চায় না, সে বাংলাদেশে বিশৃঙ্খলা করতে চায়, সে চায় এই দেশটা ধ্বংস হয়ে যাক।’ গতকাল শনিবার বিকাল সাড়ে ৫টায় মাসদাইর বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এড. খোকন সাহা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, প্রত্যেক এলাকায় প্রস্তুত থাকতে হবে আপনাদের। বিএনপি যেই হাত দিয়ে আগুন লাগাবে; সেই হাত কেটে ফেলবেন। যেই মুখ দিয়ে অশ্লীল কথা বলবে, ওদের সেই জিভ টা কেটে ফেলবেন। যখনই দেখবেন ওরা অরাজকতা সৃষ্টি করছে, সেই মুহুর্তে প্রতিরোধ গড়ে তুলবেন। জনগণের জান-মাল রক্ষা করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি আমাদেরও সজাগ থাকতে হবে। এ সময় বলেন, বিদেশি প্রভুরা আপনাদেরকে ভোট দিবে না। বাংলাদেশের জনগণের কাছে যান। খোকন সাহা আরও বলেন, তারেক জিয়ার নির্দেশে ওরা মাঠে নেমেছে। আজ কালো পতাকা মিছিল, দু-দিন পর দেখবো আবারো আগুন সন্ত্রাসী শুরু করেছে। ২০১৩ ও ১৪ সালে ৪০৯ জনকে ওরা হত্যা করেছে। ৫৮৩টা শিক্ষা প্রতিষ্ঠানে আগুন লাগিয়েছে। ওদের হাত থেকে পশুও রক্ষা পায়নি। ২১৩ জন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যকে ওরা পিটিয়ে হত্যা করেছে। ওদের সেই অত্যাচারের কথা বাংলার জনগন ভুলে যায় নাই, ভুলবে না। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরিবারের সদস্য ও শামীম ওসমানের দোয়া চান। আলোচনা সভা ও দোয়া মাহফিলটির আয়োজন করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড তাঁতী লীগ। নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক মুকুল হোসেন রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা নারায়ণগঞ্জ মহানগর তাঁতি লীগের আহ্বায়ক চৌধুরী এইচএম ফারুক সাহেদ। নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর তাঁতী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা