আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫২

নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা

ডান্ডিবার্তা | ২৭ আগস্ট, ২০২৩ | ১১:২২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেছেন, এটা আমার জন্মস্থান। এ বাড়ি থেকে বের হয়েই ১৯৭১ সালে শহীদ জিয়ার আহ্বানে আমি যুদ্ধে অংশগ্রহণ করি। যে উদ্দেশ্যে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম কিন্তু সে উদ্দ্যেশ্য আজ ব্যর্থ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ আসনের নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমার লজ্জা হয় একজন মুক্তিযোদ্ধা হিসেবে যখন গণতন্ত্রের কথা আমাদের বলতে হয়। মুক্তিযুদ্ধের চেতনা আজ ভুলুন্ঠিত। সে লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত আমরা এ লড়াই চালিয়ে যাবো। তিনি বলেন, ১৯৭৮ সালে জিয়াউর রহমান আমাকে ডেকে বললেন আপনি কী বিয়ে করেছেন। আমি বললাম না। তিনি বলল আর পাঁচ বছর বিয়ে করবেন না। এদেশের মানুষের জন্য আর পাঁচটি বছর আপনাদের রাজনীতি করতে হবে। তার হাত ধরেই আমি বিএনপিতে যোগ দেই। তারপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলাম। ২০০৮ ও ২০১৮ সালে আমি নির্বাচন করেছি। যদিও সেগুলো কোন নির্বাচন ছিল না। কাজী মনির বলেন, আমি সাধারণ মানুষের পক্ষে ছিলাম আছি। রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক আমার আছে। এ সরকার এদেশের মানুষের অধিকার হরণ করেছে তাই এ সরকারকে মানুষ প্রত্যাখ্যান করবে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেছেন, আমার মনোনয়নের চেয়ে বিএনপি নির্বাচনে যাবে কীনা সেটা আগে জরুরি। বিএনপি জনগণের জন্য রাজনীতি করছে। জনগণ যেন ভোট দিতে পারে সে অধিকার আদায়ে রাজপথে আছে। আজ ১৫ বছর ধরে মানুষ ভোট দিতে পারে না৷ তাদের ভোটের অধিকারের জন্য বিএনপি কাজ করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রূপগঞ্জ আসনের নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, সারা বাংলাদেশের যেকোন জায়গায় আপনি গেলে দেখবেন মানুষ পরিবর্তন চায়। ভুয়া মামলা দিয়ে এ সরকার আমাদের নেতা তারেক রহমান ও তার স্ত্রী জোবায়েদা রহমানকে তড়িগড়ি করে একটা ভুয়া মামলায় সাজা দিয়ে দিয়েছে। আর সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার চার্জশীট ১শ বারের মত পেছানো হয়েছে। আর এ মামলাগুলো তারা কোন রকমে করে দিয়ে দিচ্ছে। কারন তারা ভীত। তিনি আরও বলেন, জনগন ঠিক করে কাকে ভোট দিবে আর দল ঠিক করে কাকে মনোনয়ন দিবে। মনোনয়ন বোর্ডে যারা আছে তারা খুব দক্ষ। তারা দেখে যে জনসম্পৃক্ততা আছে কীনা। আমার পরিবার রূপগঞ্জের জনগণের সাথে সবসময় সম্পৃক্ত ছিল। আমিও আছি এবং ভবিষ্যতেও থাকবো। দিপু ভুঁইয়া বলেন, বিএনপির সকল অঙ্গ সংগঠনের সুখে দুঃখে আমি আছি। তারাও আমার সাথে আছে। তাই মনে করি নির্বাচনে বিএনপি গেলে আমাকে মনোনয়ন দিতে পারে।ঢাকা ধীরে ধীরে রূপগঞ্জের দিকে শিফট হয়ে যাচ্ছে। এখানে অনেক কাজ করার আছে। আমি এ কাজগুলো করতে চাই। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাহমুদুর রহমান সুমন বলেছেন, নির্বাচনের প্রক্রিয়া নির্ভর করে ভোটের উপর। ভোট নির্ভর করে জনগণের ওপর। জনগণ যখন ভোট দিতে পারে না তখন মানুষ নির্বাচন থেকে দূরে থাকে। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এক দফার আন্দোলন করছেন ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য। যদি সে আন্দোলন সফল হয় তাহলে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন পাবো এবং জনগণ নিজের ভোট নিজে প্রয়োগ করতে পারবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজার আসনের নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, মনোনয়ন নির্বাচনের একটি অংশ। আমাদের এক দফার আন্দোলন সফল হলে যখন নিরপেক্ষ নির্বাচন হবে তখন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং মনোনয়নের জন্য প্রস্তুতি নেব। তিনি বলেন, আমি আশা করি দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলে আমি মনোনয়ন পাবো। আড়াইহাজারের মানুষের আস্থা আমার উপর আছে। আমার বাবা আড়াইহাজার বিএনপির প্রতিষ্ঠাতা। আমার পরিবার দীর্ঘ ৪০ বছর ধরে আড়াইহাজারে মানুষের জন্য কাজ করে গেছে। সব বিবেচনায় আমি আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। তিনি বলেন, আমার পরিবার রাজনীতি করে জনগণের সেবার জন্য। আমার দাদা এমএলএ ছিলেন। আমরা শুধু মানুষের সেবা করতে চাই। আজ যেভাবে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ভঙ্গুর অবস্থায় আছে আমি সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করবো। এখানে মানুষের অনেক চাহিদা রয়েছে। আমার ইচ্ছা আমি সুযোগ পেলে এ এলাকার মানুষের সর্বোচ্চ সেবা দিতে কাজ করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার বলেছেন, বিনা প্রতিদ্বন্দিতায় তারা নির্বাচিত হয়। আমরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচন চাই না রাতের ভোটের নির্বাচনও চাই না। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আড়াইহাজার আসনের নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, যারা ভোট দিতে গেছে তারাই বলেছে যে আমরা ভোট দিতে গিয়ে দেখি আমাদের ভোট নেই। ভোট দেয়া হয়ে গেছে। সকাল আটটায় কীভাবে ভোট দেয়া হয়ে যায়। তাহলে নিশ্চই ভোট রাতে হয়েছে। বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমরা নির্বাচন নিয়ে মোটেই ভাবছি না। আমাদের একটাই লক্ষ্য। এই স্বৈরাচারী সরকারের পতন। আমরা একদফা দাবী কায়েম হওয়া পর্যন্ত অন্য কিছু নিয়ে আর ভাবছি না। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে (আড়াইহাজার আসনের নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, বিএনপি জনগনের দল। জনগনের পাশে থেকে কাজ করে। আমি জনগনের সাথে ছিলাম। জনগন আমার সাথে আছে। তাই আমি মনে করি যখন নেতা মনে করবে যে দেশে নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে সেদিন আড়াইহাজার থেকে আমি নির্বাচন করবো। তিনি বলেন, বিএনপি কর্মীবান্ধব দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দলের প্রতিষ্ঠাতা। জনগনের ভালবাসা নিয়েই তিনি চলতেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। তার পুত্র আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন। বিএনপি মানেই জনগণের দল। আমি আড়াইহাজারের সন্তান। আমি আড়াইহাজারবাসীর পাশে থেকে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমি আড়াইহাজারবাসীর দুঃখ দুর্দশা লাঘব করতে কাজ করবো। আজাদ বলেন, উন্নয়নের কথা সরকার বলে। কিন্তু সাধারণ মানুষ তা বলে না। আড়াইহাজারে দৃশ্যমান কোন উন্নয়ন আমরা দেখি না। ওরা তো নিজেদের পেট ভরেই কুল পায় না। আড়াইহাজারের মানুষ বিভিন্নভাবে বঞ্চিত। এখানে মানুষ যদি এক কাঠা জায়গা বিক্রি করতে চায় সেখানেও কমিশন দিতে হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা