
ডান্ডিবার্তা রিপোর্ট বর্তমানে রাজপথ দখল করে রেখেছে বিএনপি। আর এ সময় নিরব রয়েছে আওয়ামীলীগ। বিএনপি রাজপথে চাঙ্গা থাকলেও আওয়ামীলীগকে দেখা যাচ্ছে না। তারা শুধু বিভিন্ন সভায় হাকডাক দিলেও রাজপথে নামছে না। তবে ব্যতিক্রম তৃনমূল। তারা মাঠে রয়েছে। যে যখন পারছে বিএনপিকে বাধা দিয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান রাজনৈতিক উত্তাপের কাছে আওয়ামীলীগের তৃনমূল কুলিয়ে উঠতে পারছেনা। তথাপি তারা নিজ নিজ এলাকায় অবস্থান করে দলের পক্ষে কাজ করে যাচ্ছেন। ফতুল্লায় আজমত, সিদ্ধিরগঞ্জে মতি, শহরে শাহ নিজাম, সোনারগাঁয়ে দ্বীপ, আড়াইহাজারে এমপি বাবুর একাধিক সমর্থক, বন্দরে হুমায়ূন কবির মৃধা, এম এ সালাম, আজিজুল হক আজিজ, এসআই জুয়েল, হাবীব মাস্টার, ওয়াহিদুজ্জামান অহিদ, আইয়ূব মেম্বার। তবে রূপগঞ্জের অবস্থা ব্যতিক্রম। তারা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে ব্যস্ত। এদিকে বিএনপির তৃনমূল আগের চেয়ে অনেক চাঙ্গা। তারা এবার হামলা মামলা উপেক্ষা করে রাজপথে রয়েছে। বিএনপির একটাই দাবি যতই ঝড় আসুক এবার শেখ হাসিনাকে গদি থেকে নামিয়েই ঘরে ফিরব। এদিকে বর্তমান আন্দোলন সংগ্রাম দমাতে মাঠে নেমেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ সাড়াশি অভিযানে নেমেছে। পুলিশ বলছে আমরা আন্দোলন সংগ্রামের বিপক্ষে নয়। আমরা নাশকতাকারীদের চিহৃত করতে এবং তাদের গ্রেফতার করতে অভিযান চালিয়ে যাচ্ছি। যাতে কোন নাশকতাকারী নাগরিকের যানমালের ক্ষতি করতে না পারে। তবে বিএনপির অভিযোগ পুলিশ বিএনপি নেতা কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে। আমরা শান্তিপূর্ন আন্দোলন করে যাচ্ছি। পুলিশ অতি উৎসাহিত হয়ে বিএনপি দমাতে মাঠে নেমেছে যা একটি গণতান্ত্রিক দেশে গণতন্ত্র চর্চ্চা বিরোধী। পুলিশও এদেশের নাগরিক। তারা হয়তো বেশী বেতনে চাকরী করেন তাদের সমস্যা নেই। কিন্তু একমাত্র সুবিধাভোগী আওয়ামীলীগ ছাড়া দেশের সকল মানুষ আজ নির্যাতিত ও এ সরকারের হাতে নিস্পেষিত। আজ মানুষের একটাই দাবি এ সরকারের পদত্যাগ। আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না। আমাদের লড়াই দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। বিএনপি এ ফ্যাসিবাদী সরকারের অধিনে নির্বাচন করবে না এবং কোন বির্তকিত নির্বাচন করতেও দেব না। আজ দেখেন আওয়ামীলীগের শরীকদল জাতীয়পার্টিও ভোটের অধিকারের জন্য কথা বলছে। আমাদের আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন। আর এ সরকার পদত্যাগের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের মাধ্যমে ভোটের অধিকার আদায় করে নেব। জনগণ আমাদের সাথে রয়েছে। যে সকল পুলিশ আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে আজ তাদের আত্বিয় স্বজনরাও এ সরকারের হাতে নিম্পেষিত। তাই তাদের এ বিষয় ভেবে দেখা উচিৎ। তারা প্রজাতন্ত্রের কর্মচারী। কোর দলের কর্মচারীর নন। তাই আমরা আহবান জানাবো কোন দলের পক্ষে না থেকে জনগণের পক্ষে থাকতে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯