আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:২৫

সরকার ক্ষমতা হারানোর আতঙ্কে: সালাম

ডান্ডিবার্তা | ২৮ আগস্ট, ২০২৩ | ১০:৩৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সরকার ক্ষমতা হারানোর আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। গতকাল রোববার বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তার এ মন্তব্যের সহমত জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতারা। আব্দুস সালাম বলেন, সরকার আর বেশিদিন ক্ষমতায় নেই, তা সরকারের মন্ত্রীদের কথায়ও ফুটে ওঠেছে। তারা তারেক রহমান ও তার সহধর্মিণীর বিরুদ্ধে ফরমায়েশি রায় দিয়ে মনে করেছিল সরকার পতন আন্দোলন স্তব্ধ করা যাবে। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। পরে জঙ্গি নাটক সাজিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করল, তাতেও ব্যর্থ হয়েছে। তাদের কোনো নাটক কাজে আসছে না। তিনি বলেন, সরকার কথায় কথায় ষড়যন্ত্র দেখে। কিন্তু ষড়যন্ত্রের রাজনীতি তো আওয়ামী লীগ করে। তারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসে। তারা গণবিরোধী দল। তাদের অবস্থান সবসময় জনগণের বিরুদ্ধে। তাই জনগণকে ভোট থেকে দূরে রাখতেই আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। ঢাকা মহানগর দক্ষিণের এই আহ্বায়ক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আর আওয়ামী লীগ সব রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করে বাকশাল করেছিল। আজ তারা একই কায়দায় ভোটাধিকার হরণ করে, জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে একদলীয় শাসনব্যবস্থা পাকাপোক্ত করতে চাইছে। এই আওয়ামী লীগ তা আগেও পারে নাই, এবারও পারবে না। প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ইউনূস মৃধা, মোহাম্মদ মোহন, মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সিকান্দার কাদির, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ মো. পাপ্পা সিকদার, শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আউয়াল আকন, মহিলা দলের আহ্বায়ক রূমা আক্তার, ছাত্রদল পূর্বের আহ্বায়ক খালিদ হাসান জ্যাকী, দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়সহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা