
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, আমরা সুষ্ঠু নির্বাচনের দাবীতে আন্দোলন করছি। এ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবীতে আন্দোলন। আমাদের একটাই দাবী এ সরকারের অধীনে কোন নির্বাচন হবে না। কারণ আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে সেটা হবে প্রহসনের নির্বাচন। আমরা নির্বাচনকে বড় করে দেখছি না। আপাতত আন্দোলনই আমাদের মূল লক্ষ্য। আমাদের এই এক দফার আন্দোলন সফল হলে আমরা নির্বাচন নিয়ে বিবেচনা করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের নানা দিক তুলে ধরেন। তিনি আরও বলেন, আমাদের সময় আমরা ফতুল্লা সিদ্ধিরগঞ্জ এলাকায় অনেক কাজ করেছি। তবে বিগত বছরগুলোতে ফতুল্লা অনেক পিছিয়ে গেছে। আমি নির্বাচিত হলে প্রথম কাজ হবে ফতুল্লাকে মহানগরের অন্তর্ভুক্ত করা। অর্থাৎ ফতুল্লাকে সিটি করপোরেশনের আওতায় আনা। তাহলে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হবে। এছাড়াও আপনারা ফতুল্লা স্টেডিয়ামের অবস্থা জানেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জরাজীর্ণ অবস্থা এগুলো ঠিক করতে হবে। পাশাপাশি যেহেতু এটা ব্যাবসায়িক এলাকা। এখানে চাঁদাবাজি একটি বড় সমস্যা। ব্যাবসায়ীরা এদের বিরুদ্ধে কথা বলতে পারে না। আমরা আইনের শাসনের মাধ্যমে এসকল সন্ত্রাসীদের হাত থেকে ব্যাবসায়ীদের রক্ষা করবো। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে ২০১৮ ও ২০১৪ সালের নির্বাচনে ক্ষমতায় এসে তারা গণতন্ত্র ও বিচার ব্যাবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তারা এখন মানুষের সম্পদ লুট করতে ব্যাস্ত। এ সরকার মানুষের জনজীবন বিপন্ন করেছে। এদের বিরুদ্ধেই বিএনপিসহ অধিকাংশ দল রাজপথে আন্দোলন করছে। তিনি বলেন, নারায়ণগঞ্জ পাঁচটি সংসদীয় সিট নিয়ে গঠিত। প্রতিটি আসনেই বেশিরভাগ মানুষ বিএনপির সমর্থক। ২০০১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনেরই বিএনপি বিপুল বিজয় অর্জন করেছিল। আগামীতে যখন সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এই পাঁচটি আসনেই বিএনপি ভাল ফলাফল করবে। বিএনপি একটি বৃহৎ দল। বিএনপির অসংখ্য নেতাকর্মী রয়েছে। সারা বাংলাদোশেই প্রতিটি সিটে বিএনপির একাধিক যোগ্য লোক আছে। তবে দলের মনোনয়ন পাবে যেকোন একজন। দল যাকে মনোনয়ন দিবে সবাই ঐক্যবদ্ধ ভাবে তার জন্য কাজ করবো। তিনি আরও বলেন, আমি ছাত্রজীবন থেকে এখানে রাজনীতি করি। আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলাম। পরবর্তীতে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। এছাড়াও বিভিন্ন সামাজিক আন্দোলনের সাথে যুক্ত আছি। এখানে স্কুল কলেজও করেছি। এখানকে সর্বস্তরের লোকজনের সাথেই আমার সুসম্পর্ক রয়েছে। সেটা জনপ্রতিনিধি হিসেবে কাজ করতে গিয়ে যেমন আবার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে মাধ্যমে। আমি সবসময় এটা বজায় রেখে চলি। এসময় বিএনপির নেতাদের নামে মামলার প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা। অপর দিকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মামুন মাহমুদ বলেছেন, আমরা নির্বাচনে যাওয়ার জন্যেই আন্দোলন করছি। এ সরকারের অধীনে যে দুটি নির্বাচন হয়েছে কোনটিতে মানুষ ভোট দিতে পারেনি। আমরা নির্বাচনে যেতে চাই। জনগনও চায় বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। তবে দলীয় সরকারের অধীনে আমরা কোন নির্বাচনে অংশগ্রহণ করবো না। আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছেন আওয়ামী লীগের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। তিনি বলেন, এ সরকারের অধীনে যে মানুষ ভোট দিতে পারে না তা ২০১৪ ও ২০১৮ সালে প্রমান হয়েছে। যে নির্বাচনে জনগন ভোট দিতে পারে না সে নির্বাচন বর্জন করাই ভাল। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ হল বিএনপির লাকি আসন। এখানে যখনই বিএনপি বিজয়ী হয় তখনই সরকার গঠন করে। এটি বিএনপির উর্বর আসন। এখানে বিএনপির ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। গত নির্বাচনে দল আমাকে মনোনয়ন দিয়েছিলাম। আমি আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম জনগনের পাশে ছিলাম। আমার দলের নেতাকর্মীরাও আমার পাশে আছে। তিনি বলেন, আমি জনগনকে সাথে নিয়ে কাজ করি। জনগনের সকল সুযোগ সুবিধার কথা আমি ভাল জানি। এ সরকারের জনবিরোধী অবস্থান আমরা দেখছি এবং জনগনকে সংগঠিত করছি। আমরা রাজপথে আছি। জনগণকে সম্পৃক্ত করলে বিজয় অর্জন আমাদের জন্য সহজসাধ্য হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯