
ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি একটি বড় দল। তবে তারা যেভাবে তাদের ত্যাগী নেতাদের তুচ্ছতাচ্ছিল্য করেছে। আমার মনে হয় না যারা এখন এসেছে তাদের বিরুদ্ধে এত অভিযোগ আছে। ওরা ১৭টা মার্ডার করেছে। বিএনপি নেতা তৈমূর আলম খন্দকারের ভাইয়ের হত্যার প্রধান আসামিকে করা হয়েছে সভাপতি।আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের নানা দিক তুলে ধরে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমরা অনেক কাজ করেছি। জনগণ সন্তুষ্ট কিন্তু আমি সন্তুষ্ট না। এখানে ডিএনডির কাজ হচ্ছে যেটা এখানে হওয়ারই কথা না। মাননীয় প্রধানমন্ত্রীর নারায়ণগঞ্জের প্রতি যে দরদ সেটার কারনেই এটা সম্ভব হয়েছে। এখানে লিংক রোড ছয় লেনে উন্নীত হচ্ছে। তিনি বলেন, আমি চাই নারায়ণগঞ্জে মেডিকেল হাব হোক। যেন সারা দেশের মানুষ এখানে আসে। এখানে শেখ কামাল আইটি ইনিস্টিউট হচ্ছে, পাঁচশ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হচ্ছে। এ কাজগুলো আমরা করেছি। তিনি বলেন, আমার এলাকায় সাত লাখ ভোট আছে। ফতুল্লাতেই প্রায় ত্রিশ থেকে চল্লিশ লাখ লোক আছে। এই এলাকাটা চলাচলের উপযুক্ত না। পঞ্চবটী থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত ফ্লাইওভার হবে। ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন রোডে কাজ শুরু হবে। নাসিম ওসমান সেতু হয়েছে। বিজয়ী হওয়ার আশা সবাই করবে। ২০০১ সালেও বিএনপি এখানে বিজয়ী হয়নি। বাক্সটা বদল করা হয়েছিল। সেনাবাহিনীর অফিসারটা ভাল ছিল। সে আমাকে বলল আপনি এখান থেকে সরে পড়েন। কারণ তখন আমার ডান পা, ডান হাত অচল। টিভিতে পরে আমার রেজাল্ট পাল্টে দেয়া হল। আমি মনে করিনা তাদের সেখানে ওইরকম অবস্থান আছে। তিনি আরো বলেন, আমরা সাংগঠনিকভাবে শক্তিশালী। এক দিনের নোটিশে আমরা ষাট হাজারের মত লোক নিয়ে ঢাকা গিয়েছিলাম। নৌকার বিজয়ে আমরা অত্যান্ত আশাবাদী। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক কাউন্সিলর ইফতেখার আলম খোকন বলেছেন, মাননীয় সংসদ সদস্য একেএম শামীম ওসমান নির্বাচিত হওয়ার পরে শিক্ষাখাতের জন্য আমি তাকে প্রস্তাব দিয়েছি। শুধু এখানেই তিনি ২৬ কোটি টাকা অনুদান দিয়েছেন। তিনি বলেন, আমাদের মধ্যবিত্ত দেশ। আমরা উন্নত হচ্ছি। আমাদের এখানে এমন কোন বড় কাজ নেই যা বাকি আছে। শুধু ডিএনডির কাজটা যদি দ্রুত করা হয় তাহলে জলাবদ্ধতাও থাকবে না। তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ যুবলীগসহ সকলে ঐক্যবদ্ধ। আগামীতে আমরা বিপুল ভোটে এখানে আওয়ামী লীগকে বিজয়ী করবো। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর সোহেল বলেছেন, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসন বরাবরই বিএনপি অধ্যুষিত এলাকা ছিল। শামীম ওসমান এখানে নির্বাচন করার পর মানুষ শামীম ওসমানমুখী হয়েছে। এখানে রাস্তাসহ বড় বড় সকল কাজই হয়েছে। সমস্যা বলতে শুধু জলাবদ্ধতাটুকু রয়েছে। কয়েকদিন আগে এ এলাকার জলাবদ্ধতা নিয়ন্ত্রণের জন্য অস্থায়ী ব্যাবস্থা নেয়া হয়েছে। এখানকার জলাবদ্ধতা এখন নেই বললেই চলে। তিনি আরও বলেন, শামীম ওসমান এমপি হলে এখানে আর কোন সমস্যা থাকবে না। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। আমরা ঘর গুছিয়ে রেখেছি। তিনি বলেন, আমি আশা করি শেখ হাসিনার বিজয় হবেই। তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তিনি পদ্মাসেতু করেছেন যেটা আমাদের স্বপ্ন ছিল। মানুষ শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবে এবং শামীম ওসমানকে নির্বাচিত করবে। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল বলেছেন, গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশব্যাপী যে উন্নয়ন হয়েছে তা অনস্বীকার্য। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেক নজর নারায়ণগঞ্জে আছে। নারায়ণগঞ্জে প্রায় দশ হাজার কোটি টাকার কাজ হয়েছে। এর মধ্যে রেললাইন আছে, রাস্তা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের লিংক রোডে ছয় লেনের কাজ হচ্ছে যা শেষের পথে। এতে করে অল্প সময়েই ঢাকা যাওয়া যাবে। এখানে ডএনডি প্রজেক্ট হচ্ছে। পাশাপাশি নিট শিল্পেও নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, নারায়ণগঞ্জ সম্পর্কে যে নেতিবাচক ধারণা প্রচার করা হয়েছে তা ঠিক নয়। নারায়ণগঞ্জে যে সরকারি কর্মকর্তারা কাজ করতে এসেছেন তারা এখানে এসে দেখেন এ ধারণা ভুল। শিল্পাঞ্চল হওয়ার কারণে অনেক বাইরের মানুষ এখানে আসে। বেশিরভাগ অপকর্মই তারা করে। স্থানীয়রা এর সাথে কখনোই জড়িত ছিল না। তিনি বলেন, নারায়ণগঞ্জে আওয়ামী লীগের অবস্থা ভাল। বিএনপির মধ্যে নেতৃত্বের কোন্দল পাশাপাশি তাদের অতীত ইতিহাস মিলিয়ে তারা সে অবস্থানে এখন নেই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯