আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ৮:১১

বদলাচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন

ডান্ডিবার্তা | ২৯ আগস্ট, ২০২৩ | ১০:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আইনমন্ত্রী বলছেন, নতুন আইন কার্যকর হলে ‘সাংবাদিকদের হয়রানি ও আইনের অপব্যবহার’ বন্ধ হবে বলেই তিনি বিশ্বাস করেন। দেশে-বিদেশে বহু সমালোচনার পর অবশেষে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তনের প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার। প্রথমত ‘ডিজিটাল নিরাপত্তা আইন’ নামটিই বদলে ফেলা হচ্ছে। তার বদলে নতুন নাম হবে ‘সাইবার নিরাপত্তা আইন’। ডিজিটাল নিরাপত্তা আইনের অধিকাংশ ধারা নতুন আইনে থাকছে। তবে বিতর্কিত বিভিন্ন ধারায় বড় পরিবর্তন আনা হচ্ছে। যেসব ধারা নিয়ে বেশি বিতর্ক ছিল, কয়েকটি ক্ষেত্রে সেগুলোর সাজা কমিয়ে আনা হয়েছে। ‘জামিন অযোগ্য’ কয়েকটি ধারাকে করা হয়েছে ‘জামিন যোগ্য’। মানহানি মামলায় কারাদ-ের বিধান বাদ দিয়ে রাখা হচ্ছে শুধু জরিমানার বিধান। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে কমানো হচ্ছে সাজা। ডিজিটাল নিরাপত্তা আইনের অনেকগুলো ধারায় দ্বিতীয়বার অপরাধ করলে দ্বিগুণ সাজার বিধান ছিল, নতুন আইনে দ্বিতীয়বার সাজার বিষয়টি বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এখন এ আইনের খসড়া আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের পর চূড়ান্ত অনুমোদনের জন্য আবারও মন্ত্রিসভায় উঠবে। সব কাজ সেরে সংসদের আগামী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন আইন পাস করা হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের জানিয়েছেন। মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদনের পর সচিবালয়ে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি, কেবল পরিবর্তন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে এর আগে দায়ের হওয়া মামলাগুলোর বিচার নতুন আইন পাসের পর ওই আইনের অধীনে চলবে বলে জানিয়েছেন তিনি। ২০২৩ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত মামলার সংখ্যা ৭ হাজার ১টি বলে সম্প্রতি আইনমন্ত্রী সংসদে জানিয়েছিলেন। গতকাল সোমবার তিনি সাংবাদিকদের বলেন, “ডিজিটাল অগ্রগতি সঠিকভাবে মূল্যায়ন করতে আইনটির নাম দেওয়া হয়েছে সাইবার নিরাপত্তা আইন। এ আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে, সাইবার নিরাপত্তার জন্য যেসব ধারাগুলো ডিজিটাল নিরাপত্তা আইনে ছিল, সেগুলো এখানে অক্ষুণ্ণ রাখা হয়েছে। সেইগুলোর কোনো পরিবর্তন করা হয়নি।” এক প্রশ্নের উত্তরে আনিসুল হক বলেন, নতুন আইনে গণমাধ্যমের জন্য আলাদা কোনো বিধান রাখা হয়নি। আর নতুন আইন কার্যকর হলে ‘সাংবাদিকদের হয়রানি ও আইনের অপব্যবহার’ বন্ধ হবে বলেই তিনি মনে করেন। মন্ত্রিসভায় নতুন আইনের খসড়া অনুমোদনের পর মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনও সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, আগে যেমন ডিজিটাল সিকিউরিটি এজেন্সি ছিল, সাইবার নিরাপত্তা আইনের আওতায় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি থাকবে তদারক সংস্থা হিসেবে। এর ক্ষমতা ও দায়িত্ব বিধির মাধ্যমে নির্ধারিত হবে। “সাজার ক্ষেত্রে বিদ্যমান আইনে জেলের উপরে ফোকাসটা বেশি ছিল। এখানে এসে জেলের সাজার পরিমাণটা কমানো হয়েছে, কিন্তু আর্থিক জরিমানার অংশ রাখা হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে আর্থিক জরিমানা বৃদ্ধি করা হয়েছে। বেসিক বিষয়গুলো এটাই।”




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা