
ডান্ডিবার্তা রিপোর্ট টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক দিয়ে যাতায়াত করা যাত্রীরা। এছাড়া চালকদেরও যানবাহন নিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও বৃদ্ধরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোঘরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকামুখী লেনে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরেই মহাসড়কের এই অংশটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও বেহাল রূপ ধারণ করেছে। বর্তমানে এখানে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলোকে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেকেই আবার পড়ে গিয়ে আহত হচ্ছেন। এছাড়া কয়েকদিন ধরে পানি জমে এখানে যানবাহন চলাচল করা তো দূরের কথা হাঁটার মতোও অবস্থা নেই। জাহাঙ্গীর বেপারী নামের এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই এখানে পানি জমে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কারের অভাবে এটি আরও ভয়ংকর গর্তে পরিণত হয়েছে। এই পয়েন্টটিতে এতোদিন যানবাহনগুলোতে যাত্রী ওঠানামা করতো। কিন্তু এই বেহাল অবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না। নাফ পরিবহনের চালক নূর মিয়া জানান, পূর্বে মহাসড়কটির ঢাকামুখী লেনটি প্রশস্ত থাকলেও এর মাঝে সড়ক বিভাজক নির্মাণ করায় আমাদের আঞ্চলিক পরিবহনগুলোকে এখন এই ভাঙ্গা অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি যাত্রী ওঠানামা করাতেও অনেক সমস্যায় পড়তে হচ্ছে। শিমরাইল মোড়ের এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করে সাগর হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি জানান, কাজের উদ্দেশ্য প্রতিদিন আমার এই মহাসড়ক ব্যবহার করতে হয়। কিন্তু মোঘরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তার বেহাল দশার কারণে আমাদের চরম দুর্ভোগে পড়তে হয়। তাই কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, পানি জমে থাকায় এই সমস্যাটির সৃষ্টি হয়েছে। আমাদের পক্ষ থেকে খুব শিগগিরই মহাসড়কের এই অংশের সংস্কার কাজ করা হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯