আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৫

টানা বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খানাখন্দকের সৃষ্টি

ডান্ডিবার্তা | ২৯ আগস্ট, ২০২৩ | ১০:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট টানা কয়েকদিনের বৃষ্টিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পাশাপাশি সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক দিয়ে যাতায়াত করা যাত্রীরা। এছাড়া চালকদেরও যানবাহন নিয়ে চলাচল করতে সমস্যায় পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী ও বৃদ্ধরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোঘরাপাড়া চৌরাস্তা এলাকার ঢাকামুখী লেনে সরেজমিনে গিয়ে এমনই চিত্র লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ধরেই মহাসড়কের এই অংশটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সড়কটির অবস্থা আরও বেহাল রূপ ধারণ করেছে। বর্তমানে এখানে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলোকে অনেক ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অনেকেই আবার পড়ে গিয়ে আহত হচ্ছেন। এছাড়া কয়েকদিন ধরে পানি জমে এখানে যানবাহন চলাচল করা তো দূরের কথা হাঁটার মতোও অবস্থা নেই। জাহাঙ্গীর বেপারী নামের এক স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই এখানে পানি জমে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সংস্কারের অভাবে এটি আরও ভয়ংকর গর্তে পরিণত হয়েছে। এই পয়েন্টটিতে এতোদিন যানবাহনগুলোতে যাত্রী ওঠানামা করতো। কিন্তু এই বেহাল অবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না। নাফ পরিবহনের চালক নূর মিয়া জানান, পূর্বে মহাসড়কটির ঢাকামুখী লেনটি প্রশস্ত থাকলেও এর মাঝে সড়ক বিভাজক নির্মাণ করায় আমাদের আঞ্চলিক পরিবহনগুলোকে এখন এই ভাঙ্গা অংশ দিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি যাত্রী ওঠানামা করাতেও অনেক সমস্যায় পড়তে হচ্ছে। শিমরাইল মোড়ের এক বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করে সাগর হোসেন। তার সঙ্গে কথা হলে তিনি জানান, কাজের উদ্দেশ্য প্রতিদিন আমার এই মহাসড়ক ব্যবহার করতে হয়। কিন্তু মোঘরাপাড়া চৌরাস্তা এলাকায় রাস্তার বেহাল দশার কারণে আমাদের চরম দুর্ভোগে পড়তে হয়। তাই কর্তৃপক্ষের কাছে অতি দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, পানি জমে থাকায় এই সমস্যাটির সৃষ্টি হয়েছে। আমাদের পক্ষ থেকে খুব শিগগিরই মহাসড়কের এই অংশের সংস্কার কাজ করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা