আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১০

দিনার কাছে ক্ষমা চাইলেন টিপু

ডান্ডিবার্তা | ২৯ আগস্ট, ২০২৩ | ১০:৩৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনার বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার কাছে মাফ চেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই দাবী করেছেন দিনা। গত রোববার এক স্ট্যাটাসে একথা জানান তিনি। ফেসবুক পোস্টে দিনা লেখেন, আমাকে গতকাল নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো পতাকা মিছিলে দেখে অনেকেই অবাক হয়েছেন কারণ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ভাইকে নিয়ে এত সমালোচনার পর আমি আবার ঐ প্রোগ্রামে কেন গেলাম। বিষয়টা সবার কাছে ক্লিয়ার করা দরকার। গত বৃহস্পতিবার রাতে টিপু ভাই অগ্রবানী পত্রিকার সম্পাদক স্বপন চৌধুরী ভাইকে নিয়ে স্বেচ্ছায় আমার বাসায় আসেন এবং আমার হাসবেন্ড এর সামনে তার চলার পথের বিভিন্ন কাজের ভুলের জন্য অনুতপ্ত হন এবং কান্নাকাটি করেন। যার স্বাক্ষী স্বপন চৌধুরী ভাই। আমি তো মানুষ। আমার জেদ যেমন আছে মায়াও আছে। তার অনুতপ্ত হওয়ার পর কান্নাকাটি করার পর আমি আমার সমস্ত রাগ ভুলে যাই। এরপর তিনি আমাকে মহানগরের কালো পতাকা মিছিলে আসতে রিকোয়েস্ট করে। এতে স্বপন চৌধুরী ভাই ও আমার হাসবেন্ড সায়েম প্রধান আমাকে যাওয়ার জন্য বলে। তারা আমাকে বুঝান যেখানে টিপু ভাই নিজে এসে আমার বাড়ীতে অনুতপ্ত প্রকাশ করেন সেখানে আর মনে কোন ক্ষোভ রাখা উচিত না। এজন্যই আমি গতকাল কালো পতাকা মিছিলে আমার মহিলা দল নিয়ে উপস্থিত হই। তিনি আরও জানান, এই বিষয়টা নিয়ে অনেকেই স্ট্যান্ডবাজী করার চেষ্টা করছেন। ঘোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন। তাই বিষয়টা ক্লিয়ার করলাম সবার কাছে। আমি কোন ভাইকে তেল মেখে রাজনীতি করার প্রয়োজন মনে করিনা। কারন আমি কোন ভাই এর রাজনীতি করিনা। আমার নেতা জনাব তারেক রহমান। নারায়ণগঞ্জে আমি ৪ আসনের সাবেক এমপি গিয়াস ভাই ও ৫ আসনের সাবেক এমপি কালাম ভাইকে শ্রদ্ধা করি ও তাদের মানি। সুতরাং এখানে কোন নাটকের সুযোগ নাই। আমার দিক থেকে আমি বিষয়টি ক্লিয়ার করলাম। আমি চেষ্টা করব দলের এই মুহুর্তে সবাই যেনো একতাবদ্ধ থাকতে পারি। সকল ভেদাভেদ ভুলে গণতন্ত্রকে পুনদ্ধারে যেন এগিয়ে যেতে পারি। এ ব্যাপারে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, আমি কেন এসব করতে যাব? তবে আমাদের মধ্যে কোন দূরত্ব নেই। যে স্ট্যাটাস দিয়েছে সে কার কথায় কি করেছিল আমাকে বলেছে। একটু সমস্যা হয়েছিল একজন সিনিয়র নেতার মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা