
ডান্ডিবার্তা রিপোর্ট বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ঘোষণা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের দাবিতে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি একের পর এক সফল আন্দোলন-কর্মসূচী পালন করে যাচ্ছে। ঝড়-বৃষ্টি ও পুলিশি বাধা উপেক্ষা করে কর্মসূচীগুলোতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। সর্বশেষ গত শনিবার কালো পতাকা গণমিছিল করে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। বিপরীতে বিএনপি-জামাতের নাশকতা ও অরাজকতা প্রতিরোধে কেন্দ্রীয়ভাবে শান্তি সমাবেশ পালন করলেও রাজপথের মোকাবেলায় নারায়ণগঞ্জ জেলা-মহানগর আওয়ামীলীগ অনেকটাই পিছিয়ে। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পরেও আসন্ন সংকটকালকে সামনে রেখে আওয়ামীলীগের নেতৃবৃন্দদের খুব একটা মাঠে দেখা যায় না। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান অবশ্য বেশ কয়েকবার বক্তব্যও রেখেছেন। তারপরও মাঠের রাজনীতিতে বর্তমানে বিএনপির চেয়ে ঢের পিছিয়ে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ এমনটাই মনে করে রাজনৈতিক বিশ্লেষক মহল। তাদের মতে, নারায়ণগঞ্জে বিরোধী দলের রাজনীতি আবারে চাঙ্গা হয়ে উঠেছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে ঘোষিত সরকারের পদত্যাগের একদফা দাবিতে সফলভাবে আন্দোলন-কর্মসূচী পালন করছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। সরকার পতনের এ আন্দোলনকে বেগবান করতে ব্যস্ত সময় অতিবাহিত করছে তারা। এ লক্ষ্যে বিএনপি ইতিমধ্যে তাদের শরীক দলগুলোর নেতা কর্মীদেরকে নিয়েই মাঠে নেমেছে ক্ষমতাসীণ দলের পতন ঘটাতে। অপরদিকে, বিএনপি-জামাতকে ষড়যন্ত্রকারী আখ্যা দিয়ে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যেভাবে মাঠে থাকার পরামর্শ দিয়েছেন, তার ছিটেফোটাও লক্ষ করা যায় নি নারায়ণগঞ্জে। শোক দিবসের কর্মসূচী পালনে ব্যস্ত সবাই, দলীয় প্রধানের নির্দেশকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে দাবি তৃণমূল নেতাকর্মীদের। তাদের মতে, প্রধানমন্ত্রী বলেছেন, জনগনের ঘরে ঘরে গিয়ে আওয়ামী সরকারের উন্নয়ন ও অবদানের কথা তুলে ধরতে। যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় রাজপথে সতর্ক অবস্থান নিতে। কিন্তু মাঝে মাঝে ২/১টি শোক সভা ও ঢিলেঢালা শান্তি সমাবেশ করা ছাড়া নারায়ণগঞ্জ আওয়ামীলীগের কোনো নেতাকর্মীকে এখনো পর্যন্ত মানুষের দ্বারে গিয়ে এই সরকারের উন্নয়নের কথা তুলে ধরতে বা অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়নি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধান বিরোধীদল বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতা কর্মীরা এখন নড়েচড়ে বসেছে। দলীয় কর্মসূচীতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছে তারা। নীতি নির্ধারনী ফোরামের ডাকা সকল আন্দোলনের কর্মসূচীতে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করতে দেখা যাচ্ছে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের। সরকার বিরোধী আন্দোলনে বিএনপি ও সমমনা দলগুলো রাজপথে সুবিধা জনক অবস্থান করতে পারলেও বিরোধী দলের এই আন্দোলনকে প্রতিহত করতে ক্ষমতামীন দল আওয়ামীলীগ এখনো পর্যন্ত অনেকটা পিছিয়ে রয়েছে বলে দাবি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনকে জেলা বিএনপির আহ্বায়ক করার পর জেলা বিএনপিতে যে ঐক্য গড়ে উঠেছে সে ঐক্য আগের তুলানায় এখন অনেক শক্তিশালী। একই সাথে, এড. সাখাওয়াত হোসেন খান ও এড. টিপুর নেতৃত্বাধীণ মহানগর বিএনপিও এ পর্যন্ত সকল পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে বলে দাবি খোদ দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের। এমনকি খোদ তারেক রহমানও মহানগর বিএনপির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন বলে জানা গেছে। বিপরীতে, প্রতিপক্ষ মোকাবেলায় অনেকটাই পিছিয়ে আওয়ামীলীগ। দলের ভেতরে লুকিয়ে থাকা দীর্ঘ দিনের কোন্দল বিগত বছরের শুরুতে অনুষ্ঠিত সিটি নির্বাচন ও অক্টোবরে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে নতুন করে চাঙ্গা হতে দেখা গেছে। এছাড়া, ঐক্যের লক্ষ্যে গত বছরের অক্টোবরেই অনুষ্ঠিত জেলা আওয়ামীলীগের সম্মেলনের পর সভাপতি আবদুল হাই ও সাধারণ সম্পাদক ভিপি বাদলকে পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর মাজার জিয়ারতসহ বিভিন্ন দিবসের প্রোগ্রাম করতে দেখা গেছে, ফলে সেখানেও ঐক্য নিয়ে প্রশ্ন উঠেছে। একইসাথে মহানগর আওয়ামীলীগে দীর্ঘদিনের যে দৈন্যদশা রয়েছে, তা কাটিয়ে উঠতে হলে সাত বছরের পুরাতন ও জরাজীর্ণ ঐ কমিটি ভেঙ্গে তরুণদের নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করতে না পারলে রাজপথে খুব একটা সুবিধাজনক অবস্থানে থাকতে পারবে না তারা। ফলে বিরোধী দলের আন্দোলন কর্মসূর্চী প্রতিরোধ করতে ক্ষমতাসীন দল আওয়ামীলীগকে হিমশিম খেতে হবে বলে মনে করে প্রবীন রাজনীতিবীদরা। তাদের মতে, সরকারী দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব-কোন্দলের কারণে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি বেশ শক্ত অবস্থানে থাকবে। তবে বিভক্ত নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারলে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বিএনপিকেও। সূত্রমতে, প্রধান বিরোধী দল বিএনপি এরইমাঝে সরকার বিরোধী নানা আন্দোলন কর্মসূচী পালন করে আসছে। গত শনিবারও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কালো পতাকা গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বর্ষিয়ান ও পরীক্ষিত রাজনীতিবীদ মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং যুবসমাজের কাছে ব্যাপক জনপ্রিয় গোলাম ফারুক খোকনের কাধে জেলা বিএনপি এবং রাজপথের পরীক্ষিত, বারবার কারাবরণ কারী এড. সাখাওয়াত হোসেন খান ও সাংগঠনিকভাবে বেশ দক্ষ এড. টিপুর কাধে মহানগর বিএনপির দায়িত্ব তুলে দেয়ার ফলে যে চমৎকার সমন্বয় ঘটেছে তা প্রতিটি কর্মসূচীতেই প্রতীয়মান। তাদের নেতৃত্বে বিএনপির সকল আন্দোলন-কর্মসূচীই সফলভাবে পালন করতে পেরেছে দলটি। দলটিতে যে ঐক্য সৃষ্টি হয়েছে তা অটুট থাকবে বলে দাবী করেছে একাধিক নেতা। তাদের দাবী সরকার পতন আন্দোলনে বিএনপি প্রস্তুত। দলের নীতি নির্ধারনী মহলের নিদের্শের অপেক্ষায় রয়েছে তারা। এদিকে, বিরোধী দলের সরকার পতন আন্দোলন প্রতিরোধে আওয়ামীলীগ কি ভুমিকা পালন করবে সে বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি দলের হাইকমান্ড থেকে। তবে, দলীয় প্রধান ও সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে থেকে বিরোধী দলের আন্দোলন কর্মসূচী পর্যবেক্ষণ করছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। তবে, বিএনপিকে প্রতিরোধে আওয়ামীলীগকে আরো শক্ত অবস্থানে থেকে কাজ করতে হবে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগে যে হ-য-ব-র-ল অবস্থা হয়েছে এই অবস্থায় বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে প্রতিহত করতে ব্যর্থ হবে বলে মনে করছেন দলের অনেক নেতা কর্মী। তাদের মতে, বিভেদ মিটিয়ে নেতা কর্মীদের একত্রিত করে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি ও মহাগনর আওয়ামীলীগের নতুন কমিটি ঘোষনা দেয়া প্রয়োজন। অন্যথায় বিএনপির সরকার বিরোধী আন্দোলনকে কোন ভাবে প্রতিহত করা যাবেনা বলে মনে করছেন তারা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯