আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:২৫

রূপগঞ্জে পিবিআই এসপির বিরুদ্ধে ব্যবসায়ীর মামলা

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৩ | ১০:৩১ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি ঢাকার বাড্ডা শাখায় নিয়োজিত পিবিআই এর এসপি মিজানুর রহমানের নামে মামলা করেছেন রূপগঞ্জ উপজেলার বাগবেড় এলাকার ব্যবসায়ী মো. রুহুল আমিন। বাগবেড় ও কেয়ারিয়া মৌজায় জাল জালিয়াতির মাধ্যমে জমির দলিল সম্পাদন করে এসপি মিজান জমির প্রকৃত মালিকদের হুমকি দিয়ে হাতিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। সম্প্রতি এলাকার নিরীহ লোকজনের জমি দখলে নিয়ে ১১জনের নামে এসপি মিজান বাদি হয়ে রূপগঞ্জ থানায় মামলা দিয়ে হয়রানি করছে। এ ঘটনার পর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে মিজানের বিরুদ্ধে রূপগঞ্জের জলসিঁড়ি ১০০ ফিট সড়কে শত শত লোক জড়ো হয়ে মানববন্ধন করেন। সর্বশেষ গত মঙ্গলবার বাগবেড় এলাকার ব্যবসায়ী রুহুল আমিন বাদি হয়ে এসপি মিজানুর রহমান ও ঢাকাস্থ মিরপুর এলাকার বাসিন্দা কোবাজ আলীর ছেলে জাহাঙ্গীর আলমকে আসামি করে মামলা দায়ের করেন। জানা গেছে, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ভগবান নগর এলাকার আবুল হোসেন বিশ্বাসের ছেলে মিজানুর রহমান। তিনি পিবিআই এর ঢাকাস্থ ধানমন্ডী শাখার পুলিশ সুপার হিসেবে কর্মরত। পূর্বাচল উপশহর সংলগ্ন রূপগঞ্জ উপজেলার বাগবেড় এলাকায় ১৫-২০ বছর ধরে জাল-জালিয়াতি ও জমির ভুয়া মালিক সাজিয়ে দলিল সম্পাদন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। তার নামে বাগবেড় মৌজায় অন্তত ২০ কোটি টাকার জমি রয়েছে। জমি দখলে প্রতিবাদ করলে মামলা দিয়ে হয়রানিসহ গ্রেপ্তার করে হত্যার পর লাশ গুম করার হুমকি দিয়ে আসছেন বলেও এলাকাবাসী জানান। অনেকের মুঠোফোনে এসপি মিজানের হুমকি-ধামকির রেকর্ড রয়েছে। রূপগঞ্জ উপজেলার বাগবেড় এলাকার একাধিক বাসিন্দা জানান, এসপি মিজানুর রহমান বাদি হয়ে গত ২৩ আগষ্ট নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাবিবি এলাকার মৃত ওমেষ চন্দ্র দাসের ছেলে বাদল চন্দ্র মনি ঋষি দাস (৬৪), রূপগঞ্জের বাগবেড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে মো. রুহুল আমিন (৪১), ব্রাহ্মণগাঁও এলাকার মৃত আব্দুল করিমের ছেলে জহুরুল ইসলাম পলাশ (৩৩), বাড়িয়াছনি এলাকার শরিফুল ইসলামের ছেলে ইমরান হাসান (৪৩), পিতলগঞ্জের বিল্লাল হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৩০), গোলাকান্দাইল এলাকার আরজু মিয়ার মেয়ে বিউটি বেগম (৪২), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি খাগাটিপাড়া এলাকার মোবারক হোসেনের মেয়ে মাসুদা খাতুন (৫৩), নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এলাকার বিষুর ছেলে বিকাশ (৪০), সোনারগাঁয়ের বাগমেলা গ্রামের জ্ঞান চন্দ্রের ছেলে গৌরাঙ্গ (৪২), নিতাইগঞ্জের গণেশের ছেলে শিপন (৩৫), রূপগঞ্জ সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও দক্ষিণ নবগ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন (৫৫)সহ অজ্ঞাত আরো ১০জনকে আসামি করে মামলা দায়ের করেন। এভাবেই তিনি একের পর মামলা দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছেন বলে অভিযোগ রয়েছে। জমির গ্রহিতা মো. রুহুল আমিন জানান, আমরা জমির প্রকৃত মালিকের কাছ থেকে জমি কিনেছি। এসপি মিজান একই দাগে ভুয়া লোকজনের কাছ থেকে জমি কিনে দাবি করছেন। এ ঘটনায় রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে মিসকেছ দেয়ায় তিনি মামলা দিয়ে হয়রানি করছেন। তার কেনা সঠিক হলে ভূমি অফিসে জমির মালিকানা দাবি করুক। অভিযুক্ত এসপি মিজানুর রহমান জানান, আমার কেনা জমির কাগজে কিছুটা সমস্যা রয়েছে। রূপগঞ্জ উপজেলা ভূমি অফিসে মিসকেছ দিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে। তাই রূপগঞ্জ থানায় মামলা দিয়েছি। তাছাড়া আমি রূপগঞ্জের বাগবেড় এলাকায় ২০ বছর ধরে জমির ব্যবসা করছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা