
ডান্ডিবার্তা রিপোর্ট সেতু বিভাগের অধীন মুক্তারপুর থেকে পঞ্চবটির মধ্যে ১০ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করার পাশাপাশি ৯ দশমিক ৬ কিলোমিটার অংশে দোতলা সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নের অংশ হিসাবে গতকাল কাশিপুরে কয়েকটি ভবন ভাঙ্গে কতৃপক্ষ। গতকাল বুধবার সকালে কাশিপুর রনি ডাইং সংলগ্ন মাদবর বাড়ির সামনে সড়ক প্রশস্থকরনের কাজে অধিগ্রহণকৃত জমির স্থাপনা উচ্ছেদ করে। স্থাপনাগুলো উচ্ছেদের পরে তারা ঝুঁকিপূর্ণ ভাবেই ফেলে রেখে যায়। এ বিষয়ে ভবন মালিক মো শফিরের সাথে কথা বলে জানা যায়, কোন রকম নোটিশ বা দিয়ে তারা অতর্কিত ভবে এসে ভবনটি ভেঙ্গে ফেলে। যেহেতু ভবনটি মেইন রাস্তার পাশেই,প্রতিদিন এখান দিয়ে হাজার হাজার লোক চলাচল করে,এখন যদি কোন দূর্ঘটনা ঘটে তাহলে এটার দ্বায়িত্ব কে নেবে। তিনি আরো বলেন, সকলের সার্বিক উন্নয়নে এই উচ্ছেদ এতে আমার কোন দ্বিমত নেই,আমি আমার ভবনটি নিজ দ্বায়িত্বে ভেঙ্গে সড়িয়ে নেবার জন্য সময় নিয়েছিলাম,কিন্তুু তারা কোন আগাম নোটিশ না দিয়ে আজকে এসে ভবনটি ভেঙ্গে ঝুঁকিপূর্ণ ভাবে রাখে যায়।আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি যেন তাড়াতাড়ি ভবনটি ভেঙ্গে সড়িয়ে নেওয়ার এবং জন সাধারণের কোন প্রকার ক্ষয়ক্ষতি ছাড়া। প্রসঙ্গত, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এ প্রকল্পের আওতায় মুক্তারপুর থেকে পঞ্চবটির মধ্যে ১০ দশমিক ৭৫ কিলোমিটার সড়ক প্রশস্ত করার পাশাপাশি ৯ দশমিক ৬ কিলোমিটার অংশে দোতলা সড়ক নির্মাণ করা হবে। এছাড়া ৯ দশমিক ৩৫ কিলোমিটার অস্থায়ী সড়ক এবং ১৭ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হবে সেখানে। ২০২০ সালের জুলাই মাসে ২ হাজার ২২৭ কোটি ৭৭ লাখ টাকার এ প্রকল্প একনেকের অনুমোদন পায়। তখন এর নাম ছিল ‘পঞ্চবটি হতে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্প। পরে সিদ্ধান্ত হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে নয়, প্রয়োজন অনুযায়ী কিছু অংশে দ্বিতল সড়ক নির্মাণ করা হবে। ব্যায় বাড়িয়ে করা হয় ২ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার টাকা।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯