আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৪৭

কালকে গুম হয়ে যাই কিনা জানি না

ডান্ডিবার্তা | ৩১ আগস্ট, ২০২৩ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন, ছাত্রদলের বংশাল থেকে পাঁচ নেতাকর্মীকে গুম করা হয়েছিল তার ছেলেমেয়েরা আজ স্কুলে যায়। তারা জিজ্ঞেস করে বাবা কোথায়, বাবার হাত ধরে স্কুলে যাবো। এ সরকার প্রতিটি নির্বাচনের আগেই গুম খুন হত্যা বাড়িয়ে দেয়। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের সামনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির মৌন মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল নেতাকর্মীদের নিয়েই একদফা দাবী আদায় করবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তিনি আরও বলেন, যুবদল স্বেচ্ছাসেবক দলকে বলতে চাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কে কোন ভাইয়ের লোক সেটা দেখতে যাবেন না। জেলা বিএনপি সবসময় আপনাদের পাশে থাকবে। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, দেশনায়ক তারেক রহমান যে কমিটি উপহার দিয়েছে আপনারা সেটার মান রাখবেন। আন্দোলনমুখী কমিটি হয়েছে। মনে রাখতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজ গুম দিবস উপলক্ষে কথা বলছি কালকে গুম হয়ে যাই কিনা জানি না। আপনারা সবাই মিলে প্রতিরোধ করতে থাকেন। সকলে মিলে প্রতিবাদ করতে থাকেন। তিনি আরও বলেন, আন্দোলনের ডাক দিয়েছে দেশনায়ক তারেক রহমান। তিনি সব ভুলে আপনাদের জন্য কাজ করছে। জনেতা তারেক রহমান যে কথা বলে তা এদেশের গণমানুষের কথা। এ দল প্রতিষ্ঠা করেছে জিয়াউর রহমান। তারপরে দলের হাল ধরেছে বেগম খালেদা জিয়া। আজ দলের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তারেক রহমানের ভাষা এদেশের জনগণের ভাষা। তিনি বলেন, আমরা কঠোরতর আন্দোলনের মাধ্যমে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবো। অবিলম্বে আমরা ফ্যাসিস্ট হাসিনার শাসন প্রতিহত করবো। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেছেন, এরশাদ বিরোধী আন্দোলনের লৌহমানব ইলিয়াস আলীকে আমি চিনি। যেদিন তিনি গুম হন তার আগের সপ্তাহে আমরা একসাথে জুমার নামাজ পড়ি। তিনি সেদিন বলেছিলেন দোয়া রাখবেন ভাই এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কোথায় যাই জানি না। এর চার পাঁচদিনের মাথায় তিনি গুম হন। তিন বলেন, আমরা জানি না কে কখন গুম হয়ে যাই। এমনটা তো আমরা কামনা করিনি। আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। আমরা আমাদের গণতন্ত্র নিয়ে বাঁচতে চাই। তিনি আরও বলেন, এ সমাবেশের চোখ মুখ বলে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল আন্দোলনের জন্য প্রস্তুত। আমি অনুরোধ করবো সকলকে শৃঙ্খলাবদ্ধ হয়ে মিছিল করার জন্য। সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা নেই। বিএনপির কয়েক হাজার নেতৃবৃন্দকে গুম খুন করেছে। আমরা তাদের খোঁজ পাইনি। আমি এ সরকারকে ধিক্কার জানাই। তিনি আরও বলেন, আমি আগামী আন্দোলন সংগ্রামে সোনারগাঁসহ বিএনপির সকল নেতাকর্মীদের আগামী দিনের চূড়ান্ত আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। নারায়ণগঞ্জ জেলা বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজীব বলেছেন, রাজনৈতিক বক্তব্য দেয়ার সময় এখন নয়। আজ তারেক রহমানের ভাষা বাংলাদেশের মানুষের ভাষায় পরিনত হয়েছে। তিনি যে ভাষায় কথা বলেন দেশের মানুষ সে ভাষায় কথা বলে। তিনি আরও বলেন, সময় খুব দ্রুত ঘনিয়ে আসছে। স্বৈরাচারীর পতন খুব নিকটে। আগামী দিনে আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা