আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:১৫

মাঠে নামছে যুবলীগ-ছাত্রলীগ

ডান্ডিবার্তা | ০১ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপি পর এবার ঢাকা রাজপথে সাংগঠনিকভাবে শক্তি দেখাতে প্রস্তুত হচ্ছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যে আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ ও আগামী শনিবার আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে সুধী সমাবেশ করবে আওয়ামী লীগ। দুটি সমাবেশে বক্তব্যে আগামী দিনের রাজনীতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুটি সমাবেশেই বড় জমায়েত নিশ্চিত করতে সংগঠনের সর্বোচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যন্ত কড়া বার্তা দেওয়া হয়েছে। ইতোমধ্যে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার নির্দেশনায় আজ শুক্রবার ও শনিবার দুইটি সমাবেশেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ২০৩টি বাসযোগে বড় লোকসমাগম ঘটাবে। একাধিক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ও শনিবার ছুটি দিন হওয়ায় বন্ধন পরিবহনের ৫৩টি, উৎসব পরিবহনের ৪০টি, আনন্দ পরিবহনের ৩৫টি, বাধন পরিবহনের ৪০টি ও বন্ধু পরিবহনের ৩৫টি বাসযোগে নেতা-কর্মীরা ঢাকা যাবে ও আসবে। এর ফলে ওই দুইদিন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের কোন বাস থাকবে না যাত্রী পারাপারে। অন্যদিকে ট্রেনে বিশেষ সুবিধায় আওয়ামী লীগের একাধিক অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ঢাকা অবস্থান নিবেদন। জেলা ও মহানগর আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতারা জানিয়েছেন, পুরো জেলা ও মহানগর জুড়ে ৮০০ বাস, ২০০ ট্রাক ও ট্রেনযোগে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লক্ষাধিক নেতাকর্মীরা সমাবেশগুলোতে অংশ নিবে। বুধবার ও বৃহস্পতিবারে আরও সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে সমাবেশ সফল করার লক্ষ্যে বড় জনবল দেখাবে নারায়ণগঞ্জ। জানা যায়, ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার তরুণ ও যুবকদের উপস্থিত করতে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় নেতারা। কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান ও সাংগঠনিক ইউনিটকে নির্ধারিত সংখ্যায় লোকসমাগম করতে বলা হয়েছে। কম জনবল নিয়ে এলে সাংগঠনিকভাবে জবাবদিহি করতে হবে। বেশি লোক আনতে পারলে পুরস্কার দেওয়ার কথা উল্লেখ করে চিঠি দেওয়া হয়েছে। একইভাবে সুধী সমাবেশে বড় লোকসমাগম ঘটাতে জেলা নেতা ও দলীয় জনপ্রতিনিধিদের লক্ষ্যমাত্রা বেধে দেওয়া হয়েছে। ছাত্রলীগের সমাবেশটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে। সংগঠনটির নেতারা এটিকে আগামী নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি দেখানো প্রস্তুতি নিয়েছেন। গত জুলাইয়ে বিএনপির তারুণ্যের সমাবেশ করার পরই ছাত্র-যুবকদের দিয়ে আওয়ামী লীগের একটি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। ছাত্রলীগ এ জন্য প্রস্তুতি শুরু করেছে অনেক আগে থেকেই। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আগারগাঁওয়ের সুধী সমাবেশে ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ সহ সব জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন। এই সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা মহানগর, উপজেলা, থানা ও ইউনিয়ন ওয়ার্ড নেতা-কর্মীদের যার যার মত ভাবে উপস্থিত হওয়ার নিদের্শ দিয়েছেন আওয়ামীলীগের সিনিয়র নেতারা। মূলত ঢাকা উড়ালসড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) উদ্বোধনের পর এই সমাবেশ অনুষ্ঠিত হবে। ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ সহ এগারটি জেলা ও চারটি মহানগর কমিটিকে নির্দিষ্ট সংখ্যায় লোক জমায়েত নিশ্চিত করতে বলা হয়েছে। জেলাগুলোকে গড়ে ৩০ হাজার করে লোক জমায়েত করতে নিদের্শনা রয়েছে। সব মিলিয়ে ওই সমাবেশগুলোতে চার থেকে পাঁচ লাখ লোকের জমায়েত করার লক্ষ্য আওয়ামী লীগের। এর আগে ২২ আগস্ট তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী সাংগঠনিক জেলার নেতাদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। সেখানে দলের সাধারণ সম্পাদক জেলা ও সাংগঠনিক ইউনিটগুলোর নাম ধরে ধরে পর্যাপ্ত লোক আনার নির্দেশনা দেওয়া হয়। আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে, সমাবেশগুলোতে প্রধানমন্ত্রী বিগত দিনে সরকারের অর্জন তুলে ধরবেন। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় এলে জনগণ কী কী সুফল পাবে, তা জানাবেন। এ ছাড়া যথাসময়ে সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে, কেউ তা ঠেকাতে পারবে না, দলের নেতা-কর্মীদের এ বিষয়ে আশ্বস্ত করবেন প্রধানমন্ত্রী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা