
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রানা ওরফে ইয়াবা রানা ও তার সহযোগীদের রমরমা মাদক ব্যবসায় ধ্বংসের মূখে পতিত হচ্ছে যুব সমাজ। দীর্ঘদিন ধরে রানা ও তার সহযোগীরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। যার ফলে সহজেই হাতের কাছে মাদক পাওয়ায় সিদ্ধিরগঞ্জের যুবসমাজ ঝুঁকছে মাদকে। স্থানীয়রা এদের বিরুদ্ধে ভয়ে মূখ খুলতে সাহস পাচ্ছেনা। এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুলের দক্ষিন পাশে আইডিয়াল স্কুলে গলি ও মদিনা সুপার মার্কেটের পিছনে মাদক ব্যবসায়ী রানার বাড়িতে দীর্ঘদিন যাবৎ চলছে মাদক ব্যবসা, মাদক সেবন ও জুয়ার আসর। রানা ৮/১০ জন মাদক ব্যবসায়ীদের নিয়ে গড়ে তুলেছে মাদকের সেন্ডিকেট। তাদের মধ্যে অন্যতম সহযোগী হলো চিহ্নত মাদক ব্যবসায়ী মিতুল, আকাশ ও সাব্বির। জানা যায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১ থেকে ১০টি ওয়ার্ডই সিদ্ধিরগঞ্জের মধ্যে। প্রতিটি ওয়ার্ডের অলিগলিতে রয়েছে মাদক ক্রেতা ও বিক্রেতাদের অবাধ বিচরণ। সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড, বিদ্যুৎ কেন্দ্র, ডিপিডিসি, র্যাব-১১-এর সদর দপ্তর, বিভিন্ন স্কুল-কলেজ ও সরকারি-বেসরকারি বহু প্রতিষ্ঠান অবস্থিত। একাধিক শিল্প প্রতিষ্ঠান ও স্কুল-কলেজ থাকায় এলাকাটি ঘনবসতিপূর্ণ। এ থানার অলিগলিতে প্রকাশ্যে মাদকের রমরমা কারবার করে যাচ্ছেন মাদক ব্যবসায়ীরা। মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে উদীয়মান শিক্ষার্থীরা। সিটি করপোরেশনের ১নং ওয়ার্ড বর্তমানে মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে। আর এ ওয়ার্ডের রাঘববোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কৌশলে ফেসবুক চ্যাটিংয়ের মাধ্যমে বিক্রি করছে মাদক। নাম প্রকাশে অনিচ্ছুক মিজমিজি টিসি রোড এলাকার এক বাসিন্দা জানান, ঘর থেকে বের হলেই দেখেন মাদক কেনাবেচা করছে মাদক ব্যবসায়ীরা। দিনরাত বীরদর্পে চালিয়ে যাচ্ছেন রমরমা মাদক ব্যবসা। আর এই মাদক ব্যবসার শেল্টার দিচ্ছেন একাধিক মামলার আসামি মাদক ব্যবসায়ী রানা ওরফে ইয়াবা রানা। সোহেল নামে নাসিক ১নম্বর ওয়ার্ডের বাসিন্দা জানান, মাদকের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে। তিনি চান প্রশাসন দ্রুত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পুলিশ সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চালু রেখেছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে মাদকের বিক্রেতা ও সেবনকারীদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯