
ডান্ডিবার্তা রিপোর্ট একটা সময় ছিলো যখন রাজপথে বিএনপির একটি ব্যানার নিয়েও নামা যেতো না। ব্যানার নিয়ে নামতে গেলেও পুলিশের হামলা মামলার শিকার হতে হতো। তখন এই আমরাই বুলেটের সামনে বুক মেলে দিয়ে রাজপথে আন্দোলন করেছি, পিকেটিং করে রাজপথ গরম রেখেছি। বার বার গ্রেফতার হয়েছি, কিন্তু আমাদের দমাতে পারেনি। আজ অনেকেই অনেক বড় বড় কথা বলেন। তাদের কাছে আমাদের প্রশ্ন, তখন আপনারা কোথায় ছিলেনরে ভাই? তখনতো বিএনপির রাজনীতিতে আপনাদের নাম গন্ধ কিছুই ছিলোনা। আবার যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন, এমন অনেক নেতাকে সেদিন বার বার ডেকেও মাঠে নামাতে পারেনি। বাসা থেকে বের হওয়ারও সাহস ছিলোনা সেদিন। আজ উড়ে এসে জুড়ে বসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন। মনে রাখবেন, এ সুযোগ আপনাদের কখনই দেয়া হবেনা। চারিদিক দিয়ে আপনাদের প্রতিরোধ করা হবে। গতকাল বৃহস্পতিবার বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রসঙ্গে গণমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা ও সাবেক ছাত্রনেতা বাপ্পী শিকদার এসব কথা বলেন। তিনি বলেন, আজ মনে বড় দু:খ হয়। আমাদের পদ নিয়ে তালবাহানা করে। আরে ভাই, আমাদেরতো ডেকে নিয়ে পদ পদবী দেয়ার দরকার ছিলো আপনাদের। তাতো করেনই নাই, বরং উল্টো আমাদের নামেই অপপ্রচার চালাচ্ছেন। ভালো করছেন না। ভুলে যাবেন না, ত্যাগী নেতারা কিন্তু শুধু ত্যাগ করতেই যানে। এ নেতারা যদি একবার ক্ষেপে তাহলে কিন্তু পালানোর পথ পাবেন না। যাইহোক, আজ মনের কষ্টে অনেক কথা বলে ফেললাম। আজ শুক্রবার বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুধু বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্যে আমার প্রাণের সংগঠন জাতীয়তাবাদী বিএনপিকে প্রতিষ্ঠা করেছিলো, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে হবে। তার আর্দশ হৃদয়ে ধারন করে সংগঠন করতে হবে। হালুয়া রুটি খাওয়া ও আওয়ামী লীগের এজেন্টদের বাদ দিয়ে ত্যাগী ও দক্ষ নেতাকর্মীদের অগ্রাধীকার দিয়ে প্রতিটি জেলা উপজেলা, মহানগর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। তবেই বিএনপি আরও বেশি শক্তিশালী সংগঠনে পরিনত হবে বলে আমি মনে করি। আজকে এ দিনে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যে অহংকার তারেক রহমানের দীর্ঘায়ূ ও সুস্থতা কামনা করছি। পাশাপাশি এক দফা দাবি বাস্তবায়নের জন্য সকল নেতাকর্মী ও দেশবাসীদের আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯