
ডান্ডিবার্তা রিপোর্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ এর নেতৃত্বে ট্রাক র্যালী অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার আয়োজনে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন আলীগঞ্জ লেবার হলের সামনে থেকে শ্রমিক নেতা পলাশের নেতৃত্বে শোক র্যালীটি বের হয়ে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া হয়ে নগরীর নিতাইগঞ্জ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় আলীগঞ্জে এসে শেষ হয়। র্যালী শুরুর প্রাক্কালে আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, আজ শোকের মাসের শেষ দিন। তাই বলে বঙ্গবন্ধুকে হারানোর শোক শেষ হয়ে যায়নি। বরং এই শোক আমাদের মধ্যে মৃত্যুর পূর্ব মূহুর্ত পর্যন্ত বহমান থাকবে। এ সময় কাউসার আহমাদ পলাশ উপস্থিত নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন ৭৫’এ বঙ্গবন্ধুকে যারা স্বপরিবারে হত্যা করেছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবারো মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার হটাতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। মনে রাখবেন শেখ হাসিনার সরকার ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ণ ও অগ্রগতি থেমে যাবে। সুতরাং ষড়যন্ত্রকারীদের সকল প্রকার ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করতে হবে। তিনি তার বক্তব্যে আরো বলেন বঙ্গবন্ধুকে পরিবার সহ হত্যার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে স্তব্ধ করে দেয়ার চেষ্টা করা হয়েছিলো। কিন্তু তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। ছিয়ানব্বই সালে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধুর খুনিদের ফাসির রায় কার্যকর করে এ জাতি কে কলঙ্ক মুক্ত করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে হাটছে। ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে একের পর এক মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। পদ্মা সেতু হয়েছে, কর্ণফুলি টানেল হয়েছে,বিএনপি আমলে দেশে শতকরা ১২ পার্সেন্ট বিদ্যুৎ ছিল জননেত্রী শেখ হাসিনার সরকার শতভাগ বিদ্যুতায়নের ব্যবস্থা করেছেন, শ্রমিকদের কল্যাণে শ্রমিক কল্যাণ ফান্ড গঠন করে দিয়েছেন, কৃষিখাতে ভর্তুকি দিচ্ছেন, শিক্ষাখাত সহ দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিনত হবে। বিএনপি জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেনো কোন লাভ হবেনা এদেশের শান্তিকামী মানুষ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারকেই আবারো ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রাহাত, জাতীয় শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট হুমায়ুন কবির, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেল, সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহসভাপতি মোঃ অহিদুর রহমান,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জামাল আহম্মেদ, প্রচার সম্পাদক লিটন শিকদার, জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো হাবিব উল্লাহ,শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর মৃধা,শ্রমিকলীগ দাপা ইদ্রাকপুর ইউনিট কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক টিক্কা, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু, ফতুল্লা থানা মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী সালাউদ্দিন,ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আকন, ফতুল্লা থানা হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ, ট্রলার বাল্কহেড নৌযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাষ্টার, আন্ত: জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মো: জজ মিয়া, সহসম্পাদক মো ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক বশির আহমেদ, সহসাংগঠনিক সম্পাদক ওবায়েদুর রহমান ওবায়েদ, আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি হাবিব খন্দকার প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯