আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫২

শাওনের দেহে গুলিবিদ্ধের এক বছর অতিবাহিত

ডান্ডিবার্তা | ০২ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:৪৬ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে যুবদল নেতা শাওন নিহতের ঘটনার এক বছর আজ। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালীতে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের সময় যুবদল নেতা শাওন পুলিশের গুলিতে নিহত হন। এদিন সকাল থেকেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের ডিআইটি এলাকায় জড়ো হতে থাকেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। একপর্যায়ে র্যালী বের করতে গেলে পুলিশের বাধার মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা। এক পর্যায়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে পুলিশ, সাংবাদিকসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হন অনেকেই। সংঘর্ষে পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন যুবদল নেতা শাওন। ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি জানান, আমরা অনুমতিও নিয়েছিলাম। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা করেছে। পুলিশের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হয়েছেন। এছাড়াও দুইশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক নেতাকর্মী। এদিকে ঘটনার পরপরই নিহত যুবদল নেতা শাওনকে নিজেদের কর্মী বলে দাবী করতে থাকে আওয়ামী লীগের নেতারা। তথ্যামন্ত্রী হাসান মাহমুদ সংবাদ সম্মেলনে সংঘর্ষের প্রসঙ্গ টেনে সমসয় বলেন, শাওন এক আওয়ামী লীগ নেতার ভাতিজা। তিনি পথচারী কীনা তা তদন্তাধীন। জানা যায়, নিহত শাওন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর ভাতিজা। এ বিষয়ে শওকত আলী গণমাধ্যমকে জানান, শাওন আমার চাচাত ভাইয়ের ছেলে। সে রাজনীতিতে সক্রিয় ছিল না। এদিকে ১ সেপ্টম্বর গভীর রাতে পরিবারের কাছে শাওনের লাশ হস্তান্তর করে পুলিশ। পরে রাতেই পুলিশের উপস্থিতিতেই জানাজা শেষে নিজ এলাকায় দাফন করা হয় শাওনকে। এ ঘটনার পরে শাওনের পরিবারের খোঁজ নিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা শাওনের বাড়িতে যান। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ একটা কর্মসূচিতে এই ঘটনা ঘটেছে। শাওন মারা গেলো। একটা গণতান্ত্রিক দেশে এটা চলতে পারে না। একইভাবে মানিকগঞ্জ, নেত্রকোনা ও কুমিল্লাসহ অসংখ্য জায়গায় প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা চালানো হয়েছে। আজকে একটা কথা মনে রাখতে হবে, শাওন দাবির কথা বলতে গিয়ে, অধিকারের কথা বলতে গিয়ে প্রাণ দিয়েছে, ব্যক্তিগত কথা বলতে গিয়ে প্রাণ দেয়নি। আমাদের জন্য দেশের মানুষের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবো।’ তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা অন্যায়ভাবে বন্দি করে রেখেছে। আমাদের নেতা তারেক রহমানকে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রেখেছে। আমাদের ৩৫ লাখ নেতাকে মিথ্যা মামলা দিয়েছে। নারায়ণগঞ্জে অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। শাওনকে নিয়ে অনেকে অনেক কথা বলছে। পুলিশের এসপি সাহেব বলেছেন, শাওন নাকি যুবদলের কর্মী না। যুবদলের কর্মী না হলেও তাকে গুলি করে হত্যা করার অধিকার আপনাকে কে দিয়েছে? আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা কোনোরকম অন্যায় মানবেন না।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা