আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:২২

ডেনিসন গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ডান্ডিবার্তা | ০৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লার পুলিশ লাইন টাগারপাড়া এলাকায় বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী গ্র্যাচুইটির দাবিতে বিক্ষোভ করেছে চাকরিচ্যুত শ্রমিকরা। গতকাল শনিবার সকাল থেকে ডেনিসন গার্মেন্টস এর সামনে জড়ো হয়ে দিনব্যাপী বিক্ষোভ করে তারা। বিক্ষোভের এক পর্যায়ে তারা বন্ধ হওয়া ডেনিসন গার্মেন্টস এর বিল্ডিংয়েই অবস্থিত বি.এস কম্পোজিট নামক সদ্য চালু হওয়া ফ্যাক্টরির নতুন শ্রমিকদের গেটের ভেতরে যেতে বাঁধা দেয় এবং রাস্তায় চলাচলরত যানবাহনকে প্রায় ১ ঘন্টার মত আটকে রাখে। ফলে এলাকায় জানজটের সৃষ্টি হয়। এদিকে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর পক্ষ থেকে এসব শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় শ্রমিক নেতারা। তারা বলছেন- শুধুমাত্র বেতন নয়, বরং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদেরকে গ্র্যাচুইটির অর্থ না দেয়া পর্যন্ত তাদের সংগঠন শ্রমিকদের পাশে থাকবে লটন, রুমান। তবে বন্ধ হয়ে যাওয়া এ গার্মেন্টসটির মালিক বলছেন ভিন্ন কথা। তার দাবি- শুরু থেকে তার প্রতিষ্ঠানটি ভাল চললেও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে বার বার লস্ হয়ে এক পর্যায়ে বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি। যার জন্য তিনি এসব আন্দোলনরত শ্রমিক ও শ্রমিক নেতাদের দায়ী মনে করেন। ফলে বেতনের বাইরে তিনি এসব শ্রমিকদেরকে গ্র্যাচুইটির অর্থ দিতে নারাজ। তবে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ দাবি করেন- প্রতিষ্ঠানটির মালিক জামায়াত-বিএনপির এজেন্ট হিসেবে এসব অসহায় শ্রমিকদের প্রাপ্য অর্থ না দিয়ে তাদেরকে উচ্ছৃঙ্খল হয়ে পথে নামতে বাধ্য করছেন তিনি। শ্রম আইনের ৩০ ও ৩১ ধারা অনুযায়ী একজন শ্রমিকের পদত্যাগপত্র গৃহীত হওয়ার ৩০ কর্ম দিবসের মধ্যে তার প্রাপ্য সকল পাওনা পরিশোধ করতে হয় এবং শ্রমিকদের দাবিকৃত এই গ্র্যাচুইটি হচ্ছে এক ধরণের আর্থিক সুবিধা, যা নিয়োগকারী তাঁর নিয়োজিত কর্মী বা শ্রমিককে দেন। অর্থাৎ একজন নিয়োগকর্তা যখন ন্যূনতম ৫ বছর একই প্রতিষ্ঠানে চাকরি করার পর চাকরি ছেড়ে দেন তখন তাকে গ্র্যাচুইটির অর্থ প্রদান করা হয়। একজন নিয়োগকর্তাকে ক্রমাগত পরিষেবা প্রদানের জন্য একজন কর্মচারীকে আর্থিক “ধন্যবাদ” হিসেবে এই গ্র্যাচুইটি প্রদান করা হয়। আর এই গ্র্যাচুইটির অর্থ না পাওয়ার মধ্যেই আটকে আছে নারায়ণগঞ্জের এই বন্ধ হয়ে যাওয়া শিল্প প্রতিষ্ঠানটির প্রাক্তন শ্রমিকদের আন্দোলন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা