আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৭

ঢাকার রাজপথে মহানগর আ’লীগ

ডান্ডিবার্তা | ০৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:০১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ঢাকার আগারগাঁয়ে পুরোনো বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের সুধী সমাবেশে চমক দেখালেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। তার নেতৃত্বে মহানগরের ১৭টি ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ট্রেনযোগে ঢাকা সমাবেশে যোগ দেয়। জানা যায়, গতকাল শনিবার সকাল ১০টা ২৫ মিনিটে কেন্দ্রীয় রেল ষ্টেশন থেকে স্পেশ্যাল ট্রেনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ ঢাকা তেজগাঁয়ের উদ্দেশ্যে রওনা দেয়। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের নেতৃত্বে হাজারো নেতা-কর্মী বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও দলীয় স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকা রাজপথে। এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, প্রচার সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধ আইয়ূব আলী ও উপ-দপ্তর সম্পাদক সানোয়ার হোসেন, কার্যকরি সদস্য আবেদ হোসেন, শামীম খাঁ, সাখাওয়াত হোসেন সুমন, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওমর খালেদ এপন, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিম, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পারভেজ ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ১৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদউল্লাহ, ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামরুর হাসান মুন্না ও সাধারণ সম্পাদক কবির হোসাইন, ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন জসু, ২১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন শাহাবুদ্দিন, ২৩নং আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সজু, ২৪নং আওয়ামী লীগ নেতা বুলবুল ও আফজাল, ২৫নং আওয়ামী লীগ নেতা ইউসুফ ও আমজাদ, ২৬নং আওয়ামী লীগ নেতা মনির হোসেন, ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মামুন সিরাজুল মাজিদ, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদিম আহম্মেদ, মোশাররফ হোসেন জনি, সায়মন মির্জা ও নাজমুল হাসান পাপ্পু প্রমুখ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা