আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৩

রূপগঞ্জে গোপন বৈঠকের সময় জেলা জামাতের আমীরসহ ১৫ নেতা আটক

ডান্ডিবার্তা | ০৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জের একটি মসজিদের ভেতরে গোপন বৈঠক করার সময় অভিযান চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার আমীরসহ ১৫ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন এলাকার মসজিদে অভিযান চালায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা। তিনি বলেন, পুলিশ অভিযান চালিয়ে নাশকতার প্রস্তুতির অভিযোগে ১৫ জনকে আটক করেছে। তাদের মধ্যে জামাতের নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর মমিনুল হক, রূপগঞ্জ উপজেলার সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন ইউনিটের নেতা রয়েছেন। পুলিশের ভাষ্য মতে, গত শুক্রবার রাতে এশার নামাজের সময় ওই মসজিদে একটি সাংগঠনিক বৈঠক বসেছিল। নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের উদ্দেশে গোপন বৈঠকের খবর পেয়ে ডিবি পুলিশ ওই মসজিদে অভিযান চালায়। পরে সেখান থেকে জামায়াতে ইসলামীর ১৫ জন নেতাকে আটক করা হয়। পুলিশ কর্মকর্তা চাউলাউ মারমা বলেন, যাচাই-বাছাই শেষে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মো. জাকির হোসাইন বলেন, আমাদের কর্মীদের নিয়ে একটি বৈঠক হচ্ছেছিল সেখানে। কিন্তু পুলিশ বিনা অপরাধে কোনো কারণ ছাড়াই আমাদের ১৫ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে শুধু জেলা আমিরের বিরুদ্ধে মামলা ছিল। এছাড়া কারো বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তিনি আরও বলেন, এ দেশে বর্তমানে বাকশালি আইন চলছে। আমরা কোনো জায়গায় বসে সভা-সমাবেশ বা বৈঠক করলেও তারা বলে গোপন বৈঠক। তাহলে উন্মুক্ত বৈঠক কোনটা উনি সরকারের কাছে প্রশ্ন রাখেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আতঙ্কে আছে। তারা এখন সব জায়গায় জামায়াতকে নিয়ে ভয় পায়। এজন্য কোনো কারণ ছাড়াই আমাদের নেতাকর্মীদের হয়রানি করছে তারা। নেতাকর্মীদের গ্রেপ্তার করেও আপনাদের ক্ষমতা ধরে রাখতে পারবেন না। জাকির বলেন, বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। এ দেশে ফ্যাসিবাদী আইন চলছে। অনতিবিলম্বে তিনি সবার মুক্তি কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা