আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৪১

সিদ্ধিরগঞ্জে চিরকুট লিখে যুবককের আত্মহত্যা

ডান্ডিবার্তা | ০৩ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:০৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আব্বা আপনে আমারে অনেক ভালোবাসেন। আমি ইচ্ছায়-অনিচ্ছায় আপনারে অনেক কষ্ট দিছি। পারলে আমারে মাফ করে দিয়েন। মাফ না করলে আমি মরেও শান্তি পাইতাম না। আমার শেষ ইচ্ছাটা রাখার চেষ্টা কইরেন স্বর্নার পাশের করবটা খালি আছে সেখানে আমারে কবর দিয়েন। ঝামেলা হইলে ফরিদ মাওলানা কাকা কবরস্থানের কমিটিতে আছে, তার লগে কথা কইয়া স্বর্নার কবরের লগে আমারে করব দিয়েন। আমার শোয়াইবরে (ছেলে) দেখে রাইখেন। আব্বা আমি অনেক চেষ্টা করছি স্বাভাবিকভাবে থাকার। কিন্তু স্বর্নারে ছাড়া ১টা দিন এক বছরের মতো লাগে। তার মৃত্যুর এই ৩৫ দিন আমার কাছে ৩৫ বছর মনে হইছে। আমারে আপনে মাফ কইরা দিয়েন আব্বা। ‘মা’ আপনেও আমারে মাফ কইরা দিয়েন আপনার যতœ নিতে পারি নাই। আমি তোমাগো অনেক ভালোবাসি আব্বা- মা এমন একটি ‘চিরকুট’ লিখে আত্মহত্যা করেছেন লুৎফর রহমান জনি(৩৪) নামক এক যুবক। গতকাল শনিবার সকালে নাসিক ৪ নং ওয়ার্ডস্থ হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি দুপুরে নিশ্চিত করেছেন ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক হুমায়ুন (২)। নিহত লুৎফর রহমান জনি ওই এলাকার মোহাম্মদ আউয়াল মিয়ার ছেলে। ঘটনাস্থলে থাকা এলাকাবাসী জানিয়েছে, নিহত যুবক সাংসারিক বিভিন্ন ঝামেলা নিয়ে হতাশাগ্রস্থ ছিলেন। তার জন্যে হয়তো বাড়িতে চিরকুট লিখে আত্মহত্যা করেছে। সে তার বসবাসরত ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থাকলে তারা পুলিশকে ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো: মোজাম্মেল হক জানান, মৃত ব্যক্তি একটি চিরকুট লিখে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে। এ ঘটনা পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা