
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সর্বমোট ১১শ মামলার জালে আটকা পড়েছেন বিএনপির ৭০ হাজার নেতাকর্মী। এর মধ্যে অনেক মামলা বিচারিক কাজ চলমান রয়েছে। গতকাল রোববার মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সাথে ও বিএনপির আইনজীবীদের সাথে আলাপকালে এসব তথ্য জানা গেছে। এর মধ্যে কেউ কেউ প্রায় ১শ মামলার আসামিও রয়েছেন। এসব মামলায় প্রতিদিন হাজিরা দিতে আদালতে আসতে হয় বিএনপির সহস্রাধিক নেতাকর্মীকে। নারায়ণগঞ্জের বিভিন্ন আদালতে প্রতিদিন গড়ে ২৫টির অধিক শুধুমাত্র বিএনপি নেতাদের এসব মামলার শুনানি হয়। জেলার ফতুল্লা, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁসহ বিভিন্ন উপজেলা থেকে সকাল হতেই হাজিরাকে কেন্দ্র করে নেতাকর্মীরা উপস্থিত হন আদালতে। বিএনপি সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের অধিভুক্ত মামলাগুলোর মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নামে ৮০ টি (ঢাকা-নারায়ণগঞ্জ), আজহারুল ইসলাম মান্নানের নামে ৩৬টি, গিয়াসউদ্দিনের নামে ৩৬টি, জেলা বিএনপির বহিষ্কৃত সাবেক সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নামে ২৫টি, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নামে ১৮টি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের নামে ১৫টি, মহানগর বিএনপির নেতা ও কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নামে ৭০ টি, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নামে ৫৪টি মামলা রয়েছে। এ ছাড়াও দলের ৭০ হাজার নেতাকর্মীকে জেলার বিভিন্ন থানায় দায়েরকৃত প্রায় ১১শ মামলায় আসামি করা হয়েছে। এসব মামলায় বিএনপি নেতাদের বিরুদ্ধে, নাশকতা, অগ্নিসংযোগ, বিস্ফোরণ, গাড়ি ভাংচুরসহ নানা অভিযোগ আনা হয়েছে। মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ২০০৯ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ মামলা শুরু হয়। এর মূল লক্ষ্য বিএনপি নেতাকর্মীদের মামলার জালে ফেলে তাদের রাজনৈতিক কর্মকা- থেকে দূরে রাখা। আমাদের নারায়ণগঞ্জের ৭০ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ১১শ মামলা রয়েছে। এর মাঝে প্রতিদিন অন্তত ৩০ টি করে মামলার শুনানি হয় আদালত। এসব মামলায় হাজিরা দিতে হাজার হাজার নেতাকর্মী আদালতে উপস্থিত হন। তিনি বলেন, আজ ২০১৮ সালের একটি মামলায় যেখানে আমিও আসামি সেটির চার্জ গঠন করা হয়েছে। মামলায় আমি ছাড়াও কাউন্সিলর খোরশেদ, বিভা ও হাসানকে আসামি করা হয়েছে। এ মামলাসহ অধিকাংশ মামলাই সাজানো এবং ঘটনা ঘটেনি এমন একটা কিছু উল্লেখ করে আমাদের আসামি করে দেয়া হয়েছে। এ মামলায় সময় দেখানো হয়েছে রাত ১১ টা ৩০ মিনিট আর যেদিনের ঘটনা উল্লেখ করা হয়েছে সেদিন আমি বিকেলে গ্রেপ্তার হয়েছে থানায় ছিলাম রাতে। এমন এসব সাজানো মামলাগুলোতে অনেক মৃত, প্রবাসী ব্যক্তিদের আসামি করা হয়েছে। তিনি আরো বলেন, আজ অন্তত ৩০টি এমন সাজানো মামলার শুনানি হয়েছে যে কারণে আমাদের ২ হাজার নেতাকর্মীকে আজ আদালতে উপস্থিত থাকতে হয়েছে। এভাবে প্রতিদিন আমাদের দলের নেতাকর্মীদের আদালতে হাজিরা দিয়ে সাজানো মামলায় সাজানো রায়ের অজানা শঙ্কায় দিন কাটাতে হয়। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমীর খসরুর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এটি ক্রাইম বিভাগ বলতে পারবে। পরে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) চাইলাউ মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানতে চান ‘এটি আসলে কে বললো!’ পরে ‘আমি একটা মিটিং এ আছি’ বলে বিষয়টি এড়িয়ে যান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯