আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫০

কায়েতপাড়া চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন দফতরে অভিযোগ

ডান্ডিবার্তা | ০৪ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:১৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ জাহেদ আলীর নেতৃত্বে মাদক ব্যবসা, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের লালন পালনের অভিযোগে জেলা প্রশাসক, ইউএনও,উপজেলা চেয়ারম্যান বরাবর দরখাস্ত দিয়েছেন উক্ত ইউপির ৬নং ওয়ার্ড মেম্বার মঈন উদ্দিন আহমেদ মানিক,ওমর ফারুক মেম্বার ও জসিমউদদীন মেম্বার। গত ২৩ আগস্ট রেজিস্ট্রি চিঠি যোগে জেলা প্রশাসক,ইউএনও,উপজেলা চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ৬ নং ওয়ার্ড মেম্বার মইনুদ্দিন আহমেদ মানিক, ৪নং ওয়ার্ড মেম্বার ওমর ফারুক ও ১নং ওয়ার্ড মেম্বার জসিম উদদীন। অভিযোগ পত্রে উল্লেখ করেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ আলী ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্প মাসিক মিটিং ব্যতীত একক সিদ্ধান্তে নামে বেনামে ওয়ান পার্সেন্ট, এলজিএসপি, টিআর, কাবিটার প্রকল্প গ্রহণে অনিয়ম, দুর্নীতি, প্রকল্পে কাজ না করে টাকা উত্তোলন, অতিরিক্ত ট্রেড লাইসেন্স ফি আদায়ের সহ নিয়ম বহির্ভূত সুষম বন্টনের পরিপন্থী কাজ করে থাকেন। এ সব অভিযোগের প্রতিবাদ করলে ইউপি সদস্যকে পরিষদের কোন কাজ দেওয়া হয় না। বরং তাকে মিথ্যা হামলা মামলার শিকার হতে হয় যার ভূক্তভোগী আমি নিজে। তিনি আরো উল্লেখ করেন, গত বছরের ২৭ অক্টোবর চেয়ারম্যান সাহেব নিজে আমাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকির প্রদান করেন। গত ২জুলাই আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়। ফলশ্রুতিতে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। এছাড়াও সংঘবদ্ধ কিশোরের গ্যাং স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে চেয়ারম্যান সাহেবের ভাতিজি জামাই নাজমুল খন্দকার ওরফে জয়, খুনি লিটন উভয় পিতা রফিক খন্দকার, শাহীন ও শাকিল পিতা মোঃ সাজ্জাদ, কাদির পিতা আব্দুস সালাম, ইব্রাহিম পিতা কাদির, মোমেন পিতা মৃত আব্দুন নূর, করিম পিতা মৃত আব্দুর রহমান, জহিরুল পিতা তারা মিয়া, জিয়াউল ইসলাম পিতা অজ্ঞাত, কাউসার ও শান্ত পিতা অজ্ঞাত, মামুন পিতা মৃত আব্দুল নূর। ১নং আসামী নাজমুল খন্দকার ওরফে জয় স্থানীয় চেয়ারম্যানের ভাতিজি জামাই হওয়ার সুবাদে তার নেতৃত্বে এই সংঙ্গবদ্ধ কিশোর গ্যাং এলাকায় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা থেকে শুরু করে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।যার মধ্যে উল্লেখযোগ্য মামলা নম্বর ১(৭) ৪৩৯, তারিখ ২-৭-২০২৩ ইংরেজি, মামলা নাম্বার ১২/১৩১ তারিখ ১/৩/২০২৩ইং, মামলা নাম্বার ৪৭/৪১৫ তারিখ ২১/৪/২০১২, মামলা নাম্বার ২৯/২৮৪ তারিখ ১৫/৫/২০২১, মামলা নম্বর ১৭/৪১৫ তারিখ ১০/৮/২০২১, মামলা নম্বর ৫৩/২৩১ তারিখ ১৫/৪/২১, মামলা নম্বর ১৬/২৮৯ তারিখ ২৬/৪/২০২৩, মামলা নম্বর ৭৬ তারিখ ২৫/৪/২০২২ সহ একাধিক হত্যা, ছিনতাই, চাঁদাবাজি, মামলা নারায়ণগঞ্জ কোটে চলমান রয়েছে। সর্বশেষ গত ২/৭/২০২৩ ইং তারিখ মামলা নাম্বার ৭/৪৩৯ চলমান রয়েছে। মেম্বারগন আরো উল্লেখ করেন, পূর্বের সরকারী রাস্তার কাজ চলাকালীন সময়ে উল্লেখিত সন্ত্রাসীদের দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আমার ছোট ভাই জিয়াউদ্দিন আহমেদ মুকুলের উপর অর্তকৃত হামলা করে নীলাফুলা মারাত্মক জখম করে। ১নং আসামী নাজমুল খন্দকার ওরফে জয় চেয়ারম্যানের নির্দেশে ও সহযোগিতায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভয় ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। উক্ত সন্ত্রাসীদের ও জাহেদ আলী চেয়ারম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন মেম্বারগন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা