আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৪৬

কোন্দলে জর্জরিত না’গঞ্জ বিএনপি

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের সময় খুব নিকটে ঘনিয়ে আসছে। নির্বাচন কমিশনের সূত্রমতে এই বছলের অক্টোবরে নির্বাচনী তফসিল ঘোষনা হতে পারে। ডিসেম্বরের শেষ সপ্তাহে কিংবা আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই অনুযায়ী ক্ষমতাসীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিএনপি রাজপথে আন্দোলন করে যাচ্ছে। এই আন্দোলনের মাঝেই তারা ভিতরে ভিতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে মনে করেন অন্যান্য রাজনৈতিক। যদিও বিএনপি বলে আসছে তারা এই সরকারের অধীনে নির্বাচনে অংশ গ্রহন করবেন না। নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি নতুন কমিটি আসার পর থেকে একের পর এক আন্দোলনের মাধ্যমে রাজপথ গরম করে যাচ্ছে বিএনপি। বিশেষ করে ঢাকার প্রতিটি মিছির মিটিংয়ে নারায়ণগঞ্জ জেলা মহানগর বিএনপি ব্যাপক ভুমিকা রাখে। এদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে কেন্দ্রীয় নেতাদের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পরেন। এছাড়া দলীয়কর্মসূচিতে একাধিক গ্রুপে বিভক্ত হয়ে মারামারি পর্যন্ত করেছেন। সদ্য অনুষ্ঠিত আর্ন্তজাতিক গুম প্রতিরোধ দিবসে মহানগর বিএনপি মৌন মিছিল করেন। কিন্তু এই মৌন মিছিলের আগেই বিএনপির সহযোগি সংগঠন যুবদল নেতা জোসেফ বাহিনীর আতর্কিত হামলায় সাংবাদিক সহ বিএনপির নেতাকর্মীরা আহত হন। যুবদল নেতা জোসেফ জানান, তাকে যুবদল কমিটিতে রাখা হয় নাই বলে তার সমর্থকরা উত্তেজিত হয়ে এই হামলা করেছে। অপরদিকে যুবদল নেতা জোসেফের বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি নেতা টিুপ বলেন, জোসেফ নেশাগ্রস্থ, মাদক ব্যবসার শেল্টারকারী, সন্ত্রাসী, নারাী কেলেঙ্কারী এবং লাঙ্গল মার্কা বিএনপি। এর আগে নগরীর ডনচেম্বার এলাকায় আড়াই হার্জা বিএনপি নেতা আজাদ গ্রুপ এবং সুমন গ্রুপে বিভক্ত হয়ে জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি গ্রুপ এবং বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজিব গ্রুপের মাঝে সিনিয়র নেতাদের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, মহানগর বিএনপির নতুন কমিটি আসার পর থেকে এখানে দুই ভাগে বিভক্ত হয়ে রয়েছে। কালাম পন্থিরা এখন আতাউর রহমান মুকল গ্রুপে যুক্ত হয়েছেন। একই সাথে শহর ছাত্রদলের নেতা জাকির খানের অনুসারীরাও মুকুল গ্রুপের সাথে এক হয়ে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছে। আতাউর রহমান মুকুল গ্রুপে মহানগরি বিএনপির কিছু সংখ্যক নেতাকর্মী রয়েছেন। অপরদিকে সাখাওয়াত টিপুর নেতৃত্বে বিএনপির আরেকটির অংশ সক্রিয় ভাবে র্জাপথে নেতা কর্মীদের উজ্জীবিত রাখছে। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসলেও মহানগর বিএনপির বিভিক্ত হয়ে ক্ষতবিক্ষত হয়ে রয়েছে বলে মনে করেন খোদ দলীয় নেতা কর্মীরা। দ্বন্দ্ব, কোন্দল ও বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে পড়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতি। অথচ তৃণমূলের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে যেখানে নারায়ণগঞ্জ বিএনপিকে মূল্যায়ন করা হতো সেখানে আজ সংগঠনটির নেতারা নানান ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন। সূত্র বলছে, দ্বন্দ্ব, কোন্দল আর বলয় তৈরি করতে গিয়ে নিজেরাই নিজেদের সংগঠনে প্রতিবন্ধকতা তৈরি করে ফেলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। এতে দিশেহারা হয়ে পড়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মহানগর বিএনপির অবস্থা একেবারেই করুণ। যেখানে বর্তমান সভাপতিও রাজনৈতিক কর্মকা-ে নেতাকর্মীদের উজ্জীবিত রাখলেও দলীয় কোন্দল কোন ভাবেই নিসর করা যাচ্ছে না। বরং তা হিতে বিপরীত রূপ নিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। তাদের নিয়ে ক্ষমতাসীন দলের নেতারা সমালোচনা করে বলেন, বিএনপিতো নারায়ণগঞ্জে নিজেরা নিজেরা মারামারি কইরা শেষ করতেন পারে না। তারা আবার সরকার পতনের আন্দোলন করবে কি করে। তাছাড়া দলীয় কর্মসূচি পালন করেত এসে যখন নিজেরা বিভক্ত হয়ে সংঘর্ষে জরিয়ে পরছেন সেখানে দল কতটুকু সংগঠিত হবে তা নিয়ে চিন্তিত তৃনমূল নেতা কর্মীরা। অথচ বিভিন্ন সভা সমাবেশে বলে এই সরকারের পতন ঘটাতে হলে ঐক্যের কোন বিকল্প নেই। ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে সরকারের পতন ঘটিয়ে তারা ঘরে ফিরবে। কিন্তু বাস্তবে নিজেরা সংঘর্ষে জড়িয়ে পরছেন। এতে করে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা তাদের নিয়ে হাসি বিদ্রুপ করছে। মহানগর বিএনপির সদস্য সিচব আবু আল ইউসুফ খান টিপু বলেন, জোসেফ সরকারি দলের দালাল। তাদের এজেন্টা বাস্তবায়নের জন্য হামলা করেছে। খোরশেদ, আতাউর রহমান মুকুল ষড়যন্ত্র করে আমাকে হত্যার জন্য এই হমালা করিয়েছে। তারা সরকারি দলের এজেন্টা বাস্তবায়নে বিএনপির ক্ষতিতে লিপ্ত হচ্ছে। তারা বিএনপির লোক হতে পারে না।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা