
ডান্ডিবার্তা রিপোর্ট শিল্পাঞ্চলখ্যাত নারায়ণগঞ্জ শহর ও ফতুল্লা সহ গোটা নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত দুই মাসে জেলার হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২ শতাধিক। তবে নারায়ণগঞ্জ জেলা কি পরিমাণ ডেঙ্গু রোগী আক্রান্ত হয়েছে তার সঠিক কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য বিভাগের কাছেও। গতকাল সোমবার সরেজমিন ঘুরে সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফগার মেশিন অথবা ঔষধ ছিটিয়ে মশক নিধন করার কার্যক্রমের বিষয়টি অবগত নন বলে জানিয়েছেন স্থানীয় এলাকার ওয়ার্ডবাসীরা। নাম প্রকাশ না করে স্থানীয়রা জানান, কাশিপুর ইউনিয়নের চারদিকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। আমরা প্রতিনিয়তই আতঙ্কে জিবন যাপন করছি। বিশেষ করে ছোট শিশু ও বয়স্কদেরকে নিয়ে। প্রতিদিনই জেনারের ভিক্টোরিয়া হাসপাতালে রোগীরা ভির করছে ডেঙ্গু পরীক্ষা করার জন্য। কাশিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে মশক নিধন করার লক্ষে ফগার মেশিন ও ঔষধ ছিটানোর বিষয়ে জানতে চাইলের তারা আরও জানায়, কই আমরা তো এ কার্যক্রম দেখছি না। পাশ্ববর্তী কোন এলাকার মানুষ বলতে পারতেছেনা যে, এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা। গতকাল (সোমবার) পত্রিকার পাতায় দেখলাম ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম ওসমান সিদ্ধিরগঞ্জের ডেঙ্গুর বিষয়ে পরিদর্শনকালে স্থানীয় এলাকার ওয়ার্ড কাউন্সিলরদেরকে নির্দেশ করছেন “টাকা লাগলে আমাকে বলেন আমি দেব তারপরও ডেঙ্গু নিধন করতে হবে”। আমরা চাই গোটা এলাকাটি যেন ডেঙ্গু মুক্ত হোক। অপরদিকে কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মোঃ রানা আহমেদ জানান, গত ২ সেপ্টেম্বর আমি প্রচন্ড জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা করাই। পরদিন রিপোর্ট পেয়ে জানতে পারি আমার ডেঙ্গু পজেটিভ। এ বিষয়ে জানতে কাশিপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার ও কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিসান হায়দার উজ্জলের মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, চারদিকে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার কারনে কাশিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদল এর নির্দেশে আমাদের কাশিপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ফগার মেশিন ও ঔষধ ছিটিয়ে মশক নিধনের কাজ ইতিমধেই শুরু করেছি। এ কর্যক্রম যথারীতি চলমান থাকবে। অপরদিকে কাশিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার শামীম আহম্মেদ এর নিকট জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমি অবগত নই। তবে ডেঙ্গুর বিষয়ে আমাদেরও একটা মিটিং হওয়ার কথা জানতে পেরেছি। প্রসংঙ্গ, স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা কয়েক হাজার হবে। শুধু শহর ও শহরতলীতেই নয় ডেঙ্গুর এই প্রকোপ জেলার উপজেলা পর্যায়েও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসের শুরু থেকেই রাজধানীর পাশাপাশি পার্শ্ববর্তী জেলা সদর উপজেলার ফতুল্লার শিল্পাঞ্চল খ্যাত নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেতে শুরু করে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯