আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৭:১৪

বক্তাবলীতে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের হত্যা মামলার আসামী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী বাবু ৩ে০) হত্যাকান্ডের ঘটনায় নিহতের বড় বোন মৌসুমী বাদী হয়ে আব্দুর রহমান হালিম, আরিফ, আশাদউল্লাহ, রাকিব, আলাল সহ ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেছে। গতকাল এই মামলার কথা ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বীকার করেছেন। এদিকে বক্তাবলীর কানাইনগর এবং রামনগর গ্রামের কয়েকজন বিশিষ্ট মুরুব্বী তথা গন্যমান্য ব্যাক্তি জানিয়েছেন, রামনগর গ্রামের আবদুল মতিনের ছেলে বাবু ও তার বাহিনীকে দীর্ঘদিন ধরে শেল্টার দিয়ে আসছে বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মো. রাসেল। তার শেল্টারে থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছিলো বাবু বাহিনী। এরই ধারাবাহিকতায় তারা আলী হোসেন নামে এক ব্যবসায়ীর কাছে জমি চাঁদা দাবী করে আসছিলো। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ২৪ আগস্ট বাবু এবং তার সহযোগীরা আলী হোসেনের উপর হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং তাকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় আলী হোসেন ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরের দিন ২৫ আগস্ট অভিযোগটি তদন্ত করতে যান ফতুল্লা থানার এসআই বাদল। তখন স্থানীয় ৬নং ওয়ার্ডের মেম্বার রাসেল এসআই বাদলকে বলেন, বিষয়টি তিনি স্থানীয় বিচার শালিসের মাধ্যমে মিমাংসা করে দেবেন। পরে ২ সেপ্টেম্বর রাসেল মেম্বার সকাল ১১টায় বিচার শালিসের আয়োজন করেন। কানাইনগর বেকারী মোড় এলাকায় এই শালিস বসে। শালিসে গন্যমান্য ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন ওই গ্রামের পঞ্চায়েত প্রধান আমান উল্লাহ মাদবর, নাজির হোসেন মাদবর, মুল্লুকচান মাদবর, মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, কামাল হোসেন মাদবর, খোলশেদ আলম মাদবর প্রমুখ। কিন্তু বিচার চলাকালে এক পর্যায়ের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ বেধে যায়। এ হত্যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। বাবু নিহতের সংবাদে অপরপক্ষের লোকজন এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। গত শনিবার সকালে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটলেও গত রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বাবু মারা যায়। বাবুর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করেন। আর প্রতিপক্ষে ধারালো অস্ত্রের আঘাতে বাবু মারা যাওয়ার ঘটনায় নিহতের বড় বোন মৌসুমী বাদী হয়ে আব্দর রহমান হালিম, আরিফ, আশাদউল্লাহ, রাকিব, আলাল সহ ১৬ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করে। মামলা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত শনিবার সকাল ১১ টায় কানাইনগর বেকারী মোড়ে জমির বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে স্থানীয় ভাবে শালিসী বৈঠক বসে মেম্বার সহ মাতুব্বরগণরা। শালিসীর মধ্যে হালিম, আসাদউল্লাহ গংরা উত্তেজনা মূলক কথা বলে। এ নিয়ে সালাউদ্দিন, দাদন গাজী গংরা প্রতিবাদ করলে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে হালিম, আরিফ, আশাদউল্লাহ গংরা পূর্ব পরিকল্পিত থাকায় খুব অল্প সময়ের মধ্যে রাম, চাপাতি, বগি, হকিস্টিক সহ দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। পরে দুই পক্ষ সংঘর্ষে জরিয়ে পড়ে। হালিম, আরিফ, আশাদউল্লাহ গংদের হাতে দেশীয় অস্ত্র থাকায় সালাউদ্দিন, দাদন গাজী গংরা এক চেটিয়া হামলার শিকার হয়। হালিম, আরিফ, আশাদউল্লাহ গংরা দেশীয় অস্ত্র দিয়ে সালাউদ্দিন, আলাউদ্দিন, দাদন গাজী, মহিউদ্দিন, শরীফ ও বাবুকে এলোপাথারী কোপাতে থাকে এবং লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। বাবু, সালাউদ্দিন, দাদন গাজী সহ আরো কয়েকজনকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে তাদের অবস্থা আশঙ্কা হওয়ায় তাদেরকে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। দুইদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বাবু মারা যায়। একই সময় আহত হয় অপর পক্ষের হালিম, আলাল রাকিব সহ আরো দুইজন আহত হয়। তবে হালিম, রাকিব, আশাদউল্লাহ গংদের হাতে দেশীয় অস্ত্র থাকায় বাবু সহ আরো কয়েকজনকে কুপিয়ে মারাত্মক ভাবে রক্তাক্ত জখম করে। মৌসুমী জানান, হালিম, রাকিব, আশাদউল্লাহ গংরা পরিকল্পিত ভাবে তার ভাই বাবু সহ আরো কয়েকজন রামদা, চাপাতি দিয়ে এলোপাথারী ভাবে কোপাতে থাকে। বিশেষ করে পূর্ব শত্রুতার জের ধরে বাবুকে হত্যার উদ্দেশ্যে কোপায়। আমার ভাই বাচাও বাচাও চিৎকার করলে হালিম গংদের একটুও মায়া হয়নি, তারা আমার ভাইকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আযম মিয়া জানান, বক্তাবলীতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একপক্ষের বাবু নামের একজন মারা গেছে আরো কয়েকজন আহত হয়েছে। বাবুকে হত্যা এবং অন্যদের আহত করার ঘটনায় নিহতের বড় বোন মৌসুমী বাদী হয়ে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা