
ডান্ডিবার্তা রিপোর্ট যুক্তিতর্কের মেধার উৎসবে মেতে উঠেছে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তাদের সাথে ছিল শিক্ষক অভিভবাবকরাও। উৎসব প্রতিযোগিতার, কিন্তু শিক্ষার্থীরা ছিল উচ্ছ্বসিত। অনুষ্ঠান সকাল ৯টায় শুরুর কথা থাকলেও সকাল ৭টা থেকেই আসতে শুরু করে শিক্ষার্থী-শিক্ষক-অভিবাবকরা। এমন চিত্র ছিল গতকাল সোমবার সকালে নগরীর ‘নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে’। ‘যোগ দাও যুক্তির মেলায়’ এই স্লোগান নিয়ে নারায়ণগঞ্জে দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে ‘পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক’ প্রতিযোগিতা। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার। উৎসবে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রতিটি স্কুল থেকে চারজন করে বিতার্কিক ও কুইজে ছয়জন অংশ নেয়। দিনব্যাপী প্রতিযোগিতার শেষে চুড়ান্ত বিজয়ীরা পুরুস্কৃত হওয়ার পাশাপশি, ঢাকায় জাতীয় পর্বের মূল প্রতিযোগিতায় অংশ নেয়ার সুযোগ পাবে। পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব আয়োজনে সহযোগিতা করছে প্রথম আলো বন্ধুসভা। প্রচার সহযোগী হিসেবে আছে নাগরিক টেলিভিশন। নারায়ণগঞ্জের প্রথম আলো বন্ধুসভার অর্থ সম্পাদক মৌন লাকির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের সমন্বয়ক সাইদুজ্জামান রওশন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করান। প্রতিযোগীরা জানান, এই ধরণের উৎসব আমাদের প্রতিনিয়ত অনুপ্রানিত করে। নতুন ভাবে অনেক কিছু শেখা যায়। নতুনদের সাথে পরিচিত হতে সুযোগ সৃস্টি করে। এমন আয়োজন আরও বেশি বেশি করা হোক। আর বিতর্ক প্রতিযোগিতা করার জন্য প্রচুর বই পড়তে হয়। বিভিন্ন তথ্যের জন্য অনুসন্ধান করা লাগে। যা আমাদের ভবিষৎ এর জন্য সুফল বয়ে আনবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিযোগীদের সাথে আসেন অভিভাবক ও শিক্ষকবৃন্দ। শিক্ষকরা জানান, মেধা বিকাশের এমন আয়োজন সব সময় শিক্ষার্থীদের নতুন ভাবে তৈরী করে। মাদক থেকে দূরে রাখবে। মোবাইলসহ নানা রকম আসক্তি থেকে রক্ষা করবে। উদ্বোধনী বক্তব্যে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা আক্তার বলেন, তর্কের খাতিরে আমরা তর্ক করবো। আজকের কিশোর আগামী দিনের ভবিষ্যৎ। সেই অর্থে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সুস্থ মন নিয়ে বেড়ে উঠতে হবে। মাদক যেমন মানুষের মনকে ধ্বংস করে দেয়, তেমনই শরীরকেও ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯