আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | রাত ২:৩৮

না’গঞ্জে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন

ডান্ডিবার্তা | ০৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জবাসীর জন্য সুখবর। দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হতে যাচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন কাজ। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় স্থাপন আইন অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় আইনের মতো এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। এর আগে ২০২০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের অনুমোদন দিয়েছিল। অনুমোদন দেওয়ার পর সে বছরের ৯ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে চিঠি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত ওই চিঠিতে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে নারায়ণগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য যুগোপযোগী খসড়া আইন প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে। দীর্ঘ ৩ বছর পর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন থেকে খসড়া আইন মন্ত্রণালয়ে উত্থাপন করলে গতকাল সোমবার সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনে আইন অনুমোদন দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আইনটির অনুমোদন হওয়ায় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি স্থাপনের জন্য এখন পরবর্তী নির্দেশনা আসবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা