আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৩

রূপগঞ্জে ৭ দিনে ১০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

ডান্ডিবার্তা | ০৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:১৬ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ও ভূলতা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গত ৭ দিনে ১০টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। গতরাতে হাটাবো এলাকা থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়েছে। বিদ্যুত কর্মকর্তা ও পুলিশ এ পর্যন্ত কোন ট্রান্সফরমার উদ্ধার করতে পারেনি বলে এলাকাবাসীর মাঝে হতাশা বিরাজ করছে। প্রচন্ড গরমে নির্ঘম রাত কাটছে এলাকাবাসীর। জানা যায়, মুড়াপাড়া ইউনিয়নের পোরাবো এলাকার পুলিশ প্রশাসনের ডিআইজি আমিনুল ইসলামের বাড়ির পাশে বাংলালিংক এর টাওয়ারের ১০ কেভি ট্রান্সফরমার এ পর্যন্ত তির বার চুরি হয়েছে। এদিকে শামিম মাষ্টার, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক এমএ মোমেন ও দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক শফিকুল আলম মামুনের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি থেকে ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। পল্লী বিদ্যুতের মুড়–পাড়া জোনাল অফিসের এজিএম রাজা ঘোষ জানান, চুরি হওয়া ১০টি ট্রান্সফরমার বাজার মূল্যে প্রায় ১০ লাখ টাকা। এলাকাবাসী জানান, বানিয়াদী গ্রামের মোসলেমের পুত্র মাদক সেবনকারী বিপ্লব এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তলেছে। এ বাহিনী এলাকায় মাদক, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ নানান কুকর্ম করে বেড়ায়। এরা গভীর রাতে নারায়নগঞ্জ নরসিংদী সেচ প্রকল্প বানিয়াদী স্লুইচ গেইট হইতে হাটাবো বাজার পর্যন্ত দাপিয়ে বেড়ায়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা থাকলেও থানা পুলিশ তাদের ধরছেনা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, অপরাধী যে দলেরই থাকুক তাদের আইনের আওতায় আনা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা