আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:০৩

নাগরিক প্রতিনিধিদের সাথে মেয়র বৈঠক ব্যর্থ যে কারণে

ডান্ডিবার্তা | ০৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ৯টি ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে আন্দোলনরত নাগরিক প্রতিনিধিদের সাথে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তবে শেষ পর্যন্ত এই সভা তেমন ফলপ্রসূ হয়নি। মেয়র নতুন আরোপিত কর প্রত্যাহারের বিষয়টি নাকচ করে দিয়ে উন্নয়নের ফর্দ নিয়ে আলোচনা শুরু করায় নাগরিকরা ক্ষুব্ধ হয়ে বৈঠক থেকে চলে আসেন। মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সাথে আন্দোলনকারীদের বিভিন্ন বিষয় নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য এসেছে। সেই সাথে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই সভার সমাপ্তি হয়েছে। গত সোমবার সিটি কর্পোরেশনের মেয়র আইভীর কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। জানা যায়, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী এদিন সকাল সাড়ে ১১ টায় আন্দোলনকারীদের পক্ষে ১০ জনের একটি প্রতিনিধি দল মেয়রের কার্যালয়ে যান। দীর্ঘ আলোচনায় মেয়র নতুন আরোপিত কর প্রত্যাহারের বিষয়টি নাকচ করে দিয়ে উন্নয়নের ফর্দ নিয়ে আলোচনা করেন। এতে প্রতিনিধি দল ক্ষুদ্ধ হয়ে যান। আলোচনার প্রসঙ্গে জানতে চাইলে প্রতিনিধি দলের সদস্যরা বলেন, বন্দরে উন্নয়নের নামে কিছু বড় বড় রাস্তা বানিয়েছে। যা ইট বালু ব্যবসায়ী ও নাসিক ঠিকাদারে কাজে লাগে। রাস্তার অর্ধেকতো তারাই দখলে রেখেছে। সদর সিদ্ধিরগঞ্জে খাল লেককে বানানো হয়েছে পার্ক বিনোদনের কেন্দ্র আর বন্দরে ১৮টা জলাশয় ভরাট করে বানানো হয়েছে রাস্তা। পরিবেশ নষ্ট করা হয়েছে। বন্দরে একটা ফেরি আছে যা সকাল সাড়ে ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে আর সেতু হয়েছে নাসিকের প্রায় শেষ প্রান্তে। যা আমাদের বন্দরবাসির জীবনমানের তেমন কোনো উন্নয়ন আনতে পারেনি। তারা আরও বলেন, শহরে যেখানে ৩ রুমের ফ্ল্যাট ভাড়া ১৫ হতে ২০ হাজার সেখানে বন্দরে ভাড়া ৭ হতে ১২ হাজার। সদর ও সিদ্ধিরগঞ্জের মতো একভাবে বন্দরে মূল্যায়ন করটা মেয়রের ঠিক হয়নি। নগরবাসীর রক্ত চুষে খাওয়া নাসিকের কাজ হতে পারে না। তিনি সেবাকে বাণিজ্যকরণ করছেন। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। প্রয়োজনে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো স্মারকলিপি নিয়ে। ওই প্রতিনিধি দলটি আরও বলেন, তিনি আমাদের বারবার বলেন আমাদেরকে ইন্ধন দেয়। তিনি আমাদের আন্দোলনকে রাজনীতিকরণ করতে চান। আমাদের পিঠের চামড়া খুলে আপনি রাস্তা বানাবেন। আমরা প্রতিবাদ করলে ইন্ধনকে দেয় বলে রাজনৈতিক রং না দিয়ে মানবিক সৃষ্টি থেকে বিবেচনা করে নতুন কর প্রত্যাহার করা উচিত। এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ৯টি ওয়ার্ডের হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবের বরাবরে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। গত ২৯ আগষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপিটি প্রেরণ করা হয়। তার আগে গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছেও স্মারকলিপি প্রদান করেছিলেন। নাসিকের নগর ভবনে মেয়র বরাবরে ১৯০০ বাসিন্দার স্বাক্ষরিত স্মারকলিপিটি মেয়রের দফতরে জমা দেয়া হয়। এছাড়াও গত ২৪ আগস্ট নবীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত ৬ষ্ঠ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে ১৯ থেকে ২৭নং ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষে একজন হোল্ডিং ট্যাক্স নিয়ে এমপি সেলিম ওসমানের কাছে বিচার দিলেও তিনি মেয়রের বিরুদ্ধে লাগবেন না বলে সাফ জানিয়ে দেন। ফলে তারা সেখানে বেশি কিছু বলার সুযোগ পাননি। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড সাবেক কদমরসুল পৌরসভার এলাকার অর্ন্তভুক্ত ছিল। ২০১১ সালের মে মাসে নারায়ণগঞ্জ পৌরসভা, সিদ্ধিরগঞ্জ পৌরসভা ও কদমরসুল পৌরসভাকে নিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠিত হয়। শীতলক্ষ্যা নদীর কারণে পূর্বপাড়ের বাসিন্দাগন শহরের তুলনায় সর্বপ্রকার আধুনিক সুবিধা বঞ্চিত। আপনি অবগত আছেন যে বর্তমান বিশ্ব মন্দার প্রভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, কর্মহীনতা, আয় সংকোচনসহ নানা যৌক্তিক কারণে মানুষের জীবনযাত্রার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বর্তমানে অনেকেই উপার্জনের একমাত্র মাধ্যম বাড়ি ভাড়া। অনেক সময় বাড়ি খালি থাকে। অনেকে ভাড়া দিতে পারেনা। বাড়ি ভাড়া বাড়ানোর সুযোগ নেই। এই বৈশি^ক মন্দা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নতুন বর্ধিত হোল্ডিং ট্যাক্স মরার উপর খাড়ার ঘা সমতুল্য।প্রসঙ্গত, এর আগে নাসিকের বন্দরের ৯টি ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই হোল্ডিং ট্যাক্স কমানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর আগে বন্দরের কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক দফা বৈঠকের পরে গণস্বাক্ষর সংগ্রহ শুরু হয়। প্রায় ১ হাজার ৯০০ বাসিন্দার সাক্ষর সংগ্রহ করে আন্দোলনকারীরা। গত ২৫ জুলাই মেয়রের বরাবরে স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা