
ডান্ডিবার্তা রিপোর্ট কেন্দ্র ঘোষিত নানা দাবির আন্দোলন নিয়ে বর্তমানে ব্যাপক জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপি। সেই লক্ষ্য নিয়ে বর্তমানে ১ দফা দাবি আদায়ের লক্ষ্য নিয়ে দফায় দফায় আন্দোলন সংগ্রামের ডাকের মাধ্যমে রাজপথে গর্জে উঠেছে নেতাকর্মীরা। আর তাদের এই দফায় দফায় আন্দোলনকে জ্বালাও পোড়াওয়ের রূপ দিতে মরিয়া হয়ে উঠেছে এমনই দাবি বিএনপির নেতাকর্মীদের। তাদের ভাষ্য হলো বর্তমানে বিএনপি শান্তি পূর্ণ আন্দোলনে রয়েছে। যার কারণে ক্ষমতাসীন দল ঈর্ষান্বিত হয়ে পাগল হয়ে উল্টা পাল্টা বকছে। দেখা যায় আওয়ামী লীগের সকল প্রোগ্রামেই ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ সদস্য শামীম ওসমান বিএনপির বিরুদ্ধে নানা সময় নানা বক্তব্য দিয়ে থাকেন। গত ৪ জুলাই নারায়ণগঞ্জে মাসদাইর কবরস্থানে বাবা মা ও বড় ভাইয়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথায় ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বিএনপি জামায়াত যে জ্বালাও পোড়াও করছে তাতে আমি অবাক হয়ে গেছি। মহরমের দিনে তারা যে কর্মসূচি দিয়েছে। এই মহরমের মাসেই আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলেন। অসীম একটি দিন এটা। এই দিনে বিএনপি যে জ্বালাও পোড়াও করেছে এটার বিচার আল্লাহই করবে। তিনি আরও বলেন, তারা আবারও যে পথে যাচ্ছে। জ্বালাও পোড়াও যদি আবারও হয়। আমাদের ওপর আঘাত হলে আমরা পাল্টা আঘাত করবো না। আল্লাহ দেখবেন। আমরা জনগণের কাছে বিচার দেব। জ্বালাও পোড়াও শয়তানের কাজ। মানুষ শয়তানের ধোঁকায় পড়ে এসকল কাজ করে। আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা কাজে দিবে ন। তার এই ধরনের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এবং এই দেশের বেশিরভাগ মানুষই এই দলটিকে সমর্থন করে। এই দল কোন সময় কোন বাঁকা পথে ক্ষমতায় যেতে ও চায় না এবং বেআইনী কোন জ্বালা ও পোড়াও কে সাপোর্ট ও করে না। আর কখনো জড়িত ছিল না ভবিষ্যতে ও থাকবে না। আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমাদেরকে সব সময় শান্তি পূর্ণ কর্মসূচি পালন করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এবং সেই নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার চেষ্টা করি। কিন্তু সরকারের প্রশাসন ও সরকারি দল। আমাদেরকে বিভিন্নভাবে তাদের দোষ আমাদের উপর দিতে চায়। আর আমাদের জ্বালাও পোড়াও রাজনীতিতে ঠেলে দেওয়ার জন্য তারা বর্তমানে উঠে পড়ে লেগেছে। আমরা এই এগুলোকে অপছন্দ আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। আর গত ২৯ জুলাই পুলিশের সাথে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশের পোষাক পরে আমাদের উপরে হামলা চালিয়েছে। আর আমরা মনে করি আমাদের উদ্দেশ্যটা মহৎ ও পরিষ্কার আমরা জনগণের ভোট অধিকারসহ সকল অধিকার ফিরিয়ে দিতে চাই। আর সরকার আমাদের দাবীটা মেনে নিলেই তো হইলো একটা সুষ্ঠু নির্বাচন হলেই আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনে অংশ গ্রহণ করবো। আর আমাদের এমপি সাহেব যেভাবে কথা বলে তাদের জন্য আমাদের ও লজ্জাজনক পরিস্থিতি পরতে হয়। তার কারণ হইলো তিনি নারায়ণগঞ্জের এমপি তাকে নিয়ে হাস্যরশ সৃষ্টি হলে আমাদের ও ব্যাড ক্রেডিট যার কারণে বলতে চাই আমি রাজনীতিক ভাষায় বক্তব্যে দিন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন, শামীম ওসমান সাহেব যে বললেন আল্লাহ বিচার করবে, আমি ও বলতে চাই যারা শাপলা চত্ত্বরে কোরআনের পাখিদেরকে হত্যা করেছে তাদের বিচার আল্লাহ করবে। যারা দেশের শত শত কোটি টাকা দেশের বাহিরে পাচাঁর করছে তাদের বিচার আল্লাহ করবে, যারা বিএনপির শত শত নেতাকর্মীকে গুম, খুন করেছে তাদের বিচার আল্লাহ করবে। আর তিনি যে বললেন বিএনপি জ্বালাও পোড়াও করে এটা তো কখনো সত্য না কারণ বিএনপির দেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করে। যার কারণে বলা চলে বিএনপি কোন সহিংস রাজনীতিতে নেই। আর জ্বালাও পোড়াও করে যুবলীগ, ছাত্রলীগ কারণ তাদের এমন কর্মকান্ডই প্রায় প্রায় সবার সামনে প্রমান পায়। আমি বলতে চাই শামীম ওসমান সাহেবের মুখে এমন কথা শোভা পায় না। আর তার এই কথাটা ঠিক যে আল্লাহ বিচার করবে এটা আমরা ও বিশ্বাস করি আর বর্তমানে দোষের অধিকার সব থেকে বেশি করা এটা আমি না বললেই চলে এটা সারা দেশের মানুষ যানে। মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ও বিএনপির রাজনীতি কেমন এটা দেশের ২০ কোটি মানুষ যানে। বিএনপি কখনো জ্বালাও পোড়াও রাজনীতির সাথে যুক্ত ছিল না। ইতি মধ্যে ২০১৪ সাল/২০১৮ সাল হোক কখনোই বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতিতে যুক্ত ছিল না। আর তারা যে ২৯ জুলাই কে নিয়ে বলছে গাড়ি পোড়ানোর কথা কিন্তু এটা তো এখন দেশে সবাই জানে এটা ছাত্রলীগের ছেলে পেলেরা পুড়ছে। তারা এমনটা করে বিএনপির উপরে দোষ চাপানেরা চেষ্টা করছে কারণ আওয়ামী লীগ এমনটা দল তারা সন্ত্রাসী ছাড়া আর কিছু বুঝে না। আমি দোয়া করি আল্লাহ শামীম ওসমান সাহেবকে হেদায়েত করুক আর আমরা কিন্তু তার কথা কাজে মিল পাই না। কেউ কি আমল, এবাদত করে বলে আমি এই করছি এই করছি। আর আমরা ও বলতে চাই যারা বাংলাদেশের ২০ কোটি মানুষকে জিম্মি করে এই দেশের গণতন্ত্রকে র্ধ্বংস করছে। বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে যারা ১০ টাকার মালিক ছিল না। তারা হাজার কোটি টাকার মালিক হয়েছে যাদের এক কালে খাবারের টাকা ছিল না তারা গাড়ি দিয়ে ঘুরে হাজার কোটি টাকার মালিক। তাই আমি বলতে তাই যারা ২০কোটি মানুষকে জিম্মি করে এই জনগণের অধিকার হরণ করছে যারা দেশের দ্রব্যমূল্যের নিজেদের দলের এমপি মন্ত্রী দিয়ে সেন্ডেকেট করে বাড়িয়ে রেখেছে আল্লাহ তাদের হেদায়াত করুক আর না হইলে বিচার করুক। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, বিএনপি একটি শান্তিপ্রিয় দল এই দল কখনো কোন সন্ত্রাসীর সাথে যুক্ত ছিল না, আগামীতে থাকবে ও না। কারণ বর্তমানে বিএনপি দেশের জনগণের জন্য লড়ে যাচ্ছে। আর সন্ত্রসী কারা করে এটা দেশবাসী যানে। কাদের হাতে পিস্তল উঠে এটা দেশবাসী যানে এটা হলো যুবলীগ ও ছাত্রলীগ। আর বিএনপি কখনো এই ধরনের সহিংসতার সাথে ছিল না আগামীতে থাকবে ও না। আর আল্লাহ যখন উপরে আছে সে সবই দেখছেন যদি আমাদের কোন ভুল হয়ে থাকে তাহলে আমাদের বিচার করবে। জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, দেশের সকল মানুষই কিন্তু অবগত আছেন কারা কাদের উপরে হামলা করছে। আপনারা অবগত আছেন গত ২৯ জুলাই আমাদের প্রোগ্রামটা ছিল শান্তিপূর্ণ প্রোগ্রাম আমাদের কেন্দ্র থেকে বলে দেওয়া হয়েছে এবং আমাদের মহা-সচিব ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহা-সচিব রিজভী সাহেব ও বলে দিয়েছিলেন যে কোন ধরনের বিশৃঙ্খলা বা জ্বালাও পোড়াও করা যাবে না। শান্তি পূর্ণভাবে সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে। আমরা কিন্তু ঠিক শান্তি প্রিয়ভাবে নারায়ণগঞ্জে অবস্থান কর্মসূচি করার জন্য আমরা রোডে উঠতেছিলাম ঠিক ওই মুহুর্ত্বে পুলিশ আমাদের উপর বৃষ্টির মতো গুলি করে। আমরা কিন্তু পুলিশের সেই গুলির প্রতিবাদ ও করিনি কোন ধরনের তাদের উপর হামলা ও করেনি। আর এখানে শামীম ওসমান সাহেব বলে আমরা জ¦ালাও পোড়াও রাজনীতি করি এটা তাদের মন গড়া কথা। আর উনি মিথ্যাকে কিভাবে ঘুছিয়ে সেটাকে কিভাবে সত্য বানানো যায় এটা উনি ভালো করেই যানে। আর উনি যে সুন্দর করে বক্তব্যে দেয় এটা শুনলে বুঝা যায় তিনি পৃথিবীতে উনি সব সময় সত্য কথা বলে উনার মুখ দিয়ে কখনো মিথ্যা কথা বাহির হয় না। আমি সাবেক ছাত্র নেতা ও যুবদলের নেতা হিসেবে একটা কথাই বলবো উনি উনার বক্তব্য দিয়েছেন আর আমাদের বক্তব্য হচ্ছে যে, আমরা নিয়মিত আন্দোলণ করে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য তরুণদের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া জন্য আমরা রাজপথেই থাকবো আমাদেরকে যতই গুলি করুক, আমাদেরকে যতই গুম করুক যতই বাধা আসুক আমরা সব রাজপথে থেকেই মোকাবেলা করবো। সহিংস ও জ¦ালাও পোড়াও করে আমরা কোন আন্দোলন বিগত দিনে ও করিনি বর্তমানে বা ভবিষ্যতে ও করবো না। আমাদের প্রোগ্রামগুলো থাকবে শান্তি প্রিয় প্রোগ্রাম। আর উনি যে বলেন আল্লাহ বিচার করবে আমি ও বলে দিতে চাই উনারা আমাদের সাথে যে আচরণ বর্তমানে করছে এটার বিচার ও আল্লাহ করবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯