আজ বৃহস্পতিবার | ১৪ আগস্ট ২০২৫ | ৩০ শ্রাবণ ১৪৩২ | ১৯ সফর ১৪৪৭ | বিকাল ৫:৫৪

প্রেমের ফাাঁদে ফেলে প্রতারনার অভিযোগ

ডান্ডিবার্তা | ১০ সেপ্টেম্বর, ২০২৩ | ১:১৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট প্রেমের ফাঁদে ফেলে প্রবাসী যুবকদের কষ্টে উপার্জিত অর্থ কেড়ে নিচ্ছে লিপি আক্তার নামক এক সুন্দরী যুবতী এবং তার সহযোগীরা। এই যুবতী এখন সৌদী আরব প্রবাসী। সে ইমু ব্যাবহার করে বিশে^র বিভিন্ন দেশে কর্মরত যুবকদের সাথে যোগাযোগ করেতাদেরকে প্রেমের ফাাঁদে ফেলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই যুবতীর সঙ্গে জরিত রয়েছে বাংলাদেশের একটি প্রতারক চক্র। এই মর্মে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি ফতুল্লা থানা পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে। এ বিষয়ে ফতুল্লা থানার ইসদাইর এলাকায় বাসবাসকারী মোসাম্মদ শিলা বেগম জানিয়েছেন তার ভাই খলিলুর রহমান (৩৫) মালদ্বীপ প্রবাসী। তার সাথে সৌদী আরব প্রবাসী লিপি আক্তারের পরিচয় হয় ইমুতে। যোগাযোগের এক পর্যায়ে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং লিপি খলিলকে বিবাহ করার প্রলোভন দেখায়। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত লিপি প্রেমের অভিনয় করে এবং নিজের শরীর প্রদর্শন করে খলিলের কাছ থেকে নয় লাখ টাকা হাতিয়ে নেয়। এ সময়ে লিপি খলিলকে তার নগ্ন ভিডিও পাঠায়। খলিল লিপিকে বিয়ে করবে বলে সরল বিশ^াসে পাঁচ বছরে বিভিন্ন সময়ে নয় লাখ টাকা দেয়। তাদের মাঝে কথা হয় এক সময় দুইজনেই দেশে ফিরে বিবাহবন্ধনে আবদ্ধ হবে। কিন্তু এরই মাঝে এক পর্যায়ে খলিল জানতে পারে লিপি আক্তার আসলে একজন দেহ ব্যাবসায়ী এবং এভাবে সে প্রবাসে থাকা আরো বহু যুবককে প্রেমের ফাঁদে ফেলে নিজের নগ্ন শরীর দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এই লিপি আক্তারের বাড়ি গাজীপুর জেলার সালনা থানার বি-প্রোবারধা গ্রামে। সে ওই গ্রামের হানিফ উদ্দিনের মেয়ে। বাংলাদেশে থেকে এই অপকর্মে তাকে সহায়তা করে তারই আপন ভাই শরীফুল, বোন হামিদা এবং ফুফাতো ভাই খোরশেদ। এই চক্র পাঁচ বছরে বিভিন্ন সময়ে খলিলের কাছ থেকে এই মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। আরো অনেক যুবককেই লিপি তারা নগ্ন দেহ এবং নানা অঙ্গভঙ্গিও ভিডিও পাঠিয়ে ঘায়েল করে। খলিল জানায় এসব ভিডিও পর্নোগ্রাফীকেও হার মানায়। কিন্তু সম্প্রতি খলিল জানতে পারে এই লিপি এবং তার ভাইবোনেরা আসলে পেশাদার প্রতারক। লিপি তার বিভিন্ন দেশে থাকা আরো বহু যুবককেই তার নগ্ন শরীর এবং অশ্লিল ভিডিও দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয়। খলিলের বোন শিলা তার অভিযোগে আরো লিখেছেন দেশে যে বিবাদীরা থাকে তারা তার বাসায় স্বশরীরে এসে আরো টাকা পয়সা দাবী করে এবং টাকা না দিলে তাদেরকে ক্ষতি করবে বলে হুমকি দিয়ে যায়। এদিকে এ বিষয়ে জানতে ফতুল্লা থানায় যোগাযোগ করা হলে থানা থেকে জানানো হয় অভিযোগে যা লিখা হয়েছে এবং খলিল মালদ্বীপ থেকে যে সকল তথ্য দিয়েছে এবং ভিডিও পাঠিয়েছে তাতে লিপির বিরুদ্ধে এবং তাকে সহায়তাকারীদের বিরুদ্ধে প্রতারনা এবং পর্নোগ্রাফি আইনে মামলা হয়। তবে লিপি যেহেতু প্রবাসে রয়েছে তাই দেশে থেকে তাকে যারা সহায়তা করছে তাদের বিরুদ্ধে কি আইনানুগ ব্যাবস্থা নেয়া যায় এ ব্যাপারে পুলিশ ভাবছে। অপরদিকে খলিল প্রবাস থেকে এ প্রতিনিধিকে জানিয়েছেন তিনি জানতে পেরেছেন লিপির অন্তত পাঁচটি বিয়ে হয়েছে এবং আরো বহু যুবকের সাথে প্রতারনা করে বেড়াচ্ছে। তাই তিনি মনে করেন বিষয়টি প্রচার করা হলে প্রবাসে থাকা আরো অনেকে সতর্ক হবেন এবং এভাবে তার মতো আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন না। লিপি এবং তার প্রতারক চক্রের হাত থেকে রেহাই পাবেন তারা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা